DIY PROJECT : এসো নিজে করি ডিম দিয়ে খরগোশ তৈরি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগের সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে এসেছি @rme দাদার এসো নিজে করি ডাই প্রজেক্ট এ অংশ গ্রহন করতে। দাদা সবসময় বলে সবার ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে শুধু চেষ্টা করলেই হয়।আমি ভাবলাম সবাই কত কিছু বানায় তাই আমিও একটু চেষ্টা করি। জানিনা কেমন হয়েছে ।ভালো হোক মন্দ হোক আমি একটা কিছু বানানোর চেষ্টা করলাম । সবাই আমার পাশে থাকবেন আশা করছি।

ডিমের তৈরি খরগোশ:


IMG_20210914_172129.jpg

প্রয়োজনীয় উপকরণ:


IMG20210914175045.jpg

খরগোশ বানাতে যা যা লাগছে:

১টি সিদ্ধ ডিম
২টি কালো গোল মরিচ
১টি ছুরি

প্রস্তুত প্রণালী:

১ম ধাপ

IMG20210914165839.jpg

প্রথমে ডিমটিকে লম্বা পাশ থেকে একটু কেটে নিয়েছি।

২য় ধাপ

IMG20210914170007.jpg

তারপর এভাবে উল্টিয়ে বিছিয়ে নিয়েছি।

৩য় ধাপ

IMG20210914170045.jpg

তারপর ছুরি দিয়ে এভাবে মাথার কাছ থেকে কোনা করে কেটে নিয়েছি কান তৈরি করার জন্য।

৪র্থ ধাপ

IMG20210914170059.jpg

এখানে আমার খরগোশের কান তৈরি হয়ে গেছে।

৫ম ধাপ

IMG20210914170128.jpg

এখানে আমি কান বসানোর জন্য মাথার কাছ থেকে এভাবে একটু কাটবো কিন্তু পুরোপুরি কাটবো না।

৬ষ্ঠ ধাপ

IMG20210914170240.jpg

ওই ফাঁকার ভিতরে আমি আমার খরগোশের কানটাকে বসিয়ে দিয়েছি।

৭ম ধাপ

IMG20210914170412.jpg

এখানে আমি আমার খরগোশের চোখ বানানোর জন্য ছুরি দিয়ে একটু ফুটো করে নিচ্ছি।

৮ম ধাপ

IMG20210914170519.jpg

এখানে আমি আমার খরগোশের একটা চোখ বসিয়ে দিয়েছি।

৯ম ধাপ

IMG20210914170555.jpg

ওই একই ভাবে দ্বিতীয় চোখটিও বসিয়েছি।

১০ম ধাপ

IMG20210914170640.jpg

সাইড থেকে আমার খরগোশ দেখতে এমন হয়েছে।

১১তম ধাপ

IMG20210914171542.jpg

সামনে থেকে দেখতে আমার খরগোশ এমন
হয়েছে।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc
@rme

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  

খুবই সুন্দর হয়েছে আপু।ডিম দিয়ে খরগোশ তৈরির পদ্ধতি আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কি কিউট লাগছে খরগোশটি।চমৎকার বানিয়েছেন আপু।তবে ওটা দিয়ে তো পেটপুজো হয়েছে!ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলেই পেট পূজা হয়েছে।

 3 years ago 

আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খরগোশটি খুব সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

খরগোশটি দেখতে খুবই চমৎকার হয়েছে। ছোট্ট ফুটফুটে একটি খরগোশ ছানা হয়েছে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ আমি নতুন কিছু তৈরি করা শিখলাম। অবশ্য বাসায় আমিও ট্রাই করবো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

ওরে বুদ্ধি রে! এতো বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে আপনি? আমি হলেতো এতক্ষনে ডিম খেয়ে সাবার করে ফেলতাম, হি হি হি

আপনার বুদ্ধির প্রশংসা করতে হবে, খুব সুন্দরভাবে ডিম দিয়ে সফলভাবে কিছু তৈরী করেছেন। ভালো লেগেছে আমার কাছে বিষয়টি। ধন্যবাদ

 3 years ago 

আমিও ডিমটা খেয়ে ফেলেছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ খুব ভালো আপু।আপনি রান্না পছন্দ করেন সেজন্য রান্নার একটি আইটেম ডিম দিয়েই খরগোশ বাহ। আইডিয়াটা অসাধারণ ছিল। খরগোশ টা সুন্দর তৈরি করেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

সত্যি হাস্যকর একটি বিষয়। সাধুবাদ জানাই আপনারা এমন প্রতিভাকে। কঠোর ক্রিটিভিটি মানুষ আপনি।
খুব ভালো লেগেছে

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার ডিম দিয়ে খোরশ আমার অনেক পছন্দ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও অনেক সুন্দর হইছে। দেখতে হুবহুব খোরগোশ লাগছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59700.98
ETH 2415.17
USDT 1.00
SBD 2.43