রঙিন কাগজ দিয়ে হাঁস তৈরি,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম আমার বাংলা ব্লগের বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ।আজ আমি আবার রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ।আজ আমি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি হাঁস তৈরি করেছি খুবই চমৎকার হয়েছে ।আমার কাছে অনেক ভালো লেগেছে হাঁসটি। আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে ।তাহলে চলুন হাঁসটি বানাতে চলে যাই।



Picsart_22-02-13_17-39-06-691.jpg

design-up.png

প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ
  • নীল কাগজ
  • কাঁচি
  • গ্লু
  • কালো কলম
  • কমলা রং
  • পেন্সিল

design-up.png

কার্যক্রম:

design-up.png

20220210_234954.jpg20220210_235244.jpg
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর হাতের আঙ্গুলের ছাপ দিয়ে চারপাশ দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
20220210_235539.jpg20220211_000418.jpg
এ পর্যায়ে হাতের বৃদ্ধা আঙ্গুলের সাইডে হাঁসের গলা এঁকে নিয়েছি এবং পেন্সিল দিয়ে দাগ দেওয়া জায়গাগুলোতে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
20220211_150825.jpg20220211_151020.jpg
তারপর কাগজটা মাঝখান থেকে খুলে ঠিক মাঝ বরাবর গ্লু লাগিয়ে নিয়েছি এবং আবার দুই পাশটা গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি এবং নিচের দিকে যে কোণার মত তৈরি হয়েছে সেটা কাঁচি দিয়ে কেটে দিয়েছি।
20220211_151246.jpg20220211_151343.jpg
এখানে হাঁসের ঠোঁট ও চোখ এঁকে নিয়েছি।
20220211_151505.jpg20220211_151528.jpg
এ পর্যায়ে মাঝখানে হাতের আঙ্গুল ঢুকিয়ে একটু ফাঁকা করে নিয়েছি এবং আরো একটি নীল কালারের কাগজ নিয়ে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি।
20220211_151625.jpg20220211_152003.jpg
তারপর হাতের বৃদ্ধাঙ্গুল বাদে চার আঙ্গুল বসিয়ে দাগ দিয়ে কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নিয়েছি এবং নিচের কোনার দিকে একটু রাউন্ড করে কেটে নিয়েছি।
20220211_152027.jpg20220211_152059.jpg
তারপর কাগজটা মাঝখান থেকে খুলে হাতের আঙুলগুলো পেন্সিল দিয়ে পেচিয়ে একটু রাউন্ড করে দিয়েছি।
20220211_152126.jpg20220211_152157.jpg
এ পর্যায়ে মাঝখান থেকে গ্লু লাগিয়ে হাঁসের পিঠের উপরে লাগিয়ে দিয়েছি।
20220211_152227.jpg20220213_175447.jpg
এ পর্যায়ে আরো একটি সাদা ছোটকাগজ নিয়ে হাতের চার আংগুলের ছোট করে দাগ দিয়ে দিয়েছি।
20220211_152618.jpg20220211_152649.jpg
তারপর দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং নিচের অংশটুকু রাউন্ড করে কেটে দিয়েছি এবং আঙুলগুলোর মাথার সাইডে পেন্সিল দিয়ে পেচিয়ে রাউন্ড করে নিয়েছি।
20220211_152754.jpg20220211_152820.jpg
এ পর্যায়ে মাঝখানে গ্লু লাগিয়ে আবার ওই নিল কাগজের উপরে লাগিয়ে দিয়েছি।

20220211_152852.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের তৈরি খুব সুন্দর একটি হাঁস।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে হাঁস তৈরি করেছেন ।দেখতে বেশ সুন্দর লাগছে। এত সুন্দর হাঁস তৈরি করার জন্য অবশ্যই আপনি প্রশংসার দাবিদার। আপনি খুব চমৎকারভাবে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার হাসটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

 2 years ago 

অসাধারণ সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে আপনি দক্ষতার সাথে একটি রাজহাঁস তৈরি করেছেন। যেটি দেখে খুব ভালো লাগল এবং ধাপগুলো বেশ সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন আপনি।

 2 years ago 

রাজহাঁস কিনা জানিনা তবে একটি হাঁস আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনার সমস্যার হাস তৈরি করে আমাদের সকলের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের হাঁস টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে ফাস্ট ই আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এই রকম একটি কাগজের হাঁস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধৈর্য্য ও সময় নিয়ে বানিয়েছি বলে জিনিসটা দেখতে সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভাইয়া।

দেখে মনে হচ্ছে এটা সত্যি সত্যি হাঁস। কাগজ দিয়ে অনেক সুন্দর একটি হাঁস তৈরি করেছেন।এটি তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশংসামূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও আমি তো মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে হাঁস তৈরি করেছেন। আমি ভাবলাম যে বাস্তবে। বাহ দারুন লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যটি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি ভালো লেগেছে।

রঙিন কাগজ দিয়ে হাঁস তৈরি টি অনেক সুন্দর হয়েছে সত্যি আপনার সৃজনশীলতা দেখে বরাবরই আমি অনেক মুগ্ধ রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি হাঁস তৈরি করা যায় আপনার প্রজেক্টটি না দেখলে বুঝতেই পারতাম না খুবই সুন্দর হয়েছে দেখতে একদম সত্যি কারের হাঁসের মতো লাগছে শুভকামনা আপনার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া অনেক উৎসাহ মূলক একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা হাঁস তৈরি করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে। আপনার চিত্র আঁকা বরাবরই খুব সুন্দর হয়। খুবই সুন্দর করে আপনি আর্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটা হাঁসের আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করেছেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি হাঁস তৈরি করেছেন আপু। হাঁসটি দেখতে অনেক কিউট লাগছে। রঙিন কাগজ ব্যবহার করে খুব সহজেই যে এত সুন্দর একটি হাঁস তৈরি করা যায় তা আপনার হাঁসটি না দেখলে বুঝতেই পারতাম না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি হাঁস তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আমার হাঁসটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে আপনিও আপনার বাচ্চাকে বানিয়ে দিয়েন ব পছন্দ করবে খুব।

 2 years ago 

ওয়াও আপু, অসাধারণ সুন্দর একটি হাঁস তৈরি করলেন রঙিন কাগজ ব্যবহার করে। হাতের আঙ্গুলের ছাপ দিয়ে খুব সহজেই তৈরি করে আমাদের চোখে তাক লাগিয়ে দিলেন। এত সুন্দর হাঁস কিভাবে তৈরি করা যায় তা অত্যন্ত সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো ও সুস্থ থাকবেন।

 2 years ago 

হাতের কাগজের ছাপ দিয়ে আসলেই হাসটি খুব সহজেই বানিয়ে ফেলা গিয়েছে ভাইয়া। ছাপ দেওয়ার কারণে হাসটি বানানো সহজ হয়েছে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 55214.91
ETH 2471.87
USDT 1.00
SBD 2.24