"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৬ || ★সেমাই এর মালাই চপ রেসিপি★,10%shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20220426_021453406.jpg



আজ আমি আমার বাংলা ব্লগ কর্তিক আয়োজিত প্রতিযোগিতা - ১৬ তে অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রথমে বাংলা ব্লগের সকল এডমিন মডারেটরদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করার ফলে আমরা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজের সর্বোচ্চ চেষ্টা করার একটা সুযোগ পাই।

এবারের প্রতিযোগিতার বিষয় ছিল শেয়ার করো তোমার সেরা স্বাদের - ইউনিক সেমাই রেসিপি । আমাদের মুসলমানদের একটি প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ। ঈদকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করে থাকি। তারমধ্যে প্রধান হলো সেমাই ঈদের দিন সকাল বেলা সেমাই ছাড়া যেন জমে না। ছোটবেলায় যখন দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে আম্মা সেমাই রান্না করতেন সেমাইয়ের ঘ্রাণে সকালবেলা আমাদের ঘুম ভাঙতো। আর আব্বুকে দেখতাম সকালবেলা গোসল করে পাজামা পাঞ্জাবী পড়ে সেমাই খেয়ে তার পরে নামাজে যেতেন। দৃশ্যগুলো এখনো চোখের সামনে ভাসে। আর এটা আমরা সেই ছোটবেলা থেকেই দেখে এসেছি। সেমাইয়ের এই রেওয়াজটা যেন যুগ যুগ ধরে চলে আসছে। আমরা এখনো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই রান্না করে থাকি। সেমাই ছাড়া যেন জমে না। আজ আমি সেমাইয়ের খুবই মজাদার একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আমার সেই মজাদার রেসিপি হল সেমাইয়ের মালাই চপ রেসিপি। সেমাইয়ের মালাই চপ খুবই মজাদার একটি খাবার। এখন আমি আমার এই মালাই চপ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

প্রয়োজনীয় উপকরণ

লম্বা সেমাই ―১০০গ্রাম
চিনি―৩.৫ টেবিল চামচ
ঘি―৩টেবিল চামচ
তেল―পর্যাপ্ত পরিমাণ
লবন―২চিমটি
কনডেন্সড মিল্ক―কোয়াটার কাপ
লিকুইড দুধ―৩কাপ
পাউডার দুধ―১.৫কাপ
এলাচ―৫পিছ
ডিম―১ ডিমের কুসুম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Polish_20220426_015446400.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

কার্যপ্রণালী

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

১ম ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

20220426_015006.jpg20220426_014950.jpg
20220426_014935.jpg20220426_014840.jpg

20220426_014828.jpg

প্রথমে আমি ১০০ গ্রাম সেমাই নিয়ে প্যাকেটের ভিতরে হালকা ভেঙে নিয়েছি। তারপর ভাঙা সেমাইগুলো একটা প্লেটে ঢেলে সেখান থেকে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। ব্লেন্ডারে দিয়ে সেমাইগুলোকে একেবারে ব্লেন্ড করে নিয়ে সুজির মত করে ফেলেছি ।সেমাইগুলো একেবারে ঝরঝরে ঠিক সুজির মতোই দেখতে হবে। একটা প্লেটে ঢেলে নিয়েছি। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তার ভিতরে পাঁচটা এলাচ দিয়ে এলাচগুলো একটু নেড়েচেড়ে গরম করে নিয়েছি ,তারপর এলাচের ভেতর থেকে বিচি বের করে ব্লেন্ডারে গুড়ো করে নিয়েছি

২য় ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

20220426_014816.jpg20220426_014801.jpg
20220426_014744.jpg20220426_014726.jpg

20220426_014705.jpg

তারপর কড়াইতে দের টেবিল-চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর ঘি এর ভিতরে সেমাইগুলো ঢেলে দিয়েছি। এখানে হালকা হিট এ সেমাইগুলো একটু ভেজে নিতে হবে। চুলার জ্বাল বাড়িয়ে দেওয়া যাবে না তাতে সেমাই পুড়ে যেতে পারে। হালকা ভাজা হয়ে গেলে তার ভিতরে দেড় টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি।

৩য় ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

20220426_014611.jpg20220426_014551.jpg
20220426_014534.jpg20220426_014513.jpg

20220426_014254.jpg

চিনি মেশানো হয়ে গেলে তারপর সেমাই এর ভেতরে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। ডো তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি। অন্য একটি চুলায় একটি প্যান বসিয়ে তার ভেতরে দুই টেবিল-চামচ চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। এখানে ক্যারামেল তৈরি করে নিলে আমার মালাই এর কালারটা ভাল আসবে।

°
৪র্থ ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

20220426_014235.jpg20220426_014210.jpg
20220426_014150.jpg20220426_012906.jpg

20220426_012820.jpg

***চিনির ক্যারামেল তৈরি হয়ে গেলে তার ভিতরে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তারপর সেই দুধের ভিতর কোয়াটার কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর মিষ্টির জন্য এখানে আমি কনডেন্সড মিল্ক দিয়ে দিয়েছি। আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি কনডেন্স মিল্ক দিলে খেতে একটু বেশি মজা লাগে। এখানে আমি চিনি ব্যবহার করিনি। তারপর কিছুক্ষণ জ্বাল করে ফুটিয়ে নিয়েছি। ***

৫ম ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

20220426_012804.jpg20220426_012713.jpg
20220426_012654.jpg20220426_012639.jpg

20220426_012600.jpg

দুধটাকে বেশি ঘন করা যাবেনা তাহলে সেমাইগুলো দুধের ভিতর ভিজবে না। অল্প ঘন হলে আমি দুধটা নামিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে এলাচের গুঁড়া ও লবণ দিয়ে দিয়েছি। তারপর কোয়াটার কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি ও একটি ডিমের কুসুম দিয়ে দিয়েছি ।তারপর হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যদি মনে হয় একটু শক্ত তাহলে একটু লিকুইড দুধ ব্যবহার করা যেতে পারে ।

৬ষ্ঠ ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

20220426_012541.jpg20220426_012522.jpg
20220426_012505.jpg20220426_012447.jpg

20220426_012347.jpg

তারপর দুধ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে তার ভিতরে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আরো ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে আমার চপগুলো দেখতে মসৃণ হয় এবং খেতেও সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় ।তারপর আমি আস্তে আস্তে চপগুলো বানিয়ে নিয়েছি এবং অন্য একটি চুলায় কড়াই বসিয়ে তার ভেতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে ডুবোতেলে চপগুলো ভেজে নিতে হবে হালকা বাদামি করে। তেল সামান্য গরম হলে তার ভিতর একে একে চপগুলো দিয়ে দিয়েছি।

৭ম ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

20220426_012230.jpg20220426_012157.jpg
20220426_012054.jpg20220426_011802.jpg

চপগুলো বেশি সময় ভাজা যাবে না হালকা বাদামি হলে চুলা থেকে নামিয়ে আগে থেকে বানিয়ে রাখা লিকুইড দুধ হালকা গরম থাকতে তার ভিতরে একটা একটা করে দিয়ে দিতে হবে। চপগুলো দুধের ভিতর দিয়ে ঠান্ডা হলে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি সারা রাতের জন্য।

৮ম ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

20220426_011745.jpg

তারপর সকালবেলা আমি বাটি ধরে চপগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি।

৯ম ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

20220426_011951.jpg

একটা প্লেটে আমি আমার মালাই চপগুলো উঠিয়ে নিয়েছি।

শেষ ধাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

20220426_011708.jpg

আমার মালাই চপ একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে তুলে উপর দিয়ে কিছু গুঁড়োদুধ ছিটিয়ে দিয়ে পরিবেশন করেছি। খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল।

logo.gif

এটাই ছিল আমার আজকের সেমাইয়ের মালাই চপ রেসিপি।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

সত্যিই সেমাই তৈরি অসাধারণ হয়েছে। দেখে খুব ভালো লাগলো। আশা করছি আপনি প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবেন। আপনার প্রস্তুত প্রণালি খুবই দুর্দান্ত হয়েছে।এত অসাধারণ রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার কথায় যেন হয় অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

 2 years ago (edited)

সেমাই দেখলেই আমারো ঈদের কথা মনে পড়ে যায়। আমার আম্মুও ঈদের দিন সকাল সকাল সেমাই রান্না করতো বাড়ির ছেলেরা গোসল করল নতুন পাঞ্জাবি পড়ে আগে সেমাই খেত তারপর ঈদের নামাজে যেন। সেইদিনগুলো এখন চোখের সামনে ভাসছে। যাইহোক আপনার রেসিপিটিও একদম ভিন্নধর্মী একটি রেসিপি। সেমাই এর মালাই আমি আগে কখনো খাইনি। ইউনিক একটি পোস্ট।

শুভকামনা রইল আপু।

 2 years ago 

আগের দিনগুলো আসলেই অনেক ভাল ছিল এখন আমরা সে আগের দিনগুলো অনেক মিস করি অনেক ধন্যবাদ আপু আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপু, অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপির ধাপগুলো যতই এগোচ্ছি মনে হচ্ছে স্বাদের পরিমাণ ততই বেড়ে যাচ্ছে। খুবই লোভনীয় রেসিপি, এই রেসিপি দেখে ভীষণ খাওয়ার ইচ্ছে হচ্ছে। সেমাইয়ের মালাই চপ রেসিপিটির নামটাতেই কেমন যেন লোভনীয় একটা ব্যাপার আছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে রেসিপিটির রন্ধনপ্রণালী তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর একটি উৎস মূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রথমেই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি। একদম ঠিক বলেছেন সকাল বেলা আমারও সেমাই রান্নার আয়োজনে ঘুম ভেংগে যেত। আর তারপর আমরা সেই সেমাই খেয়ে নামাজ পড়তে যাই। যাইহোক আপনি খুব চমৎকার করে সেমাইয়ের মালাই চপ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত দিয়ে আমার পাশে থাকার জন্য।

 2 years ago 

সেমাইয়ের মালাই চপ রেসিপি আমি কখনো তৈরি করিনি এবং আমার খাওয়া হয়নি। আজকে আপনার রেসিপি দেখে নতুন একটা রেসিপি শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল আপনার জন্য। সুন্দরভাবে রেসিপি আমাদের মাঝে পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অবশ্যই ভাইয়া একদিন ট্রাই করে দেখবেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলেই আপুর সেমাই রেওয়াজ টা যুগ যুগ ধরে চলে আসছে এবং এটি এখনো চলছে। বেশ ভালই লাগে আপনি ঠিকই বলেছেন।সেমাইয়ের মালাই চপ সকলের থেকে একদম ভিন্ন ছিল। আশা করি আপনি খুব ভালো একটি অবস্থানে থাকবেন। প্রতিটা ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি প্রশংসামূলক মন্তব্য করে এভাবে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপু সেমাইয়ের এই রেসিপিটি সত্যি একদম ইউনিক হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। সেমাইয়ের মালাই চপ কখনো খাওয়া হয় নাই। আপনার রেসিপিটি দেখে লোভ সামলানো অনেক কঠিন ব্যাপার। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রথম ইমেজটা অনেক চমৎকার ছিল পাশাপাশি উপস্থাপনাও।
সুন্দর উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে এই রেসিপিটির রন্ধনপ্রণালী তুলে আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখে অনেক ভাল লাগল।

 2 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার ছবি দেখে আমি মুগ্ধ সেমাই দিয়ে আপনি এত সুন্দর ভাবে মালাই চপ রেসিপি করেছেন না সত্যি মনমুগ্ধকর সেই সাথে এটা এতটাই লোভনীয় খাবার হয়েছে যে নিজেকে সামলানো বেশ কঠিন। সেমাই দিয়ে এত সুন্দর ভাবে রেসিপি করা যায় যা এই প্রতিযোগিতার না শুরু বোঝা যেত না। আপনি দারুণভাবে ইউনিক মালাই চপ রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং প্রতিটি ধাপ এতটাই নিখুঁত ভাবে তুলে ধরেছেন। যেকেউ আপনাকে অনুসরণ করে মালাই চপ তৈরি করতে পারব। আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে সেমাই এর মালাই চপ রেসিপি শেয়ার করেছেন। দেখে তো লোভ সামলানো মুশকিল। ইউনিক রেসিপি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.032
BTC 59087.19
ETH 2580.56
USDT 1.00
SBD 2.47