(এসো নিজে করি) DIY PROJECT: একটি গ্রামের দৃশ্য অংকন 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন।আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন ।আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
আজ আমি আবার দাদার আয়োজিত কনটেস্ট এসো নিজে করি প্রজেক্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। এই কনটেস্টে এটা আমার দ্বিতীয় পোস্ট।আজকে আমি একটি গ্রামের দৃশ্য অংকন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি । আমার বাংলা ব্লগে এটা আমার প্রথম গ্রামের দৃশ্য অংকন জানিনা কেমন হয়েছে।আপনারাই বলবেন কেমন হয়েছে। কথা না বাড়িয়ে চলুন তাহলে আঁকাটা শুরু করি ।

Polish_20211228_002500188.jpg

প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ
    • পেন্সিল
  • কালো পেন্সিল
    • কালো কলম
  • স্কেল
    • টিস্যু

IMG20211209003430.jpg

প্রস্তুতপ্রণালী:

IMG20211208233402.jpgIMG20211208233528.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে চারপাশ দিয়ে কালো সাইন পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছি। তারপর উপরের দিকে পেন্সিল দিয়ে সোজা করে একটি দাগ দিয়ে দিয়েছি।

IMG20211208233713.jpgIMG20211208234046.jpg

এ পর্যায়ে দাগের উপরে পাহাড় এঁকে নিয়েছে এবং দাগের নিচে নদী এঁকে নিয়েছি।

IMG20211208234200.jpgIMG20211208234235.jpg

তারপর নদীর পাড় দিয়ে আবার পেন্সিল দিয়ে ডাবল করে দাগ দিয়ে দিয়েছি।

IMG20211208234312.jpgIMG20211208234406.jpg

এ পর্যায়ে বাম পাশে ছোট্ট একটা ঘর এঁকে নিয়েছি।

IMG20211208234639.jpgIMG20211208234856.jpg

তারপর ঘরের উপরে ছোট্ট একটা গাছ এঁকে নিয়েছি এবং নদীর পাশে গাছ আঁকার জন্য দুটো দাগ দিয়ে দিয়েছি।

IMG20211208235023.jpgIMG20211208235219.jpg

এরপর পেন্সিল দিয়ে পুরো গাছটাকে এঁকে নিয়েছি এবং গাছের নিচের অংশটুকু আমি কালো পেন্সিল দিয়ে কালো করে দিয়েছি।

IMG20211208235319.jpgIMG20211208235602.jpg

এপর্যায়ে পেন্সিল দিয়ে গাছের পাতাগুলো এঁকে নিয়েছি।

IMG20211209000606.jpgIMG20211209000942.jpg

তারপর পেন্সিল দিয়ে পাহাড়ের উপর দাগিয়ে নিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে হালকা করে দিয়েছি।

IMG20211209001150.jpgIMG20211209001527.jpg

তারপর নদীর চারপাশ দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছি ।তারপর তার উপর দিয়ে টিস্যু দিয়ে মুছে মুছে হালকা করে দিয়েছি।

IMG20211209002050.jpgIMG20211209002410.jpg

এখন নদীর ভিতর পানি এঁকে নিয়েছে এবং নদীর সাইডটা আমি কালো পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছি এবং ঘরের সামনে একটি পাথর এঁকে নিয়েছি।

IMG20211209002750.jpgIMG20211209002455.jpg

এখানে আমি পাহাড়ের উপর দিয়ে আকাশটাকে পেন্সিল দিয়ে মুছে মুছে হালকা করে দিয়েছি এবং গাছের নিচে ঘাসের মতো এঁকে নিয়েছি।


IMG20211209003018.jpg

এখানে আমি আমার নাম লিখে নিয়েছি ব্যাস আমার দৃশ্যটা এখন পুরোপুরি আঁকা হয়ে গিয়েছে।


আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।
Sort:  
 3 years ago 
একটি গ্রামের দৃশ্য অংকন আপনি খুবই সুন্দরভাবে করেছেন। আমার খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। বিশেষ করে খেজুর গাছ আমার সুন্দর লাগলো এবং প্রতিটি ধাপ সুন্দর উপস্থাপনা করেছেন। আপনি যদি কালার কম্বিনেশন করতেন আরো সুন্দরভাবে ফুটে উঠত আপু। আপনার জন্য শুভকামনা রইল
 3 years ago 

কালার করলে লাগে একরকম আর কালার না করলে লাগে এক রকম সুন্দর তাই আমি কালার ছাড়াই করলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন সুন্দর প্রাকৃতিক দৃশ্য একেছেন আপনি। আসলে পেন্সিল দিয়ে ছবি আঁকার ক্ষেত্রে আলো এবং ছায়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। কোথাও সামান্য একটু গাড় আর কোথাও হালকা এতোটুকুন পার্থক্য এর জন্য ছবিতে যে বিশাল পরিবর্তন হয়ে যায় তা দেখলে অবাক লাগে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন পেন্সিল দিয়ে দৃশ্যটিকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারলে দেখতে অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার অঙ্কিত গ্রামের দৃশ্যটি অসাধারণ হয়েছে। আপনি আপনার চিত্রের মধ্যে একটি গ্রামকে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন ।গ্রামের সৌন্দর্য বাড়তে যা যা থাকা দরকার সব গুলো আপনি অঙ্কন করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার গ্রামটা আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন আপু। নদীর পাশে বাড়ি দেখতে অনেক ভালো লাগে আপনি কি সেই জিনিসটাই আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আরো একটা জিনিস অনেক ভালো লেগেছে সেটি হচ্ছে নদীর পাশে নারিকেল গাছ।

 3 years ago 

আমার বাড়ি ও বাড়ির গাছটা আপনার কাছে ভাল লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
  • গ্রামের সুন্দর চিত্র অঙ্কন করেছেন বিশেষ করে গ্রামের এই ঘর গুলো খুবই সুন্দর হয়েছে। প্রতিটা উপস্থাপন খুবই ভাল হয়েছে এবং সুন্দর গাছপালা গুলো অনেক ভাল লেগেছে। আপনার চিত্রটি সত্যি অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর চিত্র আমাদের মাঝে উপস্থিত করার জন্য।
 3 years ago 

এ ধরনের গ্রামের দৃশ্যে ছোট ছোট ঘর গুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

গ্রামের দৃশ্য টি অসম্ভব সুন্দর হয়েছে ।দেখে মনে হচ্ছে আমি গ্রামে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। যা দেখে চোখ জুড়িয়ে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হহয়েছে।আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটি চিত্র অংকন করেছেন আপনি আপু। আপনার আঁকা চিত্র টি অনেক সুন্দর হয়েছে। গ্রামের সৌন্দর্য দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি এই চিত্র টির মাধ্যমে। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

জাস্ট অসাধারণ পেন্সিল ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি গ্রামের দৃশ্য অংকন করেছেন আপু। আপনার অঙ্কন করা এই গ্রামের দৃশ্যটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এখনো প্রায় অনেক জায়গায় এইরকম গ্রামের দৃশ্য দেখা যায় আপনি একদম একটি বাস্তব চিত্র আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বাস্তব চিত্র আমাদের সকলের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 60003.48
ETH 2309.22
USDT 1.00
SBD 2.49