★কালো কলম দিয়ে সুন্দর পাতা ডিজাইন★
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি ।বেশ কিছুদিন পরে আজ একটু সময় করে আর্ট করতে বসেছিলাম। বেশ কিছুদিন হয়ে গেল বিভিন্ন ঝামেলার কারণে এবং বাইরে থাকার কারণে তেমন ভালোভাবে কমিউনিটিতে সময় দিতে পারছি না। তারপরও চেষ্টা করছি নিয়মিত দুই একটা করে পোস্ট দিয়ে যাওয়ার। আজ আমি অনেকদিন পরে একটু আর্ট করতে বসেছি। অনেক দিন আর্ট না করার কারণে আর্ট করতে অনেক কষ্ট হয়েছে। মনে হয় আর্ট গুলো করতে একেবারে ভুলে গিয়েছি। আর্ট আসলে একটা চর্চার বিষয় নিয়মিত না করলে ঠিকভাবে করা যায় না। তারপরও অনেক সময় নিয়ে এই আর্টটি আমি করেছি। এখন আপনাদের সামনে পরিবেশন করছি।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
কার্যপ্রণালী
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
প্রথমে কম্পাস দিয়ে ছোট বড় করে কয়েকটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপর বড় বৃত্তের ভিতর ছোট ছোট করে আরো কয়েকটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে কয়েকটা দাগ দিয়ে কালো কলম দিয়ে পেন্সিলের দাগের উপর দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
তারপর আস্তে আস্তে পাতা গুলোর ডিজাইন করতে শুরু করেছি এবং বাইরের সাইড দিয়ে আরো ছোট ছোট কিছু পাতা এঁকে ভেতরের পাতাগুলো সম্পূর্ণ ডিজাইন করে নিয়েছি।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
এরপর ভেতরের পাতাগুলো ডিজাইন সম্পূর্ণ করে বাইরে পাতাগুলো ডিজাইন করে কালো কলম দিয়ে কিছু কিছু জায়গায় গাঢ় করে দাগ দিয়ে নিয়েছি। তারপর বাইরের সাইডে আরো কিছু পাতা এঁকে ডিজাইন করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এরপর আরো কিছু পাতা এঁকে সম্পূর্ণ ভরাট করে দিয়েছি এরপর কিছু কিছু জায়গায় আবারও কালো কলম দিয়ে ডিপ করে দাগিয়ে নিয়েছি।
ব্যাস আমার পুরো পাতাগুলো দাগিয়ে দাগিয়ে ভরে দেওয়া হয়েছে।
আঁকা সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি আমার নাম লিখে নিয়েছি।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
আপু আপনি কালো কলম দিয়ে খুবই সুন্দর পাতার ডিজাইন একেছেন দেখে আমি মুগ্ধ হলাম। তবে আপনার ডিজাইনটি দেখে বুঝতে পারছি আপনি অনেক পরিশ্রম করেছেন। আপনি খুব সুন্দর ভাবে পাতার ডিজাইনগুলো যেভাবে এঁকেছেন তা আমাদেরকে দেখিয়েছেন। এত সুন্দর একটি পাতার ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
কলম দিয়ে চমৎকার একটা পাতার ডিজাইন তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কলম দিয়ে তৈরি করার ফলে আপনি এত ছোট ছোট ডিজাইন তৈরি করতে সক্ষম হয়েছেন। আমি জানি এগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়।
ঠিকই বলেছেন কলম দিয়ে তৈরি করার কারণে ডিজাইন গুলো অনেক ছোট ছোট করে সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্য করার জন্য।
অনেকদিন চর্চায় না থাকলে যে কোন জিনিস মানুষ ভুলে যেতে শুরু করে। কিন্তু আপনার আর্টটি আপনি দারুন ভাবে সম্পন্ন করেছেন। খুবই গর্জিয়াস একটি আউটপুট বের হয়েছে। এভাবে সাদা কালো আর্ট গুলো আমার ভীষণ ভালো লাগে।
আসলেই আপু অনেকদিন চর্চায় না থাকার কারণে জিনিসটি করতে একটু সময় লেগেছে। অনেক ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
জি আপু ঠিক বলেছেন। অনেক দিন পরে আপনার আর্ট পোস্ট দেখলাম। কালো কলম দিয়ে সুন্দর পাতা ডিজাইন আর্ট করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। চোখ ধাঁধানো সুন্দর লাগতেছে। অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে কাজ করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
ইদানিং সময় করে উঠতে পারছি না কমিউনিটিতে খুব বেশি সময় দিতে পারছি না। তারপরও আজকে কিছুই দেয়ার ছিল না বলে একটু সময় করে এঁকেছি। অনেক ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
প্রথমে বলবো ডিজাইন টি সত্যি অসাধারণ যা চোখ ধাঁধানো ৷ আপনি যে অনেক ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে আর্ট করেছেন ৷ তা দেখেই বোঝা যাচ্ছে একদম নিখুঁত ভাবে ফুটে তুলেছেন ৷
ধন্যবাদ আপু
এসব আর্ট ধর্য্য নিয়ে না করলে সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না । ধন্যবাদ ভাই আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
খুবি সুন্দর মেন্ডেলা চিত্র অংকন করলেন। ম্যান্ডেলা চিত্র উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে, ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ম্যান্ডেলার চিত্রগুলো এমনিতে অনেক ভালো লাগে এভাবে সুন্দর করে কালো কলম দিয়ে করলে আরো বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
বাহ আপু দারুণ একটি আর্ট করেছেন। এত সুন্দর আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি এমন আর্ট এই প্রথমবার দেখতে পেলাম আর আমার অনেক ইউনিক লেগেছে। নিশ্চয়ই আপনার এই আর্ট করতে অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত ইউনিক আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
এ ধরনের আর্ট করতে আসলেই অনেক সময় লাগে আপু তারপরও সময় নিয়ে জিনিসটা শেষ করতে পেরেছি ধৈর্য সহকারে এটি বড় কথা। আপনার ভালো লেগেছে জেনে সত্যি ভাল লাগলে অনেক ধন্যবাদ আপনাকে।
বেশ কিছুদিন বাহিরে থাকার কারণে হয়তোবা আপনি কমিউনিটিতে তেমন একটা সময় দিতে পারেনি কিন্তু এখন অবশ্যই কমিউনিটিতে সময় দিবেন বলে আশা রাখি। আসলে কোন কাজ যদি প্রতিনিয়ত না করা হয় তাহলে সেটা না করতে করতে একটা সময় মানুষ ভুলে যায় অংকনটা ঠিক তেমনি। যাইহোক খুবই চমৎকার একটি পাতার ডিজাইন অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন যেহেতু এখন ফ্রি হয়ে গিয়েছেন অবশ্যই সুন্দর সুন্দর অংকন করে আমাদের মাঝে উপস্থাপন করবেন বলে আশা রাখছি।
চেষ্টা করছি ভাই সময় দিতে তবে সময় এখনো করে উঠতে পারছি না, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত দিয়ে পাশে থাকার জন্য।
বাহ! বাহ! কালো কলম দিয়ে সুন্দর পাতা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দারুন হয়েছে। খুব নিখুঁতভাবে আপনি আটটি সম্পন্ন করেছেন। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে শুনে সত্যিই অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।