ঝিঙে দিয়ে পাবদা মাছ রান্না রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।

আজ আমি আপনাদের সাথে আরো একটি মজার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর সেটা হচ্ছে ঝিঙে দিয়ে পাবদা মাছ রান্না রেসিপি। পাবদা মাছ হলো একটু নরম প্রকৃতির মাছ আর ঝিঙও একটি নরম তরকারি তাই এই দুটো মিলে তরকারিটা অনেক মজার হয়। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

Polish_20210813_174015663.jpg

উপকরণপরিমাণ
মাছ৮পিছ
ঝিঙে৪পিছ
কাটা পেঁয়াজ১/২কাপ
মরিচ৩পিছ
আদা বাটা১/২চা চামচ
পেঁয়াজ বাটা৪টেবিল চামচ
রসুন বাটা১/২ চা চামচ
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মত
মরিচের গুঁড়া১চা চামচ
হলুদের গুঁড়া১/২চা চামচ
ধোনিয়ার গুঁড়া১/২ চা চামচ
জিরার গুঁড়া১/২চা চামচ
ধোনিয়ার পাতাআন্দাজমত

Polish_20210813_174443524.jpg

প্রস্তুত প্রণালী:

১ম ধাপ

IMG20210813130427.jpg

প্রথমে চুলায় একটি করাই বসিয়ে তাতে প্রয়োজনমতো তেল দিয়ে দিয়েছি।

২য় ধাপ

IMG20210813130624.jpg

তেল ভালোমত গরম হয়ে আসলে তাতে কাটা মরিচ ও পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি।

৩য় ধাপ

IMG20210813130930.jpg

৪র্থ ধাপ

IMG20210813131017.jpg

পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে তার ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি।

৫ম ধাপ

IMG20210813131128.jpg

মশলার সাথে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে তার ভিতরে হলুদ, লবন, মরিচ ও ধোনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি।

৬ষ্ঠ ধাপ

IMG20210813131223.jpg

সবকিছু ভালোভাবে মিশিয়ে একটু ভুনা করে নিয়েছি।

৭ম ধাপ

IMG20210813131253.jpg

মশলাটা কষানো হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে দিয়েছি।

৮ম ধাপ

IMG20210813131402.jpg

মাছগুলো মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ৫-৬মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি।

৯ম ধাপ

IMG20210813131424.jpg

১০ম ধাপ

IMG20210813131448.jpg

তারপর ওই কষানো মাছের ভিতরে পরিমাণমত পানি দিয়ে দিয়েছি তারপর একটা বলক আসলে তার ভিতরে কেটে রাখা ঝিঙে গুলো দিয়ে দিয়েছি।

১১তম ধাপ

IMG20210813131515.jpg

১২তম ধাপ

IMG20210813131536.jpg

তারপর সবকিছু হালকা হাতে একটু নড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

১৩তম ধাপ

IMG20210813133902.jpg

এই পর্যায়ে পানিটা টেনে আসলে তার ভিতরে জিরার গুঁড়া ও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি।

১৪তম ধাপ

IMG20210813134012.jpg

এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি।

১৫তম ধাপ

IMG20210813134114.jpg

এখন আমি আমার তরকারিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করতে হবে।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু।মনে হচ্ছে এটি খুবই স্বাদের হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হা অনেক টেস্ট হয়েছিল। তোমাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago (edited)

চমৎকার রেধেছেন। শুভ কামনা।।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

ঝিঙে আমরা খুব বেশী খাই না, তবে পাবদা নিয়ে কোন কথা হবে না কারন এটা প্রচুর খাই। রান্নাটি দেখে মনে হচ্ছে স্বাদের হয়েছে, আইডিয়াটা রেখে দিলাম চেক করার জন্য। ধন্যবাদ

 3 years ago 

আপনার সুন্দর সুন্দর মন্তব্য আমার কাজে অনেক বেশি উৎসাহ যোগায়। আর ঝিঙে দিয়ে একদিন পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন সেই রকম মজা লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য এর জন্য।

খুবই স্বাদের একটি রেসিপি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63580.05
ETH 3253.58
USDT 1.00
SBD 3.91