একটি বক্সের 3ডি আর্ট,10%shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20220820_175048.jpg

আজ আমি আবার একটি থ্রিডি আর্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। অনেকদিন পর 3ডি আর্ট করতে বসেছি তাই একসাথে অনেকগুলো আর্ট করে রেখেছি ।বেশ কিছুদিন হয়ে গেল আলসেমি করে রং তুলি নিয়ে বসা হয় না তাই ঝটপট যখনই সময় পাই তখনই পেন্সিল দিয়ে কোন কিছু আঁকার চেষ্টা করি আর পেন্সিল দিয়ে আঁকতে বসলেই আগে থ্রিডি আর্ট এর কথাই মনে আসে ।অনেকগুলো থ্রিডি আর্ট করেছি এখন কয়েকদিন পরপর একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি একটি বক্সের থ্রিডি আর্ট করেছি বক্সের 3ডি আর্টটি মোটামুটি ভালই হয়েছে। এখন আমি আপনাদের সাথে আমার বক্সের থ্রিডি আর্ট শেয়ার করছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

  • সাদা কাগজ
    • পেন্সিল
  • ইরেজার
    • টিস্যু
  • কাঁচি
    • স্কেল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220820_175010.jpg

প্রথমে কাগজের উপরের দিকে চারকোনা একটা ঘর এঁকে নিয়েছি তারপর নিচের দিকে তিনটা দাগ দিয়ে দিয়েছি এবং নিচে ছোট ছোট দুইটা দাগ দিয়ে ঘরগুলো একসাথে মিলিয়ে দিয়েছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220820_174950.jpg

এ পর্যায়ে পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220820_174927.jpg

তারপর পেন্সিল দিয়ে কাগজের মাঝখান থেকে ছোট ছোট করে দাগ দিয়ে নিজ পর্যন্ত ভরে দিয়েছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220820_174913.jpg

এ পর্যায়ে নিজের বড় দুই ঘর পেন্সিল দিয়ে হালকা হালকা করে দাগিয়ে নিয়েছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220820_174850.jpg

তারপর দাগগুলো টিস্যু দিয়ে মুছে মুছে মিশিয়ে দিয়েছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220820_174836.jpg

এরপর উপরের দিকে আরো একটি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220820_174821.jpg

তারপর ওই দাগ বরাবর কাঁচি দিয়ে উপরের ঘর সহ সাইড দিয়ে কেটে নিয়েছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220820_174805.jpg

কলমের দাগের ওপর দিয়ে আবার কালো কলম দিয়ে দাগ দিয়ে মোটা করে দিয়েছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220820_174730.jpg

বাম পাশের ঘরটা পেন্সিল দিয়ে দাগিয়ে আরও একটু কালো করে নিয়েছি এবং নিচের দিকে পেন্সিল দিয়ে দাগিয়ে ছায়ার মত এঁকে নিয়েছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220820_174656.jpg

আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখুন দেখতে একেবারে থ্রিডি একটি বক্সের মতই লাগছে। মনে হচ্ছে কাগজের উপরে একটি বক্স বসিয়ে রেখেছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

একটি বক্সের থ্রিডি চিত্র অংকন দেখতে খুবই সুন্দর লাগছে।। এই ধরনের চিত্র অঙ্কন করতে অনেক দক্ষতার প্রয়োজন ।।ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 2 years ago 

যেকোনো ধরনের চিত্র অঙ্কন করতেই দক্ষতার প্রয়োজন হয় তাই আমিও একটু দক্ষতা দেখানোর চেষ্টা করেছি আরকি ধন্যবাদ আপনাকে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

বাহ! আপু আপনি খুব সুন্দর একটি বক্সের থ্রিডি আর্ট করেছেন। আর্ট টি দেখতে সত্যিকারের একটি বক্স মনে হচ্ছে। খুবই আকর্ষণীয় লাগছে আপু। থ্রিডি আর্টগুলো বরাবরে আমার কাছে খুব ভালো লাগে। আপনাকে ধন্যবাদ আপু আকর্ষণীয় আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু আঁকার পরে যখন আমি ছবি তুলতে গিয়েছিলাম তখন আমার কাছেও মনে হয়েছিল এটি বুঝি সত্যিকারের একটি বক্স, ধন্যবাদ আপনাকে আপনার ভালো লেগেছে জিনিস সত্যি অনেক খুশি হয়েছি।

 2 years ago 

আপনার থ্রি ডি আর্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে।দেখলে মনে হয় কাগজের উপর বক্সটা রয়েছে।বক্সের থ্রি ডি আর্টটা সুন্দর হয়েছে।ধন‍্যবাদ আমাদের সঙ্গে আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য।।সুন্দর ছিল পোস্ট টা।।

 2 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আমার থ্রিডি আর্টগুলো আপনার ভালো লাগে শুনে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আমি তো প্রথমে মনে করেছিলাম কাগজের উপর একটি বাক্স বসিয়ে রেখেছেন। কিন্তু পোস্টটি পড়ে বুঝতে পারলাম কাগজের উপর একটি বাক্সের অসাধারণ থ্রিডি অঙ্কন করেছেন। আপনার এই থ্রিডি অংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

তাহলে তো আমার আঁকাটা সত্যিই অনেক ভালো হয়েছে যে আপনি বক্স মনে করেছিলেন ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার মত আমারও একই অবস্থা। রং তুলি নিয়ে খুব একটা বসা হয় না। কারণ রংতুলি নিয়ে বসতে গেলে অনেক সময় নিয়ে বসতে হয়। সেই সময়টাই করে উঠতে পারছি না। যাইহোক আপনার বক্সের থ্রিডি আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে যে বক্সটি শূন্যে ভাসছে।

 2 years ago 

ঠিকই আপু প্রতিদিনই ভাবি যে রং তুলি দিয়ে কিছু আঁকি কিন্তু আঁকাই হয় না একদিন সময় করে বসতেই হবে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু বক্সের 3ডি আর্টি দেকতে অসাধারণ ৷আপনি পেন্সিল দিয়ে খুব করে একেছেন ৷
দেখে ভালো লাগলো আপু

 2 years ago 

পেন্সিল দিয়েই এ ধরনের থ্রিডি আর্ট করতে হয় করলে অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এক কথায় জাস্ট অসাধারণ একটি বক্সের থ্রিডি চিত্র প্রস্তুত করেছেন দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।। অংকন পদ্ধতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আমার বক্সে থ্রিডি আর্টটি আপনার কাছে চমৎকার লেগেছে শুনে সত্যি অনেক খুশি হয়েছি ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপনার তৈরি করা বক্সের থ্রিডি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ৮ করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

কষ্ট করে আর্টটি করেছি তাই একটু সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রথমে দেখে তো সত্যি ভেবেছিলাম যে একটি বক্স মনে হয় শুন্যে ভেসে রয়েছে। পরে দেখি যে এটি থ্রিডি। দারুন ভালো হয়েছে আপু। সুন্দর করে বানিয়েছেন। শুভেচ্ছা রইলো।

 2 years ago 

আমার বক্সটি দেখে আপনি সত্যিকারে বক্স মনে করেছেন শুনে সত্যিই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72