এসো নিজে করি কাগজ দিয়ে পায়রা তৈরি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আজ আমি আপনাদের সাথে কাগজ দিয়ে পায়রা বানানো শেয়ার করব। কাগজ দিয়ে কিছু কিছু জিনিস আছে বানানো একটু কঠিন কিন্তু তারপরও চেষ্টা করলে হয়েই যায়।। আজ আমি চার থেকে পাঁচ দিন ধরে চেষ্টা করে এটা বানিয়েছি। প্রতিদিন একটু একটু করে বানিয়েছি কাল রাতে বানানটা শেষ করেছি। বেশি সময় লেগেছে পায়রার গলাটা তৈরি করতে। চেষ্টা করে আমার পায়রাটা হয়েই গেছে। তাই ভাবলাম আমার কষ্ট করে বানানো পায়রাটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে বানানো টা শুরু করি।

Polish_20211006_172345064.jpg

প্রয়োজনীয় উপকরণ:

. রঙিন কাগজ
.কাঁচি
. পেন্সিল

IMG20211003171533.jpg

প্রস্তুত প্রণালী



১ম ধাপঃ

IMG20211003171609.jpg

প্রথমে 8 ইঞ্চি 8 ইঞ্চি সাইজের একটা কাগজ নিয়েছি।

২য় ধাপঃ

IMG20211003171741.jpg

৩য় ধাপঃ

IMG20211003171834.jpg

৪র্থ ধাপঃ

IMG20211003171911.jpg

৫ম ধাপঃ

IMG20211003172016.jpg

উপরে দেখানো প্রতিটা ভাঁজের মত একেকটা ভাজ দিয়ে নিয়েছি প্রথমে সোজা করে ভাজ দিয়েছি আবার কোনা করে দুই পাশে ভাজ করে নিয়েছি।

৬ষ্ঠ ধাপঃ

IMG20211003172145.jpg

প্রতিটা ভাজ দেওয়া হয়ে গেলে কাগজটা এভাবে উল্টা করে নিয়েছি।

৭ম ধাপঃ

IMG20211003172244.jpg

তারপর দুই সাইডের কোনা ধরে এভাবে ভাঁজ করে নিয়েছি।

৮ম ধাপঃ

IMG20211003172314.jpg

তারপরে নিচের কোণা ধরে এভাবে একটা ভাজ দিয়েছি ।

৯ম ধাপঃ

IMG20211003172349.jpg

ওই ভাঁজটা খুলে আবার এভাবে উপরে দেখানো ভাঁজের মত আরেকটা ভাজ দিয়েছি।

১০ম ধাপঃ

IMG20211003172356.jpg

১১তম ধাপঃ

IMG20211003214940.jpg

১২তম ধাপঃ

IMG20211003172747.jpg

তারপর উপরে দেখানো ভাঁজের মত প্রতিটা ভাঁজ একে একে দিয়ে নিয়েছি।

১৩তম ধাপঃ

IMG20211003215251.jpg

দুইপাশে একইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি।

১৪তম ধাপঃ

IMG20211003215342.jpg

দুই পাশে ভাঁজ দেওয়া হয়ে গেলে এভাবে উল্টে নিয়েছি।

১৫তম ধাপঃ

IMG20211003215414.jpg

১৬তম ধাপঃ

IMG20211003215423.jpg

তারপর কোনাটা ধরে আবার এভাবে উল্টে দিয়েছি।

১৭তম ধাপঃ

IMG20211003215519.jpg

১৮তম ধাপঃ

IMG20211003215523.jpg

তারপর নিচের কোনাটা এভাবে ভেঙে দিয়েছি পায়রার পা বানানোর জন্য।

১৯তম ধাপঃ

IMG20211003215544.jpg

২০তম ধাপঃ

IMG20211003215604.jpg

২১তম ধাপঃ

IMG20211003215725.jpg

এভাবে দুইপাশের কোনাটা ভেঙে নিয়ে মাঝখান থেকে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি ।

২২তম ধাপঃ

IMG20211003215752.jpg

২৩তম ধাপঃ

IMG20211003215912.jpg

তারপর নিচের সাইডের কোনাটা ধরে উপরে দেখানো ভাঁজের মত এভাবে ভেঙ্গে নিয়েছি।

২৪তম ধাপঃ

IMG20211003220115.jpg

এইবার আমি পায়রার গলাটা তৈরি করে নিয়েছি।

২৫তম ধাপঃ

IMG20211003220156.jpg

২৬তম ধাপঃ

IMG20211003220227.jpg

ওপরে দেখানো ভাঁজের মত দুইটা ভাজ দিয়ে আমি পায়রার ঠোঁট টা বানিয়ে নিয়েছি।

২৭তম ধাপঃ

IMG20211003223351.jpg

এবার আমি আমার পায়রার পাটা তৈরি করে নিয়েছি।

২৮তম ধাপঃ

IMG20211005220754.jpg

ব্যাস আমার পায়রাএখন ডানা মেলে ওড়ার জন্য এখন একদম তৈরি।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc
@rme

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  

বাহ আপু অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন রঙিন কাগজ দিয়ে পায়রা পাখি বানানোর পদ্ধতি। সত্যিই আপনি আপনার প্রতিভা আছে। অনেক ভাল হয়েছে আপনার বানানো পায়রা পাখি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার সম্পূর্ণ পোস্টটিই খুব ভালো হয়েছে।
পায়রা টিকে অনেক সুন্দর লাগছে,
বিশেষ করে পায়রাটিকে দেখতেই অনেক কিউট লাগছে।
আপনার হাতের কাজ খুব ভালো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 3 years ago 

সত্যিই অসাধারণ হয়েছে কাগজ দিয়ে পায়রা তৈরি। আমার অনেক পছন্দ হয়েছে। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ

সত্যিই অসাধারণ হয়েছে কাগজ দিয়ে পায়রা তৈরি।বিশেষ করে পায়রাটিকে দেখতেই অনেক কিউট লাগছে।আপনার হাতের কাজ খুব ভালো। শুভকামনা আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার পাখি অনেক সুন্দর হয়েছে।
ভালো কাজ সবসময়ই প্রশংসার দাবিদার 💚

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার পায়রা তৈরি টি দেখে আমি মুগ্ধ। অসাধারণ ভাবে আপনি উপস্থাপন করেছেন। পোস্টটি করতে আপনি অনেক পরিশ্রম করেছেন। আমি এইগুলো কখনও তৈরি করার চেষ্টা করিনি তবে কাগজের নৌকা তৈরি করেছি অনেক শৈশবে। বেস্ট অফ লাক। 👌

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু সত্যিই অসাধারণ ছিল।কি প্রতিভা থাকলে মানুষ এত সুন্দর করে হাত দিয়ে বায়রা বানিয়ে ফেলতে পারে ।সত্যিই অসাধারন দেখার মতো একটি পায়রা ছিল। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

দিদি আমার ছোটভাই ঈশানের খুবই পছন্দ হয়েছে পায়রা দুটি। ওতো বায়না করে বসেছে ওকেও বানিয়ে দিতে হবে। আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন পুরো ব্যাপারটা আমি ঈশানকে বলেছি নিশ্চয়ই ওকে বানিয়ে দেবো। 🥰❤️

 3 years ago 

হ্যাঁ আপু বানিয়ে দেখুন ভালো লাগবে। আমার ছোট বাচ্চাটা অনেক পছন্দ করেছে ।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57346.65
ETH 3107.45
USDT 1.00
SBD 2.40