রঙীন কাগজের তৈরি চিংড়ি মাছ,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ?সবাই নিশ্চই অনেক ভাল আছেন সুস্থ আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আবার আপনাদের সামনে রঙিন কাগজ দিয়ে একটা কিছু বানিয়েছি সেটা শেয়ার করতে চলে এসেছি ।রঙিন কাগজ এমন একটা জিনিস যে এটা দিয়ে ছোট্ট একটা কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে ।তাই আমি প্রতিদিনই চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে ছোট ছোট জিনিস তৈরি করে আপনাদেরকে দেখাতে, আর আমার বাচ্চাও এসব জিনিস দেখে খুবই খুশি হয়। আজ আমি রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছ তৈরি করেছি সেই চিংড়ি মাছটি ধাপে ধাপে তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে শুরু করি।



Picsart_22-01-31_19-28-52-162.jpg

images (4).png

PicsArt_21-12-17_17-47-48-634.png

images (4).png

রঙীন কাগজ
কাঁচি
গ্লু
স্কেল
কালো কলম

images (4).png

20220130_223714.jpg

images (4).png

কার্যপ্রক্রিয়া:

images (4).png

20220130_221447.jpg20220130_221518.jpg

images (4).png

প্রথমে আমি ১৫× ১৫ সেন্টিমিটার সাইজের একটি কাগজ নিয়ে মাঝখান থেকে কোনা করে ভাঁজ দিয়ে নিয়েছি।

images (4).png

20220130_221630.jpg20220130_221716.jpg

images (4).png

তারপর কাগজটির এক কোনায় প্রথমে একটা ভাঁজ করে দ্বিতীয় আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি।

images (4).png

20220130_221736.jpg20220130_221926.jpg

images (4).png

একইভাবে দুই সাইড ভাঁজ দিয়ে নিয়ে অন্য পাশে ছোট্ট করে মাথার কাছে আরও একটু ভাঁজ দিয়ে নিয়েছি।

images (4).png

20220130_221953.jpg20220130_222012.jpg

images (4).png

প্রত্যেকটা ভাঁজ দেওয়ার পর ছোট ভাঁজগুলো আবার খুলে দিয়েছি ভাঁজগুলো খুলে মাঝখান থেকে আবার একটা ভাঁজ দিয়ে নিয়েছি।

images (4).png

20220130_222101.jpg20220130_222115.jpg

images (4).png

তারপরে উপরে মাথার কাজ থেকে তিন আঙ্গুল মাপ দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং ঐ দাগের উপরে কাঁচি দিয়ে একটু কেটে নিয়েছি।

images (4).png

20220130_222239.jpg20220130_222332.jpg

images (4).png

তারপর অপর সাইডে পেন্সিল দিয়ে চিকন করে একটা দাগ দিয়ে তারপর কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে দিয়েছি।

images (4).png

20220130_222407.jpgPolish_20220131_194317512.jpg

images (4).png

এ পর্যায়ে মাঝের ভাঁজটা খুলে চিকন যে কাগজ দুটা বের হয়েছে সেটাকে উপরের দিকে উঠিয়ে দিয়েছি।

images (4).png

Polish_20220131_194436944.jpgPolish_20220131_194759757.jpg

images (4).png

তারপর ওই চিকন কাগজ দুটো মাথার কাছে যে ছোট্ট একটি ফাঁকা করেছিলাম সে ফাঁকার ভিতর ঢুকিয়ে দিয়েছি এবং উপরের দিকে আবার ভাঁজে ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি।

images (4).png

Polish_20220131_194838601.jpg20220130_222829.jpg

images (4).png

তারপর কাগজটা উল্টাপাশে দেখুন উপরের ছবিতে দেখতে যেমন হয়েছে ওই রকমই হয়েছে। তারপর কাগজটা আবার উল্টিয়ে মাথার সাইডে আবার একটু ভেঙ্গে নিয়েছি।

images (4).png

20220130_222839.jpg20220130_222952.jpg

images (4).png

এ পর্যায়ে উপরের সাইডে একটু ভেঙ্গে নিয়েছি এবং নিচের দিকে আবার একটা ভাঁজ দিয়ে দিয়েছি।

images (4).png

20220130_223042.jpg20220130_223115.jpg

images (4).png

তারপর ছোট ছোট করে আরো কয়েকটা ভাঁজ দিয়ে কাগজটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি।

images (4).png

20220130_223334.jpg20220130_223353.jpg

images (4).png
তারপর নিচের দিক থেকে টেনে ভাঁজে ভাঁজে কিছু অংশ বের করে দিয়েছি এবং পেটের মাঝখানে একটু আঠা লাগিয়ে কাগজটা লাগিয়ে দিয়েছি।

images (4).png

20220130_223442.jpg20220130_223507.jpg

images (4).png

দেখুন গ্লু দিয়ে লাগানোর পর মাছ দেখতে উপরের ছবির মত হয়েছে। তারপর কাল কলম দিয়ে মাছের চোখ এঁকে নিয়েছি।

images (4).png

20220130_223553.jpg

images (4).png
ব্যাস আমার চিংড়ি মাছ একদম রেডি হয়ে গিয়েছে এখন নিয়ে ভেজে শুধু খেয়ে ফেলতে হবে হাহাহা।

images (4).png

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

images (4).png

logo.gif

@tauhida

images (4).png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপনার রঙিন কাগজের চিংড়ি মাছটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে অনেক সহজ। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ রঙিন কাগজের চিংড়ি মাছটা বানানো মোটামুটি সহজে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ! আপনার কাগজের তৈরি চিংড়ি মাছটি দেখতে খুবই অসাধারণ লাগছে। একটু দূর থেকে তাকালে মনে হয় যেন সত্যি কারের চিংড়ি মাছ, বেশ ভালো লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার মাছ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি চিংড়ি মাছ তৈরি করলেন। আমি তো দেখে ভেবেছিলাম এটি যারা সত্যি কারের চিংড়ি মাছ। যদিও দেখতে ছোট একটি কাজ মনে হচ্ছে। কিন্তু তৈরি করাটা অতটাও সহজ কাজ নয়। এরকম রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করতে খুবই কষ্টকর। এই কাজগুলো মিলিয়ে আনতে অনেক সময় লাগে। আমাদের মাঝে এত অসাধারন একটি কাজ নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু শেষ পর্যন্ত মিলানোটা একটু কঠিন। এমন অনেক জিনিস আছে যেটা বানাতে গিয়ে শেষ পর্যন্ত আর মেলাতে পারিনি পরে একবারে ছিড়ে ফেলেছি। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

রঙীন কাগজে দিয়ে তৈরি চিংড়ি মাছ শিল্পটি অনেক সুন্দর হয়েছে।প্রসেস গুলো অনেক ক্লিয়ার তবে ছবিগুলো লোডিং সময় বেশি নিচ্ছিলো ।শুভ কামনা রইল আপু

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ।আর লোডিং সময় বেশি নিয়েছিল কারণ আপনার নেট প্রবলেম হচ্ছিলো তাই।

 2 years ago 

বিষয়টি খুবই ইউনিক আপু।
মাত্র রঙিন কাগজ এবং আঠা ব্যবহার করে অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন।

আসলে পোস্ট করার পরে মনে হয় আমার মাথায় এই চিন্তা কেন আসলো না। প্রকৃতপক্ষে এত সুন্দর চিন্তা পোস্ট করার পূর্বে আসেনা।

অনেক চমৎকার হয়েছে আপু। স্যালুট জানাই আপনার সৃজনশীলতা কে

 2 years ago 

আপনিও চেষ্টা করেন আপনিও বানাতে পারবেন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

image.png

রঙিন কাগজ দিয়ে অনেকে অনেক কিছু বানায়। তবে আমার দেখা সবথেকে সেরা এবং ইউনিক কাগজের তৈরি মাছ দেখলাম। সত্যি আমি খুবই অবাক হয়ে গিয়েছি আপনার সৃজনশীলতা দেখে। আর আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

আমিও সত্যি অবাক হয়ে গিয়েছি যে আবার মাছটি আপনার এত ভালো লেগেছে। সত্যি অনেক খুশি হয়েছি ভাইয়া আপনার মন্তব্য দেখে। আপনার জন্যও অনেক শুভকামনা রইল।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে চিংড়ি মাছ বানিয়েছেন। আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ হয়েছি। খুব সুন্দর ভাবে দক্ষতার সহিত আপনি চিংড়ি বানিয়েছেন এবং ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন পুরো প্রক্রিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার কাগজের তৈরি চিংড়ি মাছটা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার কাগজের তৈরি চিংড়ি মাছটা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

 2 years ago 

মাত্র এক রঙের কাগজ দিয়ে অনেক সুন্দর একটি চিংড়ি মাছ বানিয়েছেন আপনি। মনে হচ্ছে পানিতে ছেড়ে দিলে এখনই সাঁতার কাটতে শুরু করবে। সুন্দর এই চিংড়ি মাছ বানানোর পদ্ধতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া নিয়ে পানিতে ছেড়ে দেখেনতো সাঁতরায় কিনা অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার।

 2 years ago 

😃

 2 years ago 

কাগজ দিয়ে এতো সুন্দর একটি চিংড়ি মাছ তৈরি করেছেন।দেখেই অনেক ভালো লাগছে। এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর করে তুলে ধরেছেন । শুভ কামনা রইল আপনার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার মাছটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45