★পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের রেসিপি★

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1672464142131.jpg


আজ আমি আপনাদের সামনে আবার মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপি পোস্টগুলো করতে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করি রেসিপি পোস্টগুলো করার। রেসিপি দেখলে যেমন বিভিন্ন নতুন নতুন রেসিপি সম্পর্কে ধারণা হয় তেমনি আমার রেসিপি থেকে অনেকে ধারণা নিতে পারে সেই থেকে সুন্দর সুন্দর রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। আজকে আমি সুন্দর চিংড়ি মাছের রেসিপি তৈরি করেছি যেটা খুবই অসাধারণ টেস্টি একটি খাবার হয়েছিল। এই খাবারটি যে এতটা মজা লাগবে তা আমি চিন্তাই করিনি। শীতের সবজি পেঁয়াজ কলি, এই শীতের সময় খুব বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে। বিভিন্ন সবজির সাথে মিশিয়ে ভাজি করলে যেমন ভালো লাগে তেমনি এভাবে চিংড়ি মাছ কিংবা ডিম দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। আজকে আমি আমার এই মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

পেঁয়াজ কলি
চিংড়ি মাছ
পেঁয়াজ
মরিচ
ধনিয়া পাতা
লবন
তেল
হলুদের গুঁড়া

PhotoEditorPro_1672464164582.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20221231_112121.jpg20221231_112015.jpg
20221231_112030.jpg20221231_112001.jpg

প্রথমে পেঁয়াজের কলি গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলায় একটি করাই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি এবং তেলের ভিতর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর সেই লবণের ভেতরে চিংড়ি মাছ গুলো ছেড়ে দিয়েছি।

20221231_111932.jpg20221231_111919.jpg
20221231_111859.jpg20221231_111842.jpg

এরপর চিংড়ি মাছগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি। তারপর সেই চিংড়ি মাছের ভেতরে পেঁয়াজকলি গুলো দিয়ে দিয়েছি। এরপর কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সবকিছু দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি।

20221231_111825.jpg20221231_111808.jpg
20221231_111752.jpg20221231_111736.jpg

এরপর হলুদের গুঁড়া ও লবণ দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অল্প কিছু সময় পর ঢাকনা খুলে আরো একটু নাড়াচাড়া দিয়ে তারপর উপর দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি।

20221231_111721.jpg20221231_111704.jpg
20221231_111637.jpg20221231_111620.jpg

ধনেপাতা দিয়ে আরো একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর অল্প কিছু সময় পর ঢাকনা খোলার পরে দেখব যে পানিটা অনেকটাই টেনে এসেছে। তখন আরো কিছু সময় রান্না করে নিয়েছি ঢাকনা খোলা অবস্থায়। নেড়েচেড়ে যখন পানি শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে এবং যখন কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসবে সে পর্যায়ে চুলা বন্ধ করে নিয়েছি এবং একটা বাটিতে তুলে নিয়েছি।

20221231_111549.jpg


এখন গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পরিবেশন করেছি। গরম ভাত দিয়ে যে এতটাই মজা লেগেছিল তা আপনাদেরকে বলে বোঝাতে পারব না। অল্প পরিমাণ করেছিলাম দেখে সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল এতটাই ভাল লেগেছে।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

শুধু পেয়াজঁ কলি ভাজি করে খেতেও ভীষণ ভালো লাগে। আমার প্রিয় রেসিপির মধ্যে একটি হলো পেয়াঁজ কলি ভাজি! তবে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়নি। দেখে তো মনে হচ্ছে খেতে ভীষণ মজার হয়েছে!

 2 years ago 

শুধু পেঁয়াজগুলি কখনো ভাজি করে খাওয়া হয়নি মনে হয় ভালই লাগবে একবার করে খেয়ে দেখতে হবে । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শীতের সবজির মধ্যে পেঁয়াজের কলি বেশ মজা লাগে। এটা সবজি হিসেবে বা সালাতের সাথেও মজা লাগে। চিংড়ি মাছের সাথে পেঁয়াজের কলি রেসিপি তৈরি করেছেন এটা অনেক লোভনীয় ছিল।গরম ভাতের সাথে খাওয়ার জন্য পরিবেশ করেছেন তাহলে গরম ভাতের সাথে একটু টেস্ট করে দেখা যাক।

 2 years ago 

এই সবজিটা আসলে অনেক মজার। বিভিন্ন সবজির সাথে মিশিয়ে ভাজি করলে খেতে ভালোই লাগে। অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

পেঁয়াজকলি দিয়ে চিংড়ি রেসিপি এর আগে কখনো এভাবে রান্না করে খাওয়া হয়নি। তবে খুব শীঘ্রই ফ্যামিলিতে বলে রান্না করে খেতে হবে। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

খুবই মজার একটি খাবার আগে কখনো খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু অবশ্যই ট্রাই করে দেখব। কারণ ইউনিক কিছু দেখলে এমনিতে ট্রাই করতে মন চায়।

 2 years ago 

শীতকালে সবজির অভাব নাই। শীতকালে যে কোন সবজি খেতে অনেক ভালো লাগে। এর মধ্যে পেঁয়াজের কলি আমার প্রিয় খাবার। তবে আলু দিয়ে পেঁয়াজের কলি ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। চিংড়ি মাছ এলার্জির জন্য চিংড়ি মাছের কাছে যেতে পারেনা। পেঁয়াজের কোলে দিয়ে চিংড়ি মাছের রান্না দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।

 2 years ago 

ঠিকই বলেছেন শীতকালে সবজির অভাব নেই আর সব ধরনের সবজি শীতকালে মনে হয় অন্যরকম একটি মজা লাগে। চিংড়ি মাছ আমার অনেক পছন্দ আমি অনেক বেশি পরিমাণে খেয়ে থাকি। আপনার তো দুর্ভাগ্য এলার্জির কারণে খেতে পারেন না।

 2 years ago 

যে আপু আপনি প্রতিনিয়ত চেষ্টা করেন আমাদের মাঝে নতুন কিছু শেয়ার করার জন্য।

যাই হোক আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনার এই রেসিপিটি কতটা মজার হয়েছে। চিংড়ি মাছ যেহেতু আছে তাই টেস্ট এর কথা না বললেই নয়। আর পেঁয়াজ কলি দেওয়ায় টেস্ট আরো দুই গুন হয়ে গেছে।

 2 years ago 

খাবারটা আসলেই অনেক মজা হয়েছিল। আপনি একদিন খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে । ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের মসলা রেসিপি তৈরি করেছেন। রেসিপি পরিবেশ আমার খুবই ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও অসাধারণ পেঁয়াজের কলি দিয়ে চিংড়ি মাছের রেসিপি করেছেন। চিংড়ি মাছ আমার অনেক প্রিয় খাবার। তবে পেঁয়াজের কলি দিয়ে রান্না করাতে খেতে অনেক মজা হয়েছে মনে হয়। রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার আপনাকে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

চিংড়ি মাছ মনে হয় সবারই অনেক পছন্দের একটি মাছ। আর ছোট চিংড়ি এভাবে করে ভাজি করলে খেতে আমার কাছেও খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 2 years ago 

বরাবরের মতো চিংড়ি মাছ আমার পছন্দের একটি মাছ । চিংড়ি মাছ দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে মজা লাগে। আপনি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি ভাজি করেছেন। দেখে খুব লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে এইরকম শীতের সবজি পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ রান্না পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

খেতে সত্যিই অনেক মজা লেগেছিল। আপনিও একদিন খেয়ে দেখবেন তাহলেই বুঝবেন কতটা মজা হয়েছিল ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76606.02
ETH 3048.30
USDT 1.00
SBD 2.62