জল রঙ দিয়ে সুন্দর কিছু গাছের আর্ট
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । নতুন নতুন আর্ট পোস্ট শেয়ার করতে আমার কাছে সব সময় ভালো লাগে, এজন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করি ছোট ছোট করে কিছু আর্ট করার জন্য । বেশ কয়েকদিন হল আর্ট করাই হচ্ছে না এইজন্য আজকে ছেলের বায়নার জন্য বাধ্য হয়ে বসে পড়লাম আর্ট করতে । তারপর আবার একটি আর্ট করলে হবে না একসাথে তিনটি করতে হবে কি আর করা তাই করতে হলো । আজকে যে আর্টটি আমি শেয়ার করব সেটি হল বিভিন্ন কালারের রংয়ের ভেতরে গাছ এঁকেছি । এক একটা কালারের রং দিয়েছি গাছগুলো এঁকেছি এবং সেই কালারের সাথে মিল রেখে গাছের পাতাগুলো দিয়ে দিয়েছি । তাই নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম । এখন আর্ট নিয়ে চলে আসছি আপনাদের সামনে ।
প্রয়োজনীয় উপকরণ
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড
কার্যপ্রণালী
প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিন টেপ দিয়ে একটি বোর্ডের সাথে চারপাশ লাগিয়ে নিয়েছি । তারপরে মাঝখান দিয়ে দুইটা টেপ লাগিয়ে নিয়ে চারটা ঘর তৈরি করে নিয়েছি ।
এরপর ওপরের একটা ঘরের লাল রং দিয়ে দিয়েছি ।
তারপর তার নিচের ঘরটিতে নীল কালারের রং দিয়ে দিয়েছি ।
তারপর আরেকটা ঘরে টিয়া কালারের রং দিয়ে দিয়েছি ।
এরপর অন্য একটা ঘরে কমলাকালের রঙ দিয়ে রং করে নিয়েছি ।
এরপর নীল কালারের ঘরে গাছ এঁকে নিয়েছি লাল রং কালো রং এর ঘরেও গাছ এঁকে নিয়েছি ।
একইভাবে প্রত্যেকটা ঘরে আমি গাছ এঁকে নিয়েছি এখন আস্তে আস্তে করে প্রত্যেকটা গাছে পাতা বানিয়ে নেব ।
এরপর নীল কালারের ঘরের গাছের পাতাগুলো সাদা ও নীল রঙ দিয়ে এঁকে নিয়েছি ও টিয়া কালারের ঘরের পাতাগুলো টিয়া কালারের রং দিয়ে এঁকে নিয়েছি ।
এরপর লাল ও কমলা কালারের ঘরের রং গুলো লাল ও কমলা কালারের রং দিয়ে এঁকে নিয়েছি ।
কিছু কিছু জায়গায় সাদা দিয়ে দিয়েছি এবং ছোট্ট ছোট্ট করে চাঁদ এঁকে নিয়েছি । এরপর প্রত্যেকটা ঘরের নিচের দিকে কালো ও সবুজ কালারের রং দিয়ে ছোট ছোট করে গাছের মতো এঁকে নিয়েছি । ব্যাস এভাবে করে আমার একসাথে কয়েকটি গাছ আঁকা হয়ে গিয়েছে । এরপর টেপ খুলে কয়েকটি ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
প্রথেম পেপার টা চারটা অংশে ভাগ করে নিয়েছেন। তারপর চারটা ভিন্ন রঙ করে নিয়েছেন। জলরং দিয়ে গাছের আর্টটা বেশ চমৎকার হয়েছে আপু। দেখতে বেশ চমৎকার লাগছে। এবং আপনি বেশ সুন্দর করেছেন আর্টটা। ধন্যবাদ আমাদের সঙ্গে গাছের পেইন্টিং শেয়ার করে নেওয়ার জন্য।।
ধন্যবাদ ভাইয়া আমার গাছের আর্টটি আপনার কাছে অনেক সুন্দর লেগেছে শুনে সত্যি অনেক খুশি হয়েছি ।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন জল রঙ দিয়ে সুন্দর কিছু গাছের আর্ট। আপনার তৈরি গাছের আর্ট গুলো দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি গাছ আপনি বেশ সুন্দরভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার গাছের আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ।
জল রঙ দিয়ে সুন্দর কিছু গাছের আর্ট অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আমার জল রঙের আঁকা গাছের আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে আমিও মুগ্ধ হলাম ।
বেশ কয়েকদিন পর আপনার আর্ট দেখে অনেক ভাল লাগলো। সত্যি অনেক ভালো লাগছে এবং ছেলের বায়নার জন্য আপনি এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দিলেন আপু। আপনি অনেক সুন্দর করে আর্ট সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল আপু।
ছেলেটি এ ধরনের আর্ট করতে অনেক পছন্দ করে এজন্য সব সময় জল রং ও তুলি দিয়ে আর্ট করার বায়না ধরে মাঝে মাঝে সময় পেলে বসে যায় আর্ট করতে ।
জল রং দিয়ে যদি কোন কিছু আঁকা হয় তাহলে তা এমনিতেই অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে থাকে। আর আজকে আপনি যেভাবে জল রঙ দিয়ে খুবই সুন্দর সুন্দর গাছ তৈরি করেছেন তার কোন জবাব নেই। একদম অসাধারণ হয়েছে আপনার তৈরি জল রং দিয়ে এই আর্টগুলো। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর কিছু আর্ট শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন জলরঙের আর্ট গুলি এমনিতে অনেক বেশি সুন্দর হয় দেখতেও ভালো লাগে ।
একটি ছবিতে চার ধরনের গাছের আর্ট দেখা যাচ্ছে। খুব সুন্দর ভাবে গাছ গুলো আর্ট করেছেন। প্রত্যেকটি গাছের আর্ট ভালোই লাগছে দেখতে। বিভিন্ন কালারের হওয়ার কারণে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু প্রত্যেকটা গাছের আর্ট বিভিন্ন কালার করার কারণে অনেক বেশি সুন্দর লাগছে ।
বেশ ভালো লাগলো আপু জল রং দিয়ে আপনার কিছু অসাধারণ ছবি। খুব সুন্দর করে জল রং এর মাধ্যমে অনেকগুলো গাছের ছবি একে একে সুন্দর করে এঁকেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।
আমার একসাথে আঁকা গাছের ছবিটি আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো আপু ।
অসাধারণ আপনি অনেক সুন্দর করে জল রঙ দিয়ে কিছু গাছের আর্ট করেছেন। জল রঙ দিয়ে কিছু আর্ট করলে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। প্রথমে রং দিয়ে পরে খুব সুন্দর করে গাছগুলো আর্ট করেছেন। তবে আপনার ছেলের ভায়না শুনতে গিয়ে খুব চমৎকার গাছে আর্ট করেছেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত জল রঙ দিয়ে আর্ট করা গাছগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
ছেলের বায়না মাঝে মাঝে শুনতে হয় আর তবেই আমি সুন্দর সুন্দর আর্ট করতে পারি ।
এক চিত্রে চারটি আলাদা গাছের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। আপনার সুন্দর আর্ট করার দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
একই সাথে চারটি গাছ আঁকার চেষ্টা করেছি দেখি কেমন হয় দেখলাম ভালোই লাগছে । আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
ভাগ্যিস ফানা বাবাটা বায়না করেছিল। তাই তো এত সুন্দর আর্ট দেখতে পেলাম আপু। রং তুলির ছোঁয়ায় আপনি অনেক সুন্দর করে এই পেইন্টিং করেছেন আপু। দেখতে খুবই সুন্দর লাগছে। যেহেতু অনেক গুলো আর্ট একসাথে করার চেষ্টা করেছেন তাই দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে।
ঠিকই বলেছেন আপু ফানা মাঝে মাঝে বায়না করে দেখে আর্টগুলো করতে বসা হয় তা না হলে তো করাই হতো না ।