লাচ্ছা সেমাই এর বরফি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।

আজ আমি আপনাদের সাথে আরো একটি মজাদার রেসিপি শেয়ার করব। আর সেটি হলো লাচ্ছা সেমাই দিয়ে বরফি তৈরি। বেশিরভাগ লোকই সেমাই দুধ দিয়ে রান্না করে খাই কিন্তু আমার কাছে এই লাচ্ছা সেমাই দুধ দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না। তাই আমি এটা এভাবে বরফি বানিয়ে খাই।এটা বাইরে ৭ দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। তাই ভাবলাম আমার এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

Polish_20210809_224401691.jpg

উপকরণপরিমাণ
লাচ্ছা সেমাই২০০গ্রাম
ঘি২টেবিল চামচের একটু বেশি
কনডেন্সড মিল্ক১কৌটার অর্ধেক
পাউডার মিল্ক২টেবিল চামচ
কাজু বাদাম১০-১২টা
এলাচ২টা
জর্দার রং১/২চা চামচ

Polish_20210809_224609028.jpg

প্রস্তুত প্রণালী:

IMG20210809194451.jpg

প্রথমে চুলাই একটি করাই বসিয়ে হালকা গরম হলে তাতে ঘি দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে এখানে করাই ও ঘি বেশি গরম করা যাবে না । তাতে সেমাই পুড়ে যেতে পারে। আমি প্রথম থেকেই চুলার জাল লোতে রেখেছি।

IMG20210809194516.jpg

ঘি হালকা গরম হলে তার ভিতরে আমি সেমাই টা ঢেলে দিয়েছি।

IMG20210809194712.jpg

সেমাইটা একটু নেড়েচেড়ে তার ভিতরে আমি জর্দার রং দিয়ে দিয়েছি।

IMG20210809194749.jpg

সেমাইটা আরো কিছু সময় ভাজা হলে তার ভিতরে কাজু বাদাম দিয়ে দিয়েছি।

IMG20210809194839.jpg

কাজু বাদাম দিয়ে আরো কিছু সময় ভেজে নিয়েছি।

IMG20210809194919.jpg

ভালোমত ভাজা হয়ে গেলে তার ভিতরে পাউডার মিল্ক দিয়ে দিয়েছি।

IMG20210809194839.jpg

IMG20210809195104.jpg

পাউডার মিল্ক দিয়ে একেবারে সেমাইটাকে মুচমুচে করে ভেজে তার ভিতরে কনডেন্সড মিল্ক দিয়ে দিয়েছি। সেমাইটা একটু সময় নিয়ে মুচমুচে করেই ভাজতে হবে।

IMG20210809195217.jpg

IMG20210809195335.jpg

কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে নাড়তে যখন এভাবে আঠালো হয়ে দলা পাকানো যাবে তখন বুঝতে হবে আমার সেমাইটা হয়ে গেছে।

IMG20210809195427.jpg

এখানে সেমাইটা আমি একটি ট্রেতে ঢেলে নিয়েছি।

IMG20210809195623.jpg

এখানে আমি কুকি কাটার দিয়ে বরফি আকারে বানিয়ে নিচ্ছি। কুকি কাটারের সাথে একটু ঘি মাখিয়ে নিতে হবে যাতে লেগে না যায়। আর যদি কুকি কাটার না থাকে তাহলে একটা কৌটার মুখে করে বা ট্রেতে ঢেলে বরফি আকারে কেটে নেওয়া যায়।

IMG20210809201049.jpg

ব্যাস তৈরি হয়ে গেল আমার সেমাই এর বরফি।এটা এভাবে বাইরে রেখে ৬-৭ দিন পর্যন্ত খাওয়া যায়।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালই লাগলে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

আমার তো দেখেই জিভে জল চলে আসছে খুবই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপিটি অসাধারণ ছিল অসাধারণ কালার হয়েছে দেখেই অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

শুভ কামনা আপু।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু।সেমাই আমার খুব প্রিয়।আর রেসিপিটি দেখে লোভ লেগে গেল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর হয়েছে রেসিপি টা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব টেস্টি এবং সুস্বাদু রেসিপি। দারুন হয়েছে আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যা দেখেই জিবে জল চলে আসলো, এইডা কিছু হলো, হে হে হে
খুব সুন্দর করে বানিয়েছেন, আমিও পছন্দ করি এগুলো। তবে সব সময় বাড়ীতে বানানো হয় না, বিশেষ করে ঈদের আগে পরে বানানো হয়। ধন্যবাদ রেসিপিটি সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই সুন্দর একটি রেসিপি।আমিও চেষ্টা করে দেখবো।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

অসাধারণ,খুব সুন্দর হয়েছে আপু।সেমাই আমার খুব প্রিয়।আর রেসিপিটি দেখে লোভ লেগে গেল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43