DIY PROJECT : এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় কমিউনিটির সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজ আমি আবার@rme দাদার এসো নিজে করি DIY PROJECT এ অংশগ্রহণ করতে যাচ্ছি। সপ্তাহব্যাপী এ আয়োজনটা করায় একদিক দিয়ে ভালো হয়েছে প্রতিদিন আমি কিছু না কিছু তৈরি করার একটা সুযোগ পাচ্ছি। আজ আমি আপনাদের সামনে এসেছি কাগজ দিয়ে একটা ফুল বানিয়ে দেখাতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ।চলুন তাহলে শুরু করা যাক।

Polish_20211012_182248593.jpg

প্রয়োজনীয় উপকরণ



.১টি সাদা কাগজ
.১টি লাল কলম
.১টি সবুজ কলম
.১টি নীল কলম
.১টি কালো কলম
.১টি পেন্সিল
.১টি আঠা
.১টি কম্পাস

Polish_20211012_231043635.jpg

প্রস্তুত প্রণালী

১ম ধাপঃ

IMG20211010000643.jpg

প্রথমে এ ফোর সাইজের একটি সাদা কাগজ নিয়ে এভাবে কম্পাস দিয়ে একটা বৃত্ত এঁকে নিয়েছি।

২য় ধাপঃ

IMG20211010001206.jpg

তারপর বৃত্ত অনুযায়ী কাগজ কেটে নিয়েছি তারপর মাঝখান থেকে একটা ভাঁজ দিয়েছি।

৩য় ধাপঃ

IMG20211010001220.jpg

কাগজটাকে এভাবে পরপর তিনটা ভাঁজ দিয়ে নিয়েছি।

৪র্থ ধাপঃ

IMG20211010001259.jpg

পেন্সিল দিয়ে এভাবে দাগ দিয়ে নিয়েছি।

৫ম ধাপঃ

IMG20211010002053.jpg

দাগ অনুযায়ী কাগজ কেটে নিয়েছি।

৬ষ্ঠ ধাপঃ

IMG20211010002542.jpg

তারপর এভাবে মাথার কাছ থেকে কোনো করে একটু কেটে ডিজাইন করে নিয়েছি। একটা সাইডে একটু কেটে নিয়েছি।

৭ম ধাপঃ

IMG20211010002644.jpg

৮ম ধাপঃ

IMG20211010002725.jpg

ওই কাটা অংশ ধরে পেঁচিয়ে নিয়েছি। তারপর একটা কোনায় আঠা লাগিয়ে এভাবে একটা ফুল বানিয়ে নিয়েছি।

৯ম ধাপঃ

IMG20211010002836.jpg

১০ম ধাপঃ

IMG20211010002947.jpg

ফুলের মাঝখানে এভাবে লাল কালির কলম দিয়ে দাগ দিয়ে একটু রঙিন করে নিয়েছি।

১১তম ধাপঃ

IMG20211010004205.jpg

সবগুলো ফুল আমি বিভিন্ন কলম দিয়ে দাগ দিয়ে এভাবে রঙিন করে নিয়েছি।

১২তম ধাপঃ

IMG20211010004346.jpg

১৩তম ধাপঃ

IMG20211010004408.jpg

১৪তম ধাপঃ

IMG20211010004506.jpg

এ পর্যায়ে আমি সবুজ কালারের একটা লম্বা কাগজ নিয়ে উপরে দেখানো ছবির মত এভাবে কোনা করে ভাঁজ করে একটা কাঠির মত বানিয়ে নিয়েছি।

১৫তম ধাপঃ

IMG20211010005311.jpg

তারপর সবুজ কালারের একটা কাগজ নিয়ে এভাবে দুইটা পাতা কেটে নিয়েছি।

১৬তম ধাপঃ

IMG20211010005547.jpg

১৭তম ধাপঃ

IMG20211010010213.jpg

তারপর আঠা দিয়ে আমি প্রতিটা ফুল ও পাতা দুটো কাঠির সাথে এভাবে লাগিয়ে নিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল কাগজ দিয়ে বানানো আমার সুন্দর একটি ফুল ।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc
@rme

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  

বাহ আপু অনেক সুন্দর একটা ফুল বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে। আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। ফুলটি ডেসিনে বা টিভি স্টান্ডে রাখলে অনেক সুন্দর দেখা যাবে। সত্যি আপনার অনেক প্রতিভা রয়েছে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

শিক্ষা কখনো বিফলে যায়না!! খুব সুন্দর করে আপনি কাটা কম্পাসের সাহায্যে আপনার ক্রিয়েটিভ চিন্তাধারা গুলোকে আমাদের সামনে উপস্থিত করলেন। চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিলেন সাথে

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি এত সুন্দর ফুল বানাতে পারেন। আর দেখে খুব ভালো লাগলো। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্ট অনেক সুন্দর ছিলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি ভাইয়া না আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার কাগজের তৈরি ফুল গুলো খুবই সুন্দর হয়েছে। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। ধাপে ধাপে আপনার উপস্থাপনা টিও খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার কাগজের তৈরি ফুল গুলো খুবই সুন্দর হয়েছে আপু। আমার কাছে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। ধাপে ধাপে আপনি উপস্থাপনা করছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের সঠিক ব্যবহার দেখতে আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আপনার ফুল গুলো অনেক বেশি ভালো হয়েছে আর আপনি যে ফুলের পাপড়ি গুলো কেটেছেন একদম সঠিক মাপে কেটেছেন। যা দেখতে আরো বেশি নান্দনিক লাগছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে।যাই হোক সব মিলিয়ে আপনার পোস্ট অনেক সুন্দর ছিলো। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার বানানো ফুল গুলো খুবই সুন্দর হয়ছে। উপস্থাপনাও ভালো হয়ছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন আপু। এই ফুলটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম। প্রচুর সময় প্রয়োজন হয়। আপনি ধৈর্যের সাথে অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন সেই সাথে ভালো উপস্থাপন ও করেছেন।শুভেচ্ছা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর ডাই করছেন আপু...শুভকামনা আপু💓💓

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64506.46
ETH 3417.81
USDT 1.00
SBD 2.50