(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে সার্ক তৈরি 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন ।আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আজ আমি আবার রঙিন কাগজ দিয়ে আমার বানানো আরো একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। রঙিন কাগজ দিয়ে আজ আমি খুব সুন্দর একটি সার্ক তৈরি করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি । রঙিন কাগজের তৈরি জিনিস যতই বানাই ততই ভালো লাগে প্রতিদিনই আমার কিছু না কিছু বানাতে ইচ্ছা করে তাই যখন সময় পাই তখনই বানাতে বসে যায় আর চলে আসি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার বানানো সার্কটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই বানাতে।

Polish_20220116_155134825.jpg

)

)

)

রঙীন কাগজ
কাঁচি
গ্লু
কম্পাস
পেন্সিল

)

20220116_000244.jpg

প্রস্তুতপ্রণালী:

20220115_232320.jpg20220115_232339.jpg
প্রথমে একটি নীল কালারের রঙিন কাগজ নিয়ে মাঝখানে তিনটি ভাঁজ দিয়ে নিয়েছি।
20220115_232519.jpg20220115_232623.jpg
প্রত্যেকটা ভাঁজ দেয়ার পরে মাঝখানে ভাঁজটা খুলে একটু গ্লু লাগিয়ে আবার ভাঁজ দিয়ে লাগিয়ে দিয়েছি।
20220115_232730.jpg20220115_232848.jpg
তারপরে ওই কাগজটা মাঝখান থেকে ভাঁজ দিয়ে দুই পাশে আবার গ্লু লাগিয়ে দিয়েছি।
20220115_232939.jpg20220115_233249.jpg
গ্লু লাগিয়ে কাগজটাকে ভাঁজ দেওয়ার পর উপরে দেখানো ছবির মত হয়েছে। তারপরে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার সাইজের আরও একটি ছোট্ট কাগজ নিয়েছি।
20220115_233343.jpg20220115_233511.jpg
তারপর কাগজটাকে গোল করে কেটে একটা লেজের মত বানিয়ে নিয়েছি।
20220115_233609.jpg20220115_233619.jpg
তারপর গ্লু দিয়ে ওই লেজটাকে আগে থেকে বানিয়ে রাখা ওই কাগজটার সাথে লাগিয়ে দিয়েছি।
20220115_233646.jpg20220115_234513.jpg
গ্লু দিয়ে লাগানোর পর দেখুন একটা লেজের মতই হয়েছে তারপর আমি দুটো চোখ এঁকে নিয়েছি।
20220115_234741.jpg20220115_234858.jpg
তারপর চোখটাকে কাঁচি দিয়ে কেটে গ্লু লাগিয়ে দিয়েছি।
20220115_234925.jpg20220115_235120.jpg
গ্লু দিয়ে সার্কের পিঠের সাথে লাগিয়ে দিয়েছি তারপর দুই সেন্টিমিটার ও ১০ সেন্টিমিটার সাইজের আরেকটি ছোট্ট সাদা কাগজ নিয়েছি।
20220115_235205.jpg20220115_235352.jpg
তারপর কাগজটাকে তিনটি ভাঁজ দিয়ে পাশে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি।
20220115_235437.jpg20220115_235521.jpg
তারপর কাগজটা মাঝখান থেকে খুলে কাঁচি দিয়ে মাঝখান থেকে কেটে দিয়েছে এবং সাইডে গ্লু লাগিয়ে নিয়েছি।
20220115_235720.jpg20220116_000007.jpg
গ্লু দিয়ে লাগিয়ে আমি সার্কের দাঁত বানিয়ে নিয়েছি তারপর পাঁচ সেন্টিমিটার ও চার সেন্টিমিটার সাইজের আরো একটি লাল রঙের কাগজ কেটে নিয়ে একপাশে গ্লু লাগিয়ে দিয়েছি।
20220116_000023.jpg20220116_000208.jpg
তারপর ওই গ্লু লাগানো লাল রঙের কাগজটা আগে থেকে বানিয়ে রাখা সার্কের পেটের মাঝখানে লাগিয়ে দিয়েছি।

20220116_000214.jpg

এ পর্যায়ে আমার সার্কটা বানানো একদম হয়ে গিয়েছে।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

)

Sort:  
 2 years ago 

আপনার তৈরি রঙিন কাগজ এর সার্ক টি অনেক সুন্দর হয়েছে আপু। প্রত্যেকটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে দারুণ ছিলো। ধন্যবাদ আপু শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার সার্ক আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আপু সত্যি অসাধারণ ছিল। এমন ইউনিক বুদ্ধি কই পান আপনারা তাই তো বুঝি না। এটা দেখতে খুব সহজ মনে হলেও এতো সহজে হইনি বোন এটা আমি জানি। দোয়া করি আপনার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন দেখতে যতটা সহজ বানানো ততটা সহজ নয় বানানোর পর খুব সুন্দর লাগে দেখতে কাগজের তৈরি জিনিসগুলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)

আপু সত্যি অসাধারণ আপনার তৈরি রঙিন কাগজ এর সার্কটি অনেক সুন্দর হয়েছে ৷
বলতে গেলে আপনি শিল্পী বা আর্টিস মেনের মতো তৈরি করেছেন
ধন্যবাদ
শুভ কামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আর এটি আমি আর্ট করি নাই বানিয়েছি।

 2 years ago 

দুঃখিত আপু লিখতে ভুল হয়ে গেছে

 2 years ago 

ওরে রে বাবা রে শার্ক এর দাঁত দেখেই ভয় পাইছি। কী বড় বড় দাঁত রে 😳। রঙিন কাগজ দিয়ে শার্কটা দারুণ তৈরি করেছেন আপু। বেশ দারুণ হয়েছে। এবং খুবই সুন্দরভাবে ধাপে ধাপে পোস্ট টা উপস্থাপন করেছেন।

 2 years ago 

যাক আপনাকে ভয় দেখাতে পেরেছি তাহলে আমার বানানোটা সার্থক হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে অনেক ভালো লাগে। অবসর সময়ে রঙিন কাগজের তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি করে সকলের মাঝে উপহার দিতে বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে সার্ক তৈরি সুন্দর হয়েছে আপু। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষতার সাথে রঙিন কাগজের ব্যবহার করে এটি তৈরি করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

তাই না আপু রঙিন কাগজ দিয়ে কিছু বানানো অনেক সুন্দর লাগে । আমার কাছে অনেক ভালো লাগে তাই মাঝে মাঝে চেষ্টা করি কিছু বানাতে আর আমার ছোট বাচ্চাটাও খুব খুশি হয়ে এগুলো পেয়ে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

➡️ রঙিন কাগজ দিয়ে সার্ক তৈরি খুবই চমৎকার হয়েছে। আমার কাছে অসম্ভব ভাল লেগেছে আপনার তৈরি সার্ক। রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি জিনিস তৈরি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য। ধাপে ধাপে খুব সাধারণভাবে বর্ণনাও করেছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
 2 years ago 

আসলে বলতে কি ভাইয়া রঙিন কাগজ দিয়ে যাই বানানো হয় না কেন দেখতে ভালই লাগে অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপুর রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি সার্ক তৈরী করেছেন। আপনার সার্কটি দেখে আমার ছেলে অস্থির হয়ে গেছে। তাকেও একটি বানিয়ে দিতে হবে। আপনি খুব সুন্দর করে সড়ক বানানোর প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। দেখে দেখে খুব সুন্দর ভাবে এটি বানিয়ে ফেলা যাবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপু এটি বাচ্চাদের জন্য খুবই ভাল একটি খেলনা বাচ্চারা খুব পছন্দ করে আপনি আপনার বাচ্চাকে বানিয়ে দেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সার্ক তৈরি অসাধারণ হয়েছে ।দেখতে ভয়ঙ্কর লাগছে। সার্ক তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে দেখিয়েছেন ।যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58728.31
ETH 3185.59
USDT 1.00
SBD 2.43