আলু বেগুন দিয়ে শিং মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1698075443906.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । নতুন নতুন রেসিপি শেয়ার করতে ভালো লাগে । আজকে আমি শিং মাছের মজাদার রেসিপি শেয়ার করব । শিং মাছ আমার কাছে খেতে খুবই ভালো লাগে । আমি তো বেশিরভাগ সময় বাসায় শিং মাছ রেখে থাকি । শিং মাছ খেতে মজা লাগে অল্প কাটা থাকার কারণে খেয়েও আরাম । শিং মাছ বিশেষ করে আলু দিয়ে ভুনা করে রান্না করলে এবং আলু ও বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে । আমি বেশিরভাগ সময় আলু দিয়ে রান্না করি আবার আলু বেগুন দিয়েও আমি এভাবে করেও রান্না করি । একটু ঝোল ঝোল রাখি কারণ ঝোল খেতে আমার ছেলে এবং ছেলের বাবা দুজনই খুব পছন্দ করে যার কারণে আমি সবসময় একটু ঝোল রাখি । আজকে আমি মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

শিং মাছ
আলু
বেগুন
পেঁয়াজ
মরিচ
আদা বাটা
পেঁয়াজ বাটা
রসুন বাটা
হলুদের গুঁড়া
জিরার গুঁড়া
লবণ
তেল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

PhotoEditorPro_1698075510151.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231023_213703.jpg20231023_213652.jpg
20231023_213630.jpg20231023_213619.jpg

প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি । তারপর আলু বেগুন গুলো কেটে ধুয়ে নিয়েছি । এরপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে তেল দিয়ে দিয়েছি এবং তেলের ভিতরে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ গুলো দিয়ে দিয়েছি । হালকা বাদামি হয়ে গেলে তার ভিতরে সব বাটা মসলা ও গুঁড়া মশলা গুলো দিয়ে দিয়েছি ।

20231023_213607.jpg20231023_213555.jpg
20231023_213544.jpg20231023_213532.jpg

মসলাগুলো দিয়ে সুন্দরভাবে বেশ খানিকটা সময় লাল লাল করে কষিয়ে নিয়েছি । তারপর তার ভেতরে মাছগুলো দিয়ে দিয়েছি । মাছগুলো মসলার সাথে নেড়েচেড়ে আরো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাছগুলো ভালোমতো কষানোর জন্য ।

20231023_213519.jpg20231023_213506.jpg
20231023_213452.jpg20231023_213441.jpg

এরপর মাছ কষানো হয়ে গেলে মাছগুলো একটা বাটিতে তুলে নিয়ে ওই মসলার ভিতরে বেগুন ও আলুগুলো দিয়ে দিয়েছি ।তারপর নেড়েচেড়ে আরো একটু পানি দিয়ে আলু ও বেগুন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি । এরপর ঢাকনা খুলে দেখব যে সবজি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবং পানিটা অনেকটা টেনে এসেছে ।

20231023_213429.jpg20231023_213415.jpg
20231023_213402.jpg20231023_213342.jpg

এরপর আলু বেগুনের ভিতরে কষানো মাছগুলো দিয়ে দিয়েছি । তারপর হালকা হাতে একটু নেড়ে চেড়ে মাছ রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি । আমি যেহেতু মাছের ঝোল রাখবো এজন্য পানিটা একটু বেশি দিয়েছি । তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি । এরপর পানিটা অনেকটা কমে আসলে তার ভিতরে জিরার গুড়া দিয়ে আরও একটু সময় রান্না করে নিয়েছি । তারপর রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়েছি ।

20231023_213323.jpg


এরপর একটা বাটিতে ঢেলে নিয়েছি গরম গরম পরিবেশন করার জন্য । শিং মাছ কিন্তু এভাবে আলু বেগুন দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল করে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে । আপনারা চাইলে রান্না করে দেখতে পারেন ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

আমরা সকলেই এমন মাছ পছন্দ করি যেই মাসে কাটার সংখ্যা অনেক বেশি কম। যেহেতু পাঙ্গাস মাছের কাটার সংখ্যা নেই বললেই চলে তাই পাঙ্গাস মাছ আমার কাছে সব থেকে বেশি পছন্দের। আপনার এই শিং মাছ রান্নার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল বিশেষ করে এই রেসিপিটি যদি আলু দিয়ে রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

পাঙ্গাস মাছ তো আমি খাই না সেই কবে খেয়েছি তাও মনে নাই । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 10 months ago 

বেশ চমৎকার লোভনীয় একটি রেসিপি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপু। আপনার এই লোভনীয় রেসিপিটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যা বলে বোঝানো সম্ভব নয়। তবুও এ কথা সত্য শিং মাছ যেন বাঙালির প্রিয় একটি মাছ। যা গ্রাম বাংলার যেখানে সেখানে সবসময় পাওয়া যায়। যাইহোক প্রিয় মাছের সুন্দর রেসিপিটা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

আমার রেসিপিটা আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ।

 10 months ago 

আলু আর বেগুন দিয়ে অনেক লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। অনেকদিন শিং মাছ খাওয়া হয় না আজকে আপনার শেয়ার করার শিং মাছের রেসিপি দেখে আবার খেতে ইচ্ছে করছে। লোভনীয় এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অনেকদিন খান্না তাহলে বাজারে যান ঝটপট কিনে নিয়ে আসেন আর ঝটপট রান্না করে খেয়ে ফেলেন ভালো লাগবে ।

 10 months ago 

আলু বেগুন দিয়ে শিং মাছের বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু শিং মাছের দারুণ একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আলু বেগুন দিয়ে শিং মাছের তরকারিটি খেতে ভালো লাগে আপু এজন্য সুন্দরভাবে রান্না করার চেষ্টা করেছি ।

 10 months ago 

শিং মাছ আমার অনেক পছন্দের মাছ৷ আর আজকে আপনার কাছ থেকে শিং মাছের এরকম একটি রেসিপি দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি । এই রেসিপি তৈরির জন্য আপনি যে উপকরণগুলো ব্যবহার করেছেন আমিও এই উপকরণগুলো ব্যবহার করে এরকম একটি রেসিপি তৈরি করার চেষ্টা করব৷

 10 months ago 

এভাবে রান্না করে খেয়ে খেলে অনেক ভালো লাগে খেতে ।

 10 months ago 

শিং মাছ বেশ উপকারি একটা মাছ। এটা শরীরে রক্ত উৎপাদন করে। সঙ্গে সঙ্গে অনেক সুস্বাদুও হয়ে থাকে। আলু এবং বেগুন দিয়ে শিং মাছের রেসিপি টা বেশ চমৎকার তৈরি করেছেন। রেসিপি টা বেশ লোভনীয় ছিল। পাশাপাশি রেসিপি টা অনেক সুন্দর উপস্থাপন এবং পরিবেশন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 10 months ago 

এটা অনেক উপকারী মাছ । এটাকে আমি রোগীর মাছ বলে থাকি । কারণ কেও অসুস্থ হলে এই মাছটা বেশি পরিমাণে খেতে দেওয়া হয়ে থাকে ।

 10 months ago 

আপনার রেসিপি দেখে তো আমার জিহ্বায় পানি চলে এসেছে। আপনি খুব সুন্দর আলু বেগুন দিয়ে শিং মাছের রেসিপি তৈরি করেছেন। আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 10 months ago 

শিং মাছ এভাবে আলু বেগুন দিয়ে রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে । এজন্য মাঝে মাঝে আমি এভাবে করে রান্না করি ।

 10 months ago 

শিং মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আলু বেগুন দিয়ে শিং মাছের মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপি টি দেখে লোভনীয় লাগছে। রান্না করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 10 months ago 

আসলে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল । এজন্য সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করে ধরার চেষ্টা করেছি ।

 10 months ago 

শিং মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি আলু এবং বেগুন দিয়ে খুব সুন্দর করে শিং মাছের রেসিপি করেছেন। তবে আলু এবং শিং মাছ দিয়ে অনেকবার রান্না করে খেয়েছি। তবে আপনার রেসিপি কালার দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ হয়েছে খেতে। এই কারণে ছেলে এবং ছেলের বাবা খুব মজা করে খেয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি সম্পূর্ণ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

কালার যেমন সুন্দর খেতেও অনেক মজা হয়েছিল । আর এভাবে আলু বেগুন দিয়ে আমি বেশিভাগ সময় রান্না করে খাই ।

 10 months ago 

শিং মাছ যেমন উপকারী মাছ, তেমনি খেতেও ভীষণ মজার।ভুনা কিংবা ঝোল সব রকমই খেতে ভালো লাগে।আপনি আলু আর বেগুন দিয়ে রান্না করলেন।রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 10 months ago 

আমি ভোনা তরকারির থেকে ঝোল তরকারি খেতে বেশি পছন্দ করি । সবজি দিয়ে সেটাই আমার বেশি খাওয়া হয় ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60315.45
ETH 2606.97
USDT 1.00
SBD 2.53