DIY : এসো নিজে করি ম্যান্ডেলার মাধ্যমে একটি ফুল অংকন , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় কমিউনিটির সবাই কেমন আছেন ?আশা করছি সবাই নিশ্চই অনেক ভাল আছেন ।আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আজ আমি আবার আপনাদের সামনে চলে এলাম একটি অঙ্কন নিয়ে ।আজ আমি ম্যান্ডেলার মাধ্যমে একটি ফুল অংকন করব। আমার প্রিয় কমিউনিটির অনেকেই অনেক ভালো অঙ্কন করতে জানি। আমি তেমন একটা জানিনা এখানে আসার পর চেষ্টা করে মোটামুটি একটি শিখেছি। তারপরেও চেষ্টা করি আপনাদের সামনে নিয়ে আসতে ।আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজ আমি একটি ফুল অংকন করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।


Polish_20211027_001445595.jpg

প্রয়োজনীয় উপকরণ:



.১টি সাদা কাগজ
.১টি পেন্সিল
.১টি রাবার
.২টি কালো কলম



IMG20211026235647.jpg

প্রস্তুত প্রণালী:



১ম ধাপঃ

IMG20211026223805.jpg

প্রথমে আমি পেন্সিল দিয়ে মাঝখানে বড় করে একটা পাপড়ি এঁকে নিয়েছি।

২য় ধাপঃ

IMG20211026224221.jpg

তারপর দুই সাইডে আরো দুটো পাপড়ি এঁকে নিয়েছি।

৩য় ধাপঃ

IMG20211026224553.jpg

৪র্থ ধাপঃ

IMG20211026224800.jpg

৫ম ধাপঃ

IMG20211026225038.jpg

ওপরে দেখানো ছবির মত আমি একে একে প্রত্যেকটা পাপড়ি এঁকে নিয়েছি। আমার ফুলটা আঁকা প্রায় হয়ে গেছে।

৬ষ্ঠধাপঃ

IMG20211026225226.jpg

তারপর আমি মাঝখানে পাপড়ির ভেতরে আরো তিনটে পাপড়ি এঁকে নিয়েছি।

৭ম ধাপঃ

IMG20211026225632.jpg

তারপর আমি পুরা ফুলটাকে কাল কলম দিয়ে এঁকে নিয়েছি।

৮ম ধাপঃ

IMG20211026232453.jpg

তারপর আমি মাঝখানে পাপড়ি দুটো এভাবে কাল কলম দিয়ে ডিজাইন করে নিয়েছি।

৯ম ধাপঃ

IMG20211026233010.jpg

১০ম ধাপঃ

IMG20211026234048.jpg

এভাবে উপরে দেখানো ছবির মত করে আমি পুরা ফুল এর এক সাইডটা ডিজাইন করে নিয়েছি।

১১তম ধাপঃ

IMG20211026234712.jpg

একইভাবে আমি ফুলের অন্য সাইডটাও ডিজাইন করে নিয়েছি।

১২তম ধাপঃ

IMG_20211027_001401.jpg

তারপর আমি পেন্সিল দিয়ে ফুলের নিচে এভাবে পাঁচটা দাগ দিয়ে নিয়েছি।

১৩তম ধাপঃ

IMG20211026235252.jpg

এই দাগগুলোকে আমি কাল কলম দিয়ে আবার দাগিয়ে নিয়েছি।

১৪তম ধাপঃ

IMG_20211027_002326.jpg

তারপর আমি কাল কলম দিয়ে ফুলের নীচটাও এভাবে ডিজাইন করে নিয়েছি।

১৫তম ধাপঃ

IMG20211026235622.jpg

এখানে আমি আমার নাম লিখে নিয়েছি। ব্যাস আমার ফুলটা আঁকা একদম হয়ে গেছে। আমার ফুলটা এখন তৈরি হয়ে গেছে।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhid
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  

ভিন্নধর্মী একটি ম্যান্ডেলা ফুল আর্ট দেখলাম।চমৎকার হয়েছে আপু আপনার ফুলের আর্টটি।সাদা পৃষ্ঠার উপর কালো কালির ফুলটি দারুণভাবে ফুটে উঠেছে।শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ম‍্যান্ডেলা আর্টের মাধ্যমে ফুলটা অসাধারণ তৈরি করেছেন আপু। আপনি শুধু কালো কালি ব‍্যবহার করায় ফুলটা যেন বেশি ভালো লাগছে। সেই সাথে অনেক গুলো ধাপে ফুলের চিএটা উপস্থাপন করেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার DIY খুব ভাল এবং আপনি এটি ভাল ব্যাখ্যা, শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

আপনার ফুলের চিত্রটি খুবই সুন্দর হয়েছে। অনেক দক্ষতার সাথে আপনি এই চিত্রটি অংকন করেছেন। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কত সুন্দর করে পদ্মা ফুল টা এঁকেছেন দিদি। অনেকক্ষণ ধরে দেখলাম পুরো উপস্হাপনা। মনে হলো চেষ্টা করা উচিত আমারও। অনেক ভালো থাকবেন দিদি

 3 years ago 

হ্যা আপু চেষ্টা করবেন।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলার মাধ্যমে অনেক সুন্দর একটি ফুল এঁকেছেন আপনি।খুব সুন্দর হয়েছে।
সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর আপনি শাপলা ফুল ম্যান্ডেলা তৈরি করেছেন। এই ফুলটি গতকাল মনে হলো দেখলাম ।তাও আপনার ফুলটা অনেক সুন্দর ছিল অত্যন্ত সুন্দরভাবে আপনি পরিবেশন করেছেন। ম্যান্ডেলা করতে অনেক সময় লাগে। অনেক ধৈর্য নিয়ে আপনি অঙ্কন করেছেন এবং মেন্ডেলা লাস্ট দেখতে অনেক সুন্দর লাগে এবং প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে পরিবেশন করেছেন

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ফুলটি খুব সুন্দর একেছেন আপু। আপনার মান্ডালার অংকন গুলো বরাবরই খুব ভাল হয়। অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মান্ডালা টি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার আর্ট অনেক বেশি সুন্দর হয় আর সব সময় সুন্দর হয়। এই নিয়ে কিছু বলার নেই। পুরো ফুল টির উপরের পাতাটার ডিজাইনটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ ডিজাইনটি অন্যগুলোর চেয়ে আলাদা মনে হয়েছে আমার কাছে। অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে এত সুন্দর একটি ড্রয়িং শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ অসাধারণ আপু আপনি ম্যান্ডেলার মাধ্যমে অনেক সুন্দর একটি ফুল অংকন করেছেন। অসম্ভব সুন্দর হয়েছে। আপনার আর্ট এর প্রশংসা করতেই হবে। চমৎকার ভাবে বর্ণনা দিয়েছেন। শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64453.36
ETH 3507.44
USDT 1.00
SBD 2.56