DIY : এসো নিজে করি মান্ডালার মাধ্যমে একটি শঙ্খ অংকন , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় কমিউনিটির সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজ আমি মান্ডালার মাধ্যমে একটি শঙ্খ অঙ্কন করব। এখানে আসার আগে আমি তেমন কিছুই বানাতে কিংবা আক্তে জানতাম না। আজ আমি ইচ্ছে করলে কত কিছুই না বানাতে পারি এবং অঙ্কন করতে পারি । এর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ যার মাধ্যমে আমরা আমাদের প্রতিভা বিকাশ করার সুযোগ পাচ্ছি। তিনি এমন একটা উদ্যোগ গ্রহণ না করলে আমরা এই সুযোগটা পেতাম না।আজ আমি আপনাদের সামনে মান্ডালার মাধ্যমে একটি শঙ্খ অঙ্কন করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।



Polish_20211017_204225919.jpg



প্রয়োজনীয় উপকরণ:



.১টি সাদা কাগজ
.২টি কালো কলম
.১টি পেন্সিল
.১টি রাবার



IMG20211010220819.jpg



প্রস্তুত প্রণালী:



১ম ধাপঃ

IMG20211017175749.jpg



প্রথমে একটি সাদা কাগজ নিয়ে আমি শঙ্খ এর একেবারে মাথার অংশটুকুএঁকে নিয়েছি।

২য় ধাপঃ

IMG20211017180346.jpg



তারপর আমি নীচের একটি অংশ এঁকে নিয়েছি।

৩য় ধাপঃ

IMG20211017180435.jpg



৪র্থ ধাপঃ

IMG20211017180643.jpg



উপরে দেখানো ছবির মত আমি পেন্সিল দিয়ে পুরা শঙ্খ এঁকে নিয়েছি।

৫ম ধাপঃ

IMG20211017180836.jpg



এবার আমি পাশের একটু অংশ এঁকে নিয়েছি ডিজাইন করার জন্য।

৬ষ্ঠ ধাপঃ

IMG20211017181030.jpg



তারপর ওই ছোট অংশে ছোট ছোট করে সাতটা দাগ দিয়ে নিয়েছি ।

৭ম ধাপঃ

IMG20211017181839.jpg



এবার আমি পেন্সিল দিয়ে ভিতরে সাতটা দাগ দিয়ে নিয়েছি।

৮ম ধাপঃ

IMG20211017182224.jpg



এ পর্যায়ে আমি কাল কলম দিয়ে বর্ডারটা এঁকে নিয়েছি।

৯ম ধাপঃ

IMG20211017182329.jpg



এ পর্যায়ে আমি কাল কলম দিয়ে ভিতরের দাগগুলো দিয়ে নিয়েছি।

১০ম ধাপঃ

IMG20211017182919.jpg



তারপর আমি মাথার অংশটুকু ডিজাইন করে নিয়েছি।

১১তম ধাপঃ

IMG20211017183414.jpg



এ পর্যায়ে আমি মাথা থেকে নিচের একটু অংশ ডিজাইন করে নিয়েছি।

১২তম ধাপঃ

IMG20211017184158.jpg



১৩তম ধাপঃ

IMG20211017185951.jpg



১৪তম ধাপঃ

IMG20211017190849.jpg



এভাবে একে একে আমি পুরো শঙ্খ টাকে কলম দিয়ে ডিজাইন করে নিয়েছি।

১৫তম ধাপঃ

IMG20211017191108.jpg



এ পর্যায়ে পাশের অংশের মাঝখানে গোল একটা ফুল একে নিয়েছি।

১৬তম ধাপঃ

IMG20211017191650.jpg



১৭তম ধাপঃ

IMG20211017191757.jpg



১৮তম ধাপঃ

IMG20211017192316.jpg



এভাবে আমি একে একে পাশের পুরা অংশটা ডিজাইন করে নিয়েছি।

১৯তম ধাপঃ

IMG_20211017_192703.jpg



এখানে আমি আমার নাম লিখে নিয়েছি ।ব্যাস আমার শঙ্খটা এখন একদম তৈরি।এখন নিয়ে শুধু বাজাতে হবে।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  

এসো নিজে করি মান্ডালার মাধ্যমে একটি শঙ্খ অংকন অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপেই যেন মন কেড়ে নেওয়ার মত। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

মান্ডালার মাধ্যমে একটি শঙ্খ অংকন করেছেন আপু অনেক সুন্দর হয়েছে আপনি নিখুঁত ভাবে অংকন করেছেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশংসা করতে হয় আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

এক কথায় অসাধারণ ছিল🥰🥰🥰❣️❣️❣️

কি সুন্দর ধাপে ধাপে বুঝিয়ে দিলেন প্রতিটা অংকন। এই ভাবে চর্চা করলে একদিন অনেক ভালো অংকন করবেন আশা করি

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

মান্ডালা আমার অনেক বেশি ভালো লাগে। সাধারণভাবে বলা চলে মান্ডালা আর্ট টিকে অন্যান্য আর্ট এর তুলনায় আমি একটু বেশিই ভালোবাসি। আপনার আর্টটিও তাই অনেক পছন্দ হয়েছে আমার আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার মান্ডালার মাধ্যমে শঙ্খ অঙ্কন টি খুব সুন্দর হয়েছে। আপনি বরাবরই মান্ডালার আর্ট ভালো করেন। প্রতিটা ধাপ ও সুন্দর ভাবে দেখিয়েছেন। আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু খুবই চমৎকার হয়েছে আপনার শঙ্খটি।খুব সুন্দর মান্ডালা আর্ট করেছেন।দেখতে দারুণ লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর আর্ট করেছেন আপু। আমার কাছে মানডেলার চিত্রাংকন অনেক ভালো লাগবে। অনেক সুন্দর ভাবে আপনার চিত্রাংকন সম্পন্ন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

দেখতে দারুণ লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ এঁকেছ, তোমার আর্টটি দেখছি দিনে দিনে আরও দক্ষ হয়ে উঠছে, আমার খুবই ভালো লেগেছে শুভকামনা রইল তোমার জন্য।

 3 years ago 

মান্ডালার মাধ্যমে একটি শঙ্খ অংকন করেছেন খু্বই দক্ষতার সাথে। খুবই ভালো লাগলো। ম্যান্ডেলার কাজ অনেক সময় নিয়ে আস্তে আস্তে করতে হয়। আপনি অনেক সুন্দরভাবে পরিবেশন করেছেন প্রতিটি ধাপ ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 59541.64
ETH 2637.04
USDT 1.00
SBD 2.45