রঙীন কাগজ দিয়ে গাজর তৈরি,10%shy-fox
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার রঙিন কাগজ দিয়ে বানানো ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। রঙিন কাগজের ডাই প্রজেক্টগুলো যে কত কিছু বানানো যায় তা আর বলে শেষ করা যায় না। সবাই এত সুন্দর সুন্দর জিনিস প্রতিদিন বানায় কারো সাথে কারোটা তেমন একটা মিলে না দেখতে ভালোই লাগে আর বানাতেও ভালো লাগে। আমিও প্রতিদিন চেষ্টা করে কিছু না কিছু বানাতে আর বানিয়ে বানিয়ে জমিয়ে রাখি সুযোগ পেলে আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কিছু গাজর তৈরি করেছি। সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব।
প্রয়োজনীয় উপকরণ
কাঁচি
গ্লু
স্কেল
কালো কলম
লাল কলম
কার্যক্রম
প্রথমে ২০/২০ সেন্টিমিটার সাইজের একটি রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে কোনা করে ভাঁজ দিয়ে তারপরে আরো একটা ভেষজ দিয়ে নিয়েছি। উপরের ছবিতে প্রত্যেকটা ভাঁজ দেখানো হয়েছে।
তারপর প্রত্যেকটা ভাঁজ দেওয়ার পরে কাগজটা দেখতে ঠিক উপরের ছবির মতোই হয়েছে। উপরের ছবিতে যেভাবে করে ভাঁজ দিয়েছি প্রত্যেকটা ভাঁজ ঠিক সেভাবে দিয়ে নিয়েছি ।তারপরে আরো একটি ছোট্ট রঙিন কাগজ নিয়েছি।
উপরের ছবিতে দেখুন সবুজ রঙের কাগজটা কোনা কোনা করে ভাঁজ দিয়ে তীরের মতো করে বানিয়ে নিয়েছি একইভাবে ভাঁজ দিয়ে দুটি বানিয়ে নিয়েছি।
তারপর আগে থেকে বানিয়ে রাখা হলুদ কাগজটার ভিতরে সবুজ কাগজ ঢুকিয়ে দিয়েছি এবং হলুদ কাগজের কিছু কিছু জায়গায় গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে খুলে না যায়।
এখানে আমার গাজরটা প্রায় বানানো হয়ে গিয়েছে। তারপরে কাল কলম দিয়ে গাজরের চোখ নাখ ও মুখ বানিয়ে নিয়েছি।
এভাবেই খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি খুবই কিউট একটি গাজর।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।
রঙিন কাগজের তৈরি গজরটি দেখতে বেশ চমৎকার লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরির পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি দেখতে আমার খুবই ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর করে গাজর তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। বিশেষ করে আপনার উপস্থাপন বর্ণনা দারুন ছিল।
অনেক ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে গাজর বানানোর কাজটি আপনি অনেক দক্ষতার সাথে করেছেন তা গাজর এর ফাইনাল লুক দেখেই বোঝা যাচ্ছে। নিখুঁত ভাবে প্রতিটি ধাপ সম্পন্ন করেছেন এবং গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আসলেই সবাই এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, যা দেখে আমার ও বেশ ভালো লাগে।আপনার গাজর বানানোটা বেশ দারুন হয়েছে। তবে কালারটা কমলা হলে আরো বেশ ভালো লাগতো।ধন্যবাদ
আপু আমিও জানি গাজর কমলা কালার বানালে ভালো হতো কিন্তু কমলা কালার কাগজ আমার ছিল না তাই আমি হলুদ দিয়ে বানিয়েছি।
এই ধরনের কাজ গুলি আমার ভীষণ ভালো লাগে। আপনি রঙ্গিন কাগজ দিয়ে গাজর তৈরি করেছেন। এটা দুর্দান্ত ছিল। দারুণ দক্ষতা সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনি খুব চমৎকার করে রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি করা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রঙিন কাগজের তৈরি গাজরটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি সবগুলো ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। DIY পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
অনেক সুন্দর ছিল এটি আপু। যদি গাজর গুলো লাল এবং গাজরের পাতাগুলো সবুজ হতো তাহলে সত্যি আরও বেশি ভালো লাগতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে গাজর বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
ধন্যবাদ আপু সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।
বর্তমানে সারা পৃথিবী ডিজিটাল তাই সেই যুগের সাথে তাল মিলিয়ে গাজর এর কালার এমন সুন্দর করে মিলিয়েছেন আপু। খুব সুন্দর হয়েছে আপনার এই গাজর। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। গাজরের চোখগুলো খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
ডিজিটাল যুগের ডিজিটাল কালারের গাজর ভালো হয়েছেন আপু ধন্যবাদ আপনাকে।
রঙীন কাগজ দিয়ে গাজর তৈরি করেছেন দারুন হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো এধরনের কাজ গুলো করতে ভিশন ভালো লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু
অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।
গাজর আমার খুব পছন্দের। আসলে গাজর খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দখতা সহকারে রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।