তেঁতুল দিয়ে পটল ভুনা রেসিপি,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।

আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো।আর তা হলো তেঁতুল দিয়ে পটল ভুনা রেসিপি।এই খাবারটি কি যে মজা না খেলে কেউ বুঝবেই না।এটি গরম ভাত বা পোলাও এর সাথে খেতে খুবই মজা লাগে।এই গরমের ভিতরে একটু টক টক খাবার খেতে কার না ভালো লাগে আর তেঁতুল এমন একটি খাবার যে এটির নাম শুনলেই জিভে জল চলে আসে।আর আমি আজকের খাবারটা আমাদের @rme দাদার উদ্দেশ্যে তৈরি করেছি।আশা করছি দাদা সহ সবার কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

Polish_20210922_203422195.jpg


প্রয়োজনীয় উপকরণ ও পরিমাণ নিচে দেওয়া হলো:

উপকরণপরিমান
পটল৮পিছ
তেঁতুল২পিছ
আস্ত কাঁচা মরিচ৬পিছ
চিনি১চা চামচ
মরিচের গুঁড়া১চা চামচ
পেঁয়াজ কুঁচিদের কাপ
পেঁয়াজ বাটা২টেবিল চামচ
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মত
হলুদের গুঁড়া১/২চা চামচ
ধোনিয়ার গুঁড়া১/২চা চামচ
ধোনিয়ার পাতাআন্দাজমত

Polish_20210922_203749333.jpg


প্রস্তুত প্রণালী:

১ম ধাপ

IMG20210922132038.jpg

প্রথমে আমি একটি বাটিতে তেঁতুল নিয়ে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছি।

২য় ধাপ

IMG20210922133853.jpg

আধা ঘণ্টা পর তেতুলের ভিতর থেকে সবকিছু বের করে শুধু তেতুলের পানিটা রেখেছি।

৩য় ধাপ

IMG20210922133112.jpg

এখানে পটলগুলো একটু আঁচড়ে নিয়ে মাঝ থেকে কেটে ধুয়ে নিয়েছি।

৪র্থ ধাপ

IMG20210922133212.jpg

৫ম ধাপ

IMG20210922133245.jpg

পটলগুলোর ভিতরে হলুদ ও লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি।

৬ষ্ঠ ধাপ

IMG20210922133527.jpg

৭ম ধাপ

IMG20210922133635.jpg

চুলায় একটি করাই বসিয়ে ভালো করে গরম করে তাতে প্রয়োজনমতো তেল দিয়ে গরম করে তার ভিতরে পটলগুলো দিয়ে দিয়েছি।

৮ম ধাপ

IMG20210922133839.jpg

৯ম ধাপ

IMG20210922134004.jpg

১০ম ধাপ

IMG20210922135112.jpg

পটলগুলো বার বার উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি।

১১তম ধাপ

IMG20210922134820.jpg

১২তম ধাপ

IMG20210922135136.jpg

তারপর ঐ তেলের ভিতরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নরম করে ভেজে নিয়েছি।এখানে আমি পেঁয়াজ গুলো বাদামি করে ভাজব না।

১৩তম ধাপ

IMG20210922135218.jpg

১৪ম ধাপ

IMG20210922135253.jpg

তারপর ঐ পেঁয়াজর ভিতরে ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।

১৫তম ধাপ

IMG20210922135306.jpg

তারপর আরো একটু নেড়েচেড়ে লবণ, হলুদ, মরিচ ও ধোনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি।

১৬তম ধাপ

IMG20210922135638.jpg

সবকিছু দিয়ে আরো একটু নেড়েচেড়ে নিয়েছি।

১৭তম ধাপ

IMG20210922135344.jpg

তারপর মশলাটা ভুনার জন্য একটু পানি দিয়ে দিয়েছি।

১৮তম ধাপ

IMG20210922135642.jpg

১৯তম ধাপ

IMG20210922135707.jpg

তারপর ভালোমত ভুনা হয়ে গেলে আর একটু পানি দিয়ে দিয়েছি।

২০তম ধাপ

IMG20210922135719.jpg

পানিটা বলক চলে আসলে তার ভিতরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি

২১তম ধাপ

IMG20210922135804.jpg

২২তম ধাপ

IMG20210922135850.jpg

২৩তম ধাপ

IMG20210922135859.jpg

পানিটা একটু কমে আসলে তার ভিতরে কাঁচা মরিচ, তেতুলের পানি ও একটু চিনি দিয়ে দিয়েছি।চিনি দিয়েছি টকটকে একটু বেলেন্স করার জন্য।

২৪তম ধাপ

IMG20210922140203.jpg

২৫তম ধাপ

IMG20210922140248.jpg

তারপর আরো কিছুসময় জাল করে পানিটা টেনে আসলে তার ভিতরে ধোনিয়ার পাতা দিয়ে দিয়েছি।

২৬তম ধাপ

IMG20210922140359.jpg

ধোনিয়ার পাতা দিয়ে আরো কিছু সময় নেড়েচেড়ে জাল করে নিয়েছি।তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি।আমার রান্নাটা হয়ে গেছে।

২৭তম ধাপ

IMG20210922140512.jpg

এই পর্যায়ে আমি একটা বাটিতে তুলে নিয়েছি।এখন গরম গরম পরিবেশন করতে হবে।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida

ডিভাইস অপ্পো এফ1

Cc
@rme

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

মোট 27 টি পর্যায়ে আপনি আপনার পুরো রেসিপিটি তুলে ধরেছেন। তেতুল এবং পটলের রেসিপি সত্যিই অসাধারণ মনে হচ্ছে। টেস্ট হয়তো আরও অসাধারন হবে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তেঁতুল দিয়ে পটল ভুনা রেসিপি অনেক সুন্দর ছিল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

তেতুল দিয়ে পটল ভুনা রেসিপি আমি কখনো এর আগে খাই নি ।দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তেঁতুল দিয়ে পটল রেসিপি।এটি আমার কাছে নতুন।মনে হয় স্বাদের হয়েছিল।ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যা অনেক মজা হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু সুন্দর একটা রেসিপি শিখলাম । আমি বেগুন দিয়ে তেতুল দিয়ে বেগুনের খাট্টা খেয়েছি। কিন্তু কখনও পটল দিয়ে খাই নি। ধন্যবাদ আপনাকে নতুন একটা রেসিপির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। ভাল থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43