এসো নিজে করি কাগজ দিয়ে আপেল তৈরি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম



আজ আমি কোন রান্নার পোস্ট নিয়ে আসেনি। আজ এসেছি কাগজ দিয়ে কিভাবে আপেল তৈরি করা যায় তাই আপনাদেরকে দেখাতে। কাগজ দিয়ে অনেক কিছু বানানো যায় একটু সময় নিয়ে চেষ্টা করলেই হয়। ইদানিং সময় মত পোস্ট দিতে পারছিনা কারন আমার বাচ্চাটার শরীরটা একটু খারাপ। একটু ঠান্ডা কাশি আর কি। সবসময় আমার সাথেই থাকে ।একটা কিছু বানাতে গেলে অনেক সময় নিয়ে বানাতে হয়। আজ তিনদিন ধরে একটু একটু করে এ আপেলটা কাল রাত একটা পর্যন্ত বসে বানিয়েছে বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পরে। বানানোর পর আমার কষ্টটা সার্থক হয়েছে আপেলটা দেখতে একেবারে সত্যিকারের আপেলের মতই হয়েছে। সকালবেলা আমার বাচ্চা ঘুম থেকে উঠলে ওকে জিজ্ঞেস করলাম বাবা বলতো এটা কি ও দেখেই চিনতে পেরেছে বলে একটা অ্যাপল। তাতেই বুঝে গেছি যে এটা আপেলই হয়েছে। আমার বাচ্চা বলে মা আমি ঘুমিয়ে গেলে তুমি আমার জন্য একটা প্লেন বানিয়ে দিও। ও বোঝে যে ও জেগে থাকলে আমি কিছু বানাতে পারবো না। তাই আমি আমার অনেক সময় নিয়ে ও কষ্ট করে বানানো আপেলটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক।

Polish_20211004_011910136.jpg

প্রয়োজনীয় উপকরণ:



. রঙিন কাগজ
.কাঁচি
. পেন্সিল
.কাঠি
.স্কেল
.আঠা

IMG20211001231652.jpg

প্রস্তুত প্রণালী:



১ম ধাপ

IMG20211001231756.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের একটি রঙিন কাগজ নিয়ে ৭ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার করে কেটে নিয়েছি।

২য় ধাপ

IMG20211001231822.jpg

তারপর চওড়া পাশ থেকে মাঝখান থেকে একটা ভাজ দিয়েছি।

৩য় ধাপ

IMG20211001231925.jpg

তারপরে এভাবে আপেলের শেপ দিয়ে একে নিয়েছি।

৪র্থ ধাপ

IMG20211001232014.jpg

তারপর কেচি দিয়ে কেটে নিয়েছি।

৫ম ধাপ

IMG20211001232020.jpg

খোলার পর দেখতে এমন হয়েছে।

৬ষ্ঠ ধাপ

IMG20211003234035.jpg

এভাবে আমি একে একে ৩৬ পিস কেটে নিয়েছি।

৭ম ধাপ

IMG20211003234105.jpg

৮ম ধাপ

IMG20211003235415.jpg

তারপরে প্রতিটা পিছ এভাবে ভাঁজ করে নিয়েছি।

৯ম ধাপ

IMG20211003235514.jpg

তারপর ভাঁজ খুলে প্রতিটা ভাঁজে এভাবে ৫ পর্যন্ত নাম্বার দিয়ে নিয়েছি।

১০ম ধাপ

IMG20211003235538.jpg

তারপর ২ও ৪ নম্বরে এভাবে আঠা লাগিয়ে নিয়েছি ।আঠা লাগিয়ে আবার ভাঁজ দিয়ে ওটাকে লাগিয়ে দিয়েছি। এভাবে প্রতিটা পিছে আমি আঠা লাগিয়ে নিয়েছি।

১১তম ধাপ

IMG20211004000442.jpg

তারপর ভাজ দেওয়ার পরে আবার নাম্বার দিয়ে নিয়েছি।

১২তম ধাপ

IMG20211004000627.jpg

১৩তম ধাপ

IMG20211004002328.jpg

তারপর ১,৩ ও ৫ নাম্বারে আঠা দিয়ে এভাবে প্রতিটা পিছ একটার ওপর একটা লাগিয়ে নিয়েছি।

১৪তম ধাপ

IMG20211004002401.jpg

১৫তম ধাপ

IMG20211004002407.jpg

সবগুলোতে আঠা লাগানো হয়ে গেলে এভাবে হাত দিয়ে খুলে শেষটাকে টেনে এভাবে দুইপাশ লাগিয়ে দিতে হবে।

১৬তম ধাপ

IMG20211004002932.jpg

দেখুন লাগানোর পর দেখতে এমন হয়েছে।

১৭তম ধাপ

IMG20211004003141.jpg

১৮তম ধাপ

IMG20211004003255.jpg

তারপর ছোট আর এক পিছ হলুদ কাগজ নিয়ে এভাবে আমি পাতা বানিয়ে নিয়েছি।

১৯তম ধাপ

IMG20211004003613.jpg

তারপর একটা কাঠি নিয়ে কাঠির সাথে কালো রঙের টেপ লাগিয়ে পাতাটাকে লাগিয়ে দিয়েছি।

২০তম ধাপ

IMG20211004003701.jpg

২১তম ধাপ

IMG20211004003719.jpg

তারপর ওই ফাকার ভিতর কাঠি টাকে বসিয়ে দিয়েছি।

২২তম ধাপ

IMG20211004003801.jpg

ব্যাস আমার আপেল এখন খাওয়ার জন্য এখন একদম তৈরি।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc
@rme

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

শুধু একটা শব্দই বলবো
"অপূর্ব !"

সত্যি অসাধারণ হয়েছে, প্রতিভা আছে মানতেই হবে ম্যাডামের ।

 3 years ago 

সত্যিই দাদা আমিই মুগ্ধ হয়ে গেছে যে আমার আপেলটি আপনার কাছে অপূর্ব লেগেছে।আমার বানানো তাহলে সার্থক হয়েছে। আপনাকে কোটি কোটি ধন্যবাদ দাদা আমাকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি কাগজের তৈরি আপেল বানিয়েছেন। সত্যি দারুন হয়েছে আপেল টি। কোন তুলনা হবেনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ওয়াও আপু খুব সুন্দর একটি আপেল বানিয়েছেন! আপেল দেখে আমার খেতে খুব ইচ্ছা করতেছে! আমার জন্য আপেলটি কুরিয়ার করে পাঠিয়ে দেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

এখন তো রাত হয়ে গেছে তাই কুরিয়ার করতে পারলাম না অন্য কোন দিন। অনেক ধন্যবাদ আপনাকে।

Hi, @tauhida,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 3 years ago 

Thank you so much

 3 years ago 

কাগজ দিয়ে আমিও অনেক সময় অনেক কিছু বানিয়েছি। কখনো আপেল কোন ফল জাতীয় কিছু বানানো হয়নি। অনেক সুন্দর করে বানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এমন ক্রিটিভ জিনিস শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।

আপু অনেক সুন্দর একটি কাগজ দিয়ে আপেল তৈরি করেছেন। সত্যিই অনেক ভালো হয়েছে আপনার আপেল তৈরি। আপনার প্রতিভার জন্য প্রশংসা করেও শেষ করতে পারবো না। শুভেচ্ছা ও অভিনন্দন অবিরাম।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

এক কথায় অসাধারণ, ভাষা খুঁজে পাচ্ছিনা কি বলবো, একে বারে রিয়েল আপেলের শেপ, কোন ত্রুতি নেই। শুভকামনা রইল তোমার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে

 3 years ago 

অনেক গুণে গুণান্বিত আপনি। তারমধ্যে আপনার হাতের কাজ টি অসম্ভব ভালো হয়েছে। আপেলটি দারুন নিপুনতার সাথে বানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago (edited)

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার বাংলা ব্লগ এসো নিজে করিযদি এই উদ্যোগটি না নিত এবং উঠানে আমাদের পোস্ট করার জন্য সুযোগ করে না দিত হয়তো আমরা অনেকেই অনেক কিছু থেকে বঞ্চিত থাকতাম। সুতরাং অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কে এই প্রজেক্ট তৈরি করার জন্য।

সত্যিই অসাধারণ হয়েছে আপু

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার হাতে তো দেখছি জাদু আছে।
আমিও না এমন কিছু কাজ করতে চাই কিন্তু কি হয় জানেন আমার হচ্ছে কি পুরোটাতেই গাম লেগে যায়। আমি আরেকবার চেষ্টা করব।
অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি আপেল বানানোর প্রসেস শেয়ার করার জন্য।

 3 years ago 

আস্তে আস্তে চেষ্টা করবেন হয়ে যাবে। গাম একটু কম করে দিবেন তাহলে আর লেগে যাবে না।অনেক ধন্যবাদ সুন্দর করে মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51