গোলাপ ফুলের কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর গোলাপের কিছু ফটোগ্রাফি শেয়ার করে দেখাবো ।গোলাপ ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে মনে হয় একেবারে নেই বললেই চলে । আর গোলাপ ফুল এমন একটি ফুল যে এটা দেখলে মনটা আসলেই অনেক আনন্দে ভরে উঠে । আমি তো গোলাপ ফুল গাছ দেখলে নেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে যায় । গাছ ভর্তি গোলাপ ফুল ফুটে থাকে নার্সারিতে গেলে দেখা যায় , কিন্তু বাসায় নিয়ে আসলে সেই গাছ ভর্তি আর ফুল ফোটে না তখন মনটাই খারাপ হয়ে যায় । কিন্তু প্রতি বছরই শীত আসলে আমি অনেক পরিমাণে গোলাপ গাছ কিনে বাসায় ভর্তি করে ফেলি পরে দেখা যায় যে কয়েকদিন যেতে না যেতে গাছগুলো মরে যায় তখন খুবই কষ্ট লাগে ।
ইদানিং আরো একটি গোলাপ খুব বেশি পরিমাণে দেখা যায় সেটা হলো খয়রি কালারের গোলাপ । এটা নাকি কালো গোলাপ হিসেবে পরিচিত । খয়েরী কালারটা এত বেশি ভালো লাগে যে দেখলে নিতে মন চায় । আর হাজারী গোলাপ তো আছে ছোট ছোট গোলাপ ফুল দিয়ে গাছ ভর্তি থাকে দেখলে সত্যিই অনেক ভালো লাগে । কারো কোন উপলক্ষে যদি তাকে গোলাপ ফুল দেওয়া হয় তাহলে মনটা সত্যিই আনন্দে ভরে যায় । আর কোনো অনুষ্ঠানে গোলাপ ফুল দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় । শুধুমাত্র কিছু গোলাপ গোলাপ ফুলদানিতে সাজিয়ে রাখলে দেখতে অপূর্ব লাগে । গোলাপের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে সত্যিই অন্যরকম একটি অনুভূতি কাজ করে ফুল গুলো দেখলে । আজকে আমি সেই সুন্দর সুন্দর কিছু গোলাপের ছবি আপনাদের সাথে শেয়ার করছি ।
উপরে তিনটি গোলাপ ফুল দেখতে পাচ্ছেন একটি মিষ্টি কালার একটি হলুদ কালার ও একটি অরেঞ্জ কালার । এই তিনটি গোলাপের কালার অসম্ভব সুন্দর লাগে । বিশেষ করে হলুদ গোলাপ গুলো খুবই ভালো লেগেছে । শীতে বেশ কিছু হলুদ গোলাপ কিনেছিলাম কিন্তু একটা গাছও বাঁচাতে পারিনি ।আবার এই মিষ্টি কালের গোলাপ দেখতে অনেক বেশি সুন্দর ছিল এই গাছটাও আমার ছিল অনেক বেশি টাকা দিয়ে কিনেছিলাম কিন্তু দুঃখের বিষয় সে গাছটা মরে গিয়েছে ।অরেঞ্জ কালারের গোলাপও দেখতে অনেক বেশী সুন্দর ।
এটা পিংক কালারের গোলাপ ফুল । এই গোলাপ ফুলটা সম্পূর্ণভাবে ফুটে রয়েছে ভেতরের অংশটুকু দেখা যাচ্ছে এই ফুলগুলো অন্যরকম সুন্দর । তবে উপরে ফুল গুলো মনে হয় বেশি সুন্দর লাগে সম্পূর্ণ পাঁপড়িটা একেবারে ভরাট থাকে ।
এখানে একসাথে সাদা ও লাল গোলাপের ছবি রয়েছে । সাদা গোলাপ খুব বেশি সুন্দর লাগে । আর একটা সময় তো লাল গোলাপই ছিল শুধু । এখন তো হাজার রকমের গোলাপের কালার মনে হয় দেখা যায় । আর এই শীতের সময় গাছ ভর্তি গোলাপ ফুল ফুটে থাকে আর কলি দিয়ে সারা গাছ ভরে থাকে দেখতে সত্যি অপূর্ব লাগে ।
উপরে পিঙ্ক ও মিষ্টি কালারের গোলাপ ফুল রয়েছে । দুটো ফুল অনেক বেশি সুন্দর আর পিংক কালারের ফুলের উপরে পানি ছিটিয়ে রেখেছে দেখতে খুবই ভালো লাগছিল ।
আর এই গোলাপ ফুল টা একেবারে কলি রয়েছে কেবল ফুটবে একটা ভাব রয়েছে দেখতে খুব ভালো লাগছিল ।
প্রত্যেকটা গোলাপ ফুল দেখতে অসম্ভব সুন্দর ছিল । শীতের সময় নার্সারিতে গেলে শুধু গোলাপ আর গোলাপ দিয়ে ভরে থাকে দেখলে অনেক ভালো লাগে । এই ছবিগুলো আমি গতবার তুলেছিলাম এবার ও ভাবছি শীতের সময় গিয়ে আরো কিছু সুন্দর ছবি তুলে নিয়ে আসব ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
অরেঞ্জ কালারের গোলাপ ফুলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপু। আপনার ফটোগ্রাফির হাতও যে বেশ ভালো দেখেই বুঝা যাচ্ছে। বেশ কয়েক রঙের গোলাপ ফুল দেখতে পেলাম ☘️
অরেঞ্জ কালারের ফুল টা দেখতে আসলেই অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছিল ।
গোলাপ ফুল আমার খুবই প্রিয়। আর গোলাপ ফুলের সৌন্দর্যময় এই ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে আমার।
গোলাপ ফুল সবারই পছন্দ ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
সব ফুলে আমার অনেক ভালো লাগে গোলাপটা একটু বেশিই ভালো লাগে। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে ।বিশেষ করে সাদা গোলাপ টা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
ঠিকই বলেছেন আপু ফুলই ভালো লাগে তবে গোলাপটা সবার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে । আমারও গোলাপ অনেক বেশি পছন্দ ।
একদম ঠিক বলেছেন আপু গোলাপ ফুল গাছ যখন নার্সারিতে দেখা যায় তখন খুব ভালো লাগে। আমারও কিনতে ইচ্ছা করে। কিন্তু বাসায় কিনে নিয়ে আসার পরে আর নার্সারির মত ফুল পাওয়া যায় না। যাইহোক আপু আপনার আজকে ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বেশ কয়েক কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। দেখেই চোখ জুড়িয়ে গেল।
একদম ঠিক বলেছেন নার্সরীতে গেলে গাছগুলো এত ভালো লাগে আর বাসায় আনলে তখন আর গাছগুলো ভালই লাগে না তখন মনটাই খারাপ হয়ে যায় ।
আপু গোলাপ ফুল এমন একটি ফুল যে ফুলকে আসলে সবাই অনেক পছন্দ করে। সত্যি বলেছেন আপু নার্সারিতে গেলে বেশ সুন্দর সুন্দর গাছ ভরা ফুল দেখা যায় কিন্তু সেই গাছই বাড়িতে আনলে নার্সারির মতো আর ফুল ধরে না। আপু বিভিন্ন রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে ওরা যে কিভাবে গাছের পরিচর্যা করে কে জানে আমরা নিয়ে আসলে তখন আর ফুল ফোটে না ভালো লাগে না তখন আর ।
গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে আমাদের এই পৃথিবীতে। আর এখন তো সবাই ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করে। গোলাপ ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে দুটোই আমি খুবই পছন্দ করি। প্রত্যেকটা গোলাপ ফুলের কালার ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ফটোগ্রাফি গুলো দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। আমি তো আমি তো আপনার ফটোগ্রাফি গুলো যত দেখছিলাম ততই মুগ্ধ ছিলাম। চোখ ফেরাতে পারছিলাম না ফটোগ্রাফি গুলোর দিক থেকে।
এটা ঠিক বলেছেন এখন এখানে আসার পর থেকে আমরা সবাই ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি । আর যেখানে ফুল দেখি তখনই ছবি তোলার জন্য ঝাপিয়ে পড়ি ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
আপনি তো দেখছি একেবারে গোলাপ ফুলের বাগান নিয়ে বসে পড়েছেন। এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি দারুন হয়েছে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য যেমন ফুটে উঠেছে, তেমনি বর্ণনাগুলো অনেক সুন্দর ভাবে গিয়ে দিয়েছেন। ভিন্ন ভিন্ন কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি হওয়ার কারণে দেখতে একটু বেশি ভালো লেগেছে।
সত্যি সত্যি যদি আমার এরকম একটা গোলাপের বাগান থাকতো তাহলে তো আমি খুশিতে পাগল হয়ে যেতাম । ধন্যবাদ আপনাকে ।
সত্যি আপু আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে আমরা যেটা বলি সেটা সঠিক গোলাপ ফুল হচ্ছে ফুলের রানী। আপনি অসাধারণ সুন্দর কালারের ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। বিভিন্ন ধরনের গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।
একদম খাঁটি কথা গোলাপ সত্যি ফুলের রানী গোলাপের মতো এত সুন্দর অন্য কোন ফুল লাগে না ।
আপু আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখতে পাবো কখনোই ভাবি নাই। আপনি অনেক গুলো গোলাপ ফুল আমাদের মাঝে উপহার দিয়েছেন। গোলাপ ফুল গুলো দেখতে দারুণ লাগছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
সত্যি ভাইয়া ফুলগুলো অসম্ভব সুন্দর ছিল আরো । অনেক ধরনের ফুল ছিল তবে গোলাপটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল দেখেই ফুলগুলো অনেক বেশি পরিমাণে তুলেছিলাম ।
এতগুলো গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার এক একটা ফটোগ্রাফি দেখার মতন। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি দেখে চোখ ফেরাতে পারতেছি না। তবে এটি ঠিক নার্সারিতে গেলে অনেক ধরনের গোলাপ ফুল গাছ এবং গোলাপ ফুল দেখা যায়। তবে আমি নিজেও গোলাপ ফুল দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি এবং গাছ কেনার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে এতগুলো গোলাপ ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে সবারই ভালো লাগে, আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।