মজাদার দুধ সেমাই রেসিপি

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240411_223040476.jpg


ঈদ মোবারক সবাইকে । ঈদ চলে এসেছে আর তাইতো আমি ঈদের মেইন আকর্ষণ সেমাই রেসিপি নিয়ে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে দুধ সেমাই রেসিপি শেয়ার করব । এখানে অনেকেই কম বেশি সেমাই রান্না রেসিপি শেয়ার করেছে আমি আমার সেমাই রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম । একজনের সেমাই রান্নার ধরন একেক রকম খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে । আর ঈদে সেমাই না হলে কি চলে নাকি । প্রতিটি মানুষের বাসায় ঈদের দিনে সেমাই থাকতেই হবে । সেমাই ছাড়া যেন ঈদ অচল আর আমি আজকে সেই মজাদার সেমাইটি আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

সেমাই
দুধ
চিনি
ঘি
কিসমিস
কনডেন্সড মিল্ক
পাউডার মিল্ক
লবণ

Polish_20240411_223147782.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240411_221433.jpg20240411_221421.jpg
20240411_221408.jpg20240411_221356.jpg

প্রথমে একটি করাই চুলায় বসিয়ে তারপর ঘি দিয়ে দিয়েছি । এরপর ঘির ভিতর সেমাই গুলো দিয়ে দিয়েছি । সেমাই আমি একটু ভেঙে নিয়েছি । তারপর সেই এক সাইডে আমি কিসমিস দিয়ে দিয়েছি । কিসমিস গুলো ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি । তারপর সেমাইগুলোকে ভালো করে ঘি এর সাথে ভেজে নিয়েছি ।

20240411_221515.jpg

20240411_221343.jpg20240411_221330.jpg
20240411_221316.jpg20240411_221255.jpg

এরপর আমি দুই লিটার দুধ ভালো করে জ্বাল করে বলক তুলে নিয়েছি । তারপর সেই দুধের ভিতরে ভেজে রাখা সেমাই গুলো দিয়ে দিয়েছি । এরপর অল্প একটু লবণ দিয়েছি । এরপর কিসমিস গুলোও দিয়ে দিয়েছি । মিষ্টি জাতীয় জিনিসের ভিতর লবন না দিলে সেটা খেতে আমার কাছে কেমন পানসে লাগে । তারপর তার ভিতরে একটু পাউডার মিল্ক দিয়েছি ।

20240411_221240.jpg20240411_221228.jpg
20240411_221215.jpg20240411_221202.jpg

এরপর হাফ কাপ কনডেন্সড মিল্ক দিয়েছি। তারপর একটু জ্বাল করে নিয়েছি । তারপর আবার হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে ভালো মতো জ্বাল করে নিচ্ছি । এরপর মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ।

20240411_221145.jpg20240411_221132.jpg

সবকিছু দেওয়া হয়ে গেলে ভালো করে ঘন করে রান্না করে নিতে হবে । এখানে যতক্ষণ পর্যন্ত না ভালোমতো দুধটা একটু ঘন হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিয়েছি । এরপর চুলাটা বন্ধ করে দিয়েছি । তারপর ঢেলে নিয়েছি । দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতে সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল ।

20240411_221117.jpg

20240411_221058.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 months ago 

ঠিক বলেছেন আপু সেমাই অনেকেই শেয়ার করে। কিন্তু একেকজনের সেমাই রান্নার পদ্ধতি একেক রকম। এই সেমাই গুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে অনেক বেশি দুধ দিলে আরো বেশি মজা হয়। আপনি এমনি গুড়া দুধ এবং কনডেন্স মিল্ক দেয়ার কারণে দুধ অনেক বেশি ঘন হয়েছে। কালার দেখে এই বোঝা যাচ্ছে খেতে কতটা মজাদার হয়েছিল।

 3 months ago 

আমি সবসময় কয়েক রকম দুধ দিয়ে মজা করে রান্নার চেষ্টা করি খেতে কিন্তু খুব মজা হয়েছিল ।

 3 months ago 

ঈদ মানে সেমাই হবে না তা কি হয় ৷ দুধ দিয়ে সেমাই রেসেপি দেখে তো জিভে জল এসে গেলো ৷ যা হোক এই রেসেপি টি দেখে ঈদের দাওয়াত নিলাম আর কি ৷ হিহিহিহি
ভালো লাগলো আপু আপনার সেমাই রেসেপি টি দেখে সাথে বেশ চমৎকার করে ধাপ গুলো উপস্থাপন করেছেন ৷

 3 months ago 

তা ঠিকই বলেছেন সেমাই ছাড়া কি জমে উঠে এজন্য সব সময় দুধ সেমাই রান্না করার চেষ্টা করি ।

 3 months ago 

আসলেই ঈদের দিন সেমাই ছাড়া কি আর মিষ্টিমুখ হয়। মজাদার দুধ সেমাই রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন আর রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে তুলে ধরেছেন। অনেক লোভনীয় রেসিপি ছিল আপু তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

কষ্ট করে তৈরি করেছি এজন্য ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ।

 3 months ago 

সেমাই খুব সুস্বাদু একটি খাবার।ঘি দিয়ে ভেজে নিয়ে দুধ ঘন করে জ্বাল করে সেমাই রান্না করলে সত্যি ভীষণ সুস্বাদু হয়।আপনি তেমন ভাবেই করেছেন সেমাই।ভীষণ লোভনীয় লাগছে দেখতে।সেমাই তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে সুস্বাদু সেমাই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

তা ঠিকই বলেছিলাম ঘন করে এবং অনেক বেশি পরিমাণে দুধ ব্যবহার করে সে সেমাই রান্না করলে সেটা খেতে অনেক বেশি মজাদার হয় ।

 3 months ago 

একেবারে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন৷ আসলে গতকাল অনেক ধরনের খাবার খাওয়া হয়েছিল৷ তার মধ্যে সেমাই ছিল অন্যতম৷ আজকে আপনার কাছ থেকে এই সেমাইয়ের রেসিপি দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি এই রেসিপি শেয়ার করেছেন তা একেবারে সুস্বাদু লোভনীয় দেখা যাচ্ছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য৷

 3 months ago 

সত্যিই অনেক লোভনীয় হয়েছিল খুব মজা করেই রান্না করেছিলাম ।

 3 months ago 

অনেক সুন্দর দুধ সেমাই রেসিপিটি তৈরি করেছেন।দেখেই লোভ লেগে যাচ্ছে মনে হয় এখনই উঠিয়ে নিয়ে খেয়ে ফেলি।এত সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আমার আজকের সেমাইটা কিন্তু আপু খুবই মজা হয়েছিল খেতে খুব ভালো লেগেছে ।

 3 months ago 

ঈদ মোবারক আপু। এটা ঠিক বলেছেন, বিভিন্ন রকম সেমাই রেসিপি ঈদের মেইন আকর্ষণ। দুধ সেমাই খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আপনি এত সুন্দর ভাবে দুধ সেমাইয়ের রেসিপিটি তৈরি করেছেন দেখে লোভ লেগে গেল। অনেক ধন্যবাদ আপনাকে দুধ সেমাইয়ের রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনাকেও ঈদ মোবারক আপু । আর দুধ সেমাই খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এজন্য আমি ঈদের সময় অন্য কোন মিষ্টি আইটেম করি না করি দুধ সেমাই অবশ্যই করার চেষ্টা করি ।

 3 months ago 

প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানায়,ঈদ মোবারক আপু।দুধ সেমাই আমার অনেক পছন্দের আপু। আমাদের বাসায়ও কালকে দুধ সেমাই রান্না করছে।ঠিক আপনার মত করে রান্না করছে মনে হয়। যাইহোক আপনি সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা । ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 3 months ago 

ঈদের মধ্যে সেমাই না খেলে কেনো জানি ভালোই লাগে না। দুধ সেমাই খেতে ভীষণ সুস্বাদু লাগে। আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন। বেশি করে দুধ দিয়ে দুধ সেমাই রান্না করলে জমিয়ে খাওয়া যায়। আপনার রেসিপি পোস্ট দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 3 months ago 

তা ঠিক বলেছেন আমার কাছেও মনে হয় যত বেশি দুধ দিব খাবারটা তত বেশি সুস্বাদু হবে ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64542.61
ETH 3460.20
USDT 1.00
SBD 2.51