DIY PROJECT : এসো নিজে করি কাগজের তৈরি পপ ফুল , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে এসেছি @rme দাদার এসো নিজে করি ডাই প্রজেক্ট এ অংশ গ্রহন করতে। আজ আমি রঙিন কাগজ দিয়ে পপ ফুল তৈরি করে দেখাবো। কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। তার ভিতরে ফুল অনেক বেশি আকর্ষণীয় লাগে। তাই ভাবলাম আজ একটু অন্য রকম ফুল তৈরি করা যাক। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ।চলুন তাহলে শুরু করি।

IMG20211007005228.jpg

প্রয়োজনীয় উপকরণ:



.১টি লাল রঙের কাগজ
.১টি হলুদ রঙের কাগজ
.১টি স্কেল
.১টি লাল রঙের পেন্সিল
.১টি পেন্সিল
.১গাম
.১কাচি

IMG20211007112025.jpg

প্রস্তুতপ্রণালী



১ম ধাপঃ

IMG20211005225745.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের একটি হলুদ রঙের কাগজ নিয়েছি।

২য় ধাপঃ

IMG20211005225952.jpg

কাগজটির এক সাইডে আমি ৯"-৯" করে দাগ দিয়ে নিয়েছি ।

৩য় ধাপঃ

IMG20211005230716.jpg

এই সাইজের আমি সাত পিছ কাগজ কেটে নিয়েছি।

৪র্থ ধাপঃ

IMG20211005232805.jpg

৫ম ধাপঃ

IMG20211005232856.jpg

তারপর কাগজটিকে এভাবে কোনা করে তিনটি ভাজ দিয়ে নিয়েছে।

৬ষ্ঠ ধাপঃ

IMG20211005232942.jpg

তারপর এভাবে পেন্সিল দিয়ে একটা ফুলের পাপড়ির সেপ একে নিয়েছে।

৭ম ধাপঃ

IMG20211005233002.jpg

তারপর এভাবে দাগে দাগে আমি কেটে নিয়েছি।

৮ম ধাপঃ

IMG20211005233020.jpg

খোলার পর এমন একটা ফুল হয়েছে।

৯ম ধাপঃ

IMG20211005233654.jpg

একইভাবে আমি সাতটা কাগজ কেটে নিয়েছি।

১০ম ধাপঃ

IMG20211005233758.jpg

দেখুন এখানে সাতটা ফুল তৈরি হয়েছে।

১১তম ধাপঃ

IMG20211005234125.jpg

তারপর আমি সাতটা ফুলের একটা একটা করে পাপড়ি কেটে নিয়েছি।

১২তম ধাপঃ

IMG20211006000238.jpg

তারপর লাল রঙের পেন্সিল দিয়ে একটা পাপড়ি বাদে সবগুলো পাপড়ি এভাবে রঙ করে নিয়েছি।

১৩তম ধাপঃ

IMG20211006000041.jpg

ওই একই ভাবে আমি সাতটা ফুল রং করে নিয়েছি।

১৪তম ধাপঃ

IMG20211006000238.jpg

১৫তম ধাপঃ

IMG20211006000302.jpg

উপরে দেখানো যে ফুলটা রং করা হয়নি সে ফুল টাতে আমি আঠা লাগিয়ে নিয়েছি।

১৬তম ধাপঃ

IMG20211006000317.jpg

তারপর একটা পাপড়ি নিয়ে ওই আঠা লাগানো পাপড়ির উপর বসিয়ে দিয়ে এভাবে একটা ফুল বানিয়ে নিয়েছি।

১৭তম ধাপঃ

IMG20211007002117.jpg

একইভাবে আমি সাতটা ফুলে আঠা লাগিয়ে এভাবে ফুল বানিয়ে নিয়েছি।

১৮তম ধাপঃ

IMG20211007002628.jpg

তারপর প্রতিটা ফুল আমি এভাবে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি।

১৯তম ধাপঃ

IMG20211007002739.jpg

তারপরে পাশাপাশি তিনটি ফুল এভাবে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি।

২০তম ধাপঃ

IMG20211007002913.jpg

তারপর মাঝখানের ফুলের মাঝের পাপড়িটা বাদ রেখে দুই সাইডের পাপড়ির উপরে আঠা লাগিয়ে নিয়েছি।

২১তম ধাপঃ

IMG20211007003033.jpg

২২তম ধাপঃ

IMG20211007003104.jpg

তারপর দুইটা ফুল নিয়ে দুই পাশে লাগিয়ে দিয়েছি মাঝখানের পাপড়িটা বাদ রেখে।

২৩তম ধাপঃ

IMG20211007003210.jpg

২৪তম ধাপঃ

IMG20211007003249.jpg

আবার মাঝখানে তিনটে পাপড়িতে আঠা লাগিয়ে ওইখানে আরেকটি ফুল বসিয়ে দিয়েছি।

২৫তম ধাপঃ

IMG20211007003445.jpg

২৬তম ধাপঃ

IMG20211007003545.jpg

২৭তম ধাপঃ

IMG20211007003625.jpg

ওপরে দেখোনা ছবির মত আবার আঠা লাগিয়ে দুই পাশে দুইটা ফুল লাগিয়ে দিয়েছি লাল দাগ দেওয়া পাঁপড়িটা আমি বাদ রেখেছি।

২৮তম ধাপঃ

IMG20211007003700.jpg

২৯তম ধাপঃ

IMG20211007003815.jpg

তারপর মাঝখানে তিনটা পাপড়িতে আঠা লাগিয়ে মাঝখানে আরও একটা ফুল বসিয়ে দিয়েছি।

৩০তম ধাপঃ

IMG20211007003848.jpg

৩১তম ধাপঃ

IMG20211007003912.jpg

এবার আমি একটা লাল রঙের কাগজ নিয়ে মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি।

৩২তম ধাপঃ

IMG20211007004111.jpg

তারপরে ফুলটা নিয়ে এভাবে মাঝখানে রেখে মাপ দিয়ে চার নম্বর পাপড়ির নিচে আঠা লাগিয়ে ফুলটাকে আমি লাগিয়ে দিয়েছি।

৩৩তম ধাপঃ

IMG20211007004316.jpg

তারপর উপরের ৪ নম্বর পাপড়ির উপরে আঠা লাগিয়েছি।

৩৪তম ধাপঃ

IMG20211007003912.jpg

তারপর এভাবে লাল কাগজটা নিয়ে আঠার সাথে এভাবে চাপ দিয়ে ধরে লাগিয়ে নিয়েছি।

৩৫ তম ধাপঃ

IMG20211007005228.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার কাগজের তৈরি পপ ফুল।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc
@rme

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

অও আপু আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ।অনেক সুন্দর হয়েছে পপ ফুলটি।এটি জায়গা সাশ্রয়ী, ভেঁজে রেখে দেওয়া যায়।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে ফুল বানানো যায় এটাই স্টিমে আসার আগেই কখনো জানার চেষ্টাও করিনি জানতাম না। আপু আপনি অনেক সুন্দর করে পপ ফুল বানিয়েছেন। এমনকি উপকরণ থেকে শুরু করে সবকিছু ধাপে ধাপে দেখিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন। আপনার এই পোস্টটি ড্রাই ইভেন্টে স্পেশাল পোষ্ট হিসেবে থাকব। আপনার মত আমিও আজকে প্রথম ডাই-ইভেন্টে অংশগ্রহণ করলাম। আপনার জন্য শুভকামনা রইল আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আপু প্রথমেই বলবো মাশাল্লাহ।
মাশাল্লাহ বলার কারণ আপনার এতোটা সুন্দর কাজে যেনো কারো নজর না লাগে।
অনেক বেশি সুন্দর লাগছে পপ ফুলটি। কার্ডটি খোলার পর মনে হচ্ছে একটাই ফুল যেনো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর ভাবে একটা মতামত দেওয়ার জন্য।

বাহ আপু রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন। প্রতিটি ধাপে অনেক সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করে বুঝিয়েছেন। যা প্রতিভা জনক। সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনার সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

আপু কি যে বলব এত সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না । এক কথায় অসাধারণ!!আর ধাপে ধাপে বর্ণনা গুলো অনেক সুন্দর হয়েছে ।

ধন্যবাদ আপনাকে আপু । আপনার প্রতি শুভকামনা রইল ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমেই বলব ভিডিওটা জাস্ট অসাধারণ ছিল, দেখলাম পুরো ম্যাজিকের মতো কাগজের ফুল টি ফুলে উঠছে দেখি আমার আসলে অনেক ভালো লেগেছে। ৩৫ টি ধাপে অনেক কষ্টসাধ্য একটা ডাই প্রজেক্ট ছিল ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রতিটি ধাপে অনেক সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করে বুঝিয়েছেন। যা প্রতিভা জনক। বিভিন্ন রঙের রঙিন কাগজ ব্যাবহার করে সুন্দর একটি ফুল বানিয়েছেন অনেক ভাল লাগছে দেখতে। সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনার সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর করে বিভিন্ন রঙের রঙিন কাগজ ব্যাবহার করে সুন্দর একটি ফুল বানিয়েছেন অনেক ভাল লাগছে দেখতে।আর আপনি অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

ধাপে ধাপে সুন্দর উপস্থাপনার সাথে আপনার বানানো পপ ফুল তুলে ধরেছেন। অনেক সুন্দর হয়েছে। ভিডিও টা ও দেখলাম। খুব ভালো। শুভেচ্ছা অবিরাম

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর পপ ফুল তৈরি করেছেন আপু,যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সবার মধ্যে যে এতো এতো প্রতিভা লুকিয়ে আছে সেটা আমি জানতামই না। আপনার পপ ফুল টা অনেক সুন্দর হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56934.21
ETH 3091.02
USDT 1.00
SBD 2.38