"🌿 আমার বাংলা ব্লগ 🌾" প্রতিযোগিতা -০৩: "steemit এর সাথে আপনার পরিচয়ের প্রথম দিনের অনুভূতি"
আসসালামু আলাইকুম
আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই @rme দাদাকে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
স্টিমিট এর সাথে আমার প্রথম পরিচয় আমার খালাতো ভাইয়ের মাধ্যমে। ওর কাছেই প্রথম শুনি স্টিমিট এর নাম। আমার খালাতো ভাইয়ের আইডি@rupok।
আমার বোন ইংল্যান্ড এ থাকে।আমার বোন সবসময় আমাদের সাথে গ্রুপ কলে কথা বলে।আর যখনই ফোন করে তখনই শুধু এই স্টিমিট এর গল্প করে। তখন আমরা সবাই বিরক্ত হই আর ও বলে তোরাও একটা একাউন্ট খোল তখন আমরা একসাথে করতে পারবো। আমি প্রথমে খুলি নাই তারপর ও বলতে বলতে বাধ্য হয়ে ওকে বলি আমার একটা একাউন্ট খুলে দিতে। তখন আমি আর আমার ছোট বোন একাউন্ট খুলতে চাই। তখন ও ওর ফোন থেকে ঐখানে বসে আমার একটা একাউন্ট খুলে দেয়। আমার ছোট বোনের আইডি @wahidasuma। কিন্তু তারপরও আমি চেষ্টা করে ঢুকতে পারি না । তখন আমি আমার এক খালাতো ভাইয়ের সাহায্য নিয়ে ২০২১ সালের জুন মাসে একাউন্ট এ ঢুকতে সক্ষম হয়। রূপকের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।তারপর আমার আপু আমাকে শেখাতে থাকে কি করতে হবে।
প্রথমে আমি শুধু কমেন্ট করতাম। আর প্রথম যেদিন কমেন্ট করি আর ভোট পাই আমার যে কেমন লেগেছিল তা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারব না। সেদিন আমার সারারাত ঘুম হয় নাই ।সারারাত শুধু একটু পরপর ফোন দেখেছি কেউ কোনো ভোট দিলো কিনা। আমার হাসবেন্ড আমাকে বলে তুমিতো দেখছি সারারাতই জেগে আছো। এভাবেই আমি আস্তে আস্তে স্টিমিট এর সাথে জড়িয়ে পরি।
আমার আপু আমাকে সবসময় বলত পাওয়ার আপ করতে কিন্তু আমি করতাম না। যখন আমি দেখলাম পাওয়ার আপ না করলে সবসময় কমেন্ট করতে পারি না তখন আমি বাধ্য হয়ে পাওয়ার আপ করি। তখন আমার খুব ভালো লাগলো কারণ আমি তখন ইচ্ছে মতো কমেন্ট করতে পারতাম।এখন আমি নিজের থেকেই পাওয়ার আপ করি।
আমি এখন পর্যন্ত কোন টাকা তুলি নাই তাই আমি আমার টাকা তোলার কোনো অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না।
আমি আমার আপুর সাহায্যে আমার বারান্দা বাগান নিয়ে আমার প্রথম পোস্টটা দেই।
আমার প্রথম পোষ্ট এর লিংক:
আমার আপুর আইডি @tangera
Cc-
বাহ! দারুনতো আপনাদের বলা যায় স্টিম পরিবার।
খুব সুন্দর অনুভূতি ভাগ করেছেন, শুরুর দিকে আমিও রাত জেগে কাজ করতাম। ধন্যবাদ অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া
খুব সুন্দর অনুভূতি প্রকাশ।জেনে ভালো লাগল।ধন্যবাদ আপু।
আপনাকেও ধন্যবাদ আপু।
আমাদের প্রতিযোগিতায় আপনাকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভেচ্ছা রইল আপনার জন্য এবং ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য
আপনাকেও অনেক ধন্যবাদ।
আপনার গল্পটা পড়ে ভালো লাগলো আপু