ইলিশ মাছের চচ্চড়ি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি খাবার। আর সেটা হলো বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি। এই খাবারটি খেতে খুবই মজা লাগে। আর সাথে একটু ডাল হলেতো কথাই নাই।আমরা ইলিশের বড় টুকরাগুলো ভুনা করে আবার তরকারি দিয়ে খেয়ে থাকি বেঁচে থাকে কাটা কুটা আর ছোট পিছ তখন এভাবে রান্না করলে খেতে খুবই মজা লাগে। কথা না বাড়িয়ে তাহলে চলুন রান্নাটা শুরু করি।

Polish_20210802_172921847.jpg

উপকরণপরিমান
ইলিশ মাছসবকিছু মিলে ৪,৫পিছ।
বেগুন৩পিছ
আলু৩পিছ
পেঁয়াজ৩পিছ
মরিচ৬পিছ
লবণস্বাদমতো
হলুদ১/২চা চামচ
ধনিয়া১/২চা চামচ
তেলপরিমামত
ধনিয়া পাতাপরিমাণমত

Polish_20210802_173218510.jpg

প্রস্তুত প্রণালী:

IMG20210802131640.jpg

IMG20210802131710.jpg

প্রথমে আমি চুলাই একটি করাই বসিয়ে ভালো মতো গরম করে তাতে পরিমাণমত তেল দিয়ে দিয়েছি।

IMG20210802131753.jpg

তেল ভালো মতো গরম হয়ে আসলে তাতে কাটা পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি।

IMG20210802131943.jpg

কাটা পেঁয়াজ ও মরিচ একটু নেড়েচেড়ে তার ভিতরে কাটা বেগুন ও আলুগুলো দিয়ে দিয়েছি।
IMG20210802132021.jpg

IMG20210802132044.jpg

বেগুন ও আলু ভালোমত নেড়েচেড়ে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে তার ভিতরে হলুদের গুঁড়া, ধোনিয়ার গুঁড়া ও লবন দিয়ে দিয়েছি।

IMG20210802132152.jpg

IMG20210802132218.jpg

সবকিছু ভালভাবে মিশিয়ে তারভিতরে মাছ দিয়ে দিয়েছি।

IMG20210802132258.jpg

IMG20210802132638.jpg

মাছ দিয়ে ভালোমতো নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

IMG20210802133730.jpg

IMG20210802133748.jpg

পানি একটু টেনে আসলে তার উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

IMG20210802134223.jpg

IMG20210802134255.jpg

IMG20210802134306.jpg

IMG20210802134451.jpg

IMG20210802134453.jpg

তারপর পানি টেনে আসলে হালকা হাতে আর একটু নেড়েচেড়ে চারদিকে ছড়িয়ে দিয়ে কড়াইটা এদিকে সেদিক বাঁকা করে দিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে ব্যাস আমার রান্নাটা হয়ে যাবে। এপর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি।

IMG20210802134801.jpg

এখন আমি আমার তরকারিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা না খেলে কেউ বুঝবেই না।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc-

@rme

@amarbanglablog

@black

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

আমরা এটা মাঝে মাঝে খাই। খুব মজার একটি তরকারি।

 3 years ago 

হা মজার একটি খাবার।ধন্যবাদ ভাই।

 3 years ago 

বর্ষাকালে ইলিশ মাছ ছাড়া কোনো কথা হবে না আপু।খুব সুন্দর রেসিপি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এটা মজার ও স্বাদের রেসিপি, আমার কাছে বেশ ভালো লাগে এটি। সুন্দর হয়েছে আজকের উপস্থাপনা, যারা রান্না করতে পারেন না, তারাও শিখে যাবে আজ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মনে মনে দেখে খেয়ে নিলাম। ভালোই হয়েছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44