একটি কলসের ম্যান্ডেলা আর্ট,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আজ আমি অনেকদিন পরে একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। বেশ কিছুদিন হল আমি ম্যান্ডেলা আর্টগুলো করিনা আজ অনেকদিন পরে একটি ছোট্ট আর্ট করতে বসেছি ।আর সেটি করেই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সবাই প্রতিদিন অনেক নতুন নতুন সুন্দর সুন্দর আর্ট দেয় সেগুলো দেখতে খুবই ভালো লাগে। তাই আমিও চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করার ।আজ আমি যে আর্টটি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আর্টটি এখন আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা আর্টটি শুরু করি।



Polish_20220124_214027779.jpg

0101010.png

প্রয়োজনীয় উপকরণ:

0101010.png

  • রঙিন কাগজ
    • পেন্সিল
  • কলম
    • স্কেল
  • রাবার
  • 0101010.png

    প্রস্তুত প্রনালী:

    0101010.png

    20220123_220642.jpg20220123_220732.jpg

    0101010.png

    প্রথমেই স্কেল দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি তারপর দাগের দুইপাশে কলসের শেপ দিয়ে নিয়েছি।

    0101010.png

    20220123_220936.jpg20220123_221035.jpg

    0101010.png

    তারপর একটা কলস পুরোপুরি এঁকে নিয়েছি এবং কলস এর উপরে ও নিচে পেন্সিল দিয়ে ছোট ছোট দুটো করে দাগ দিয়েছি এবং মাঝখানে রাবার দিয়ে মুছে দিয়েছি।

    0101010.png

    20220123_221127.jpg20220123_221300.jpg

    0101010.png

    এ পর্যায়ে মাঝখানে বাঁকা করে তিনটি দাগ দিয়েছি এবং এক পাশে ছোট্ট করে ফুল আঁকা শুরু করেছি।

    0101010.png

    20220123_221727.jpg20220123_221904.jpg

    0101010.png

    এরপর সাইডে তিনটি ফুল এঁকে নিয়েছি এবং কালো কলম দিয়ে কলসের চারপাশে দাগিয়ে নিয়েছি।

    0101010.png

    20220123_222152.jpg20220123_222423.jpg

    0101010.png

    ফুল তিনটা কাল কলম দিয়ে দাগিয়ে দিয়েছি এবং মাঝখানে ছোট ছোট করে দাগ দিয়ে দিয়েছি এরপর নিচের অংশটুকু কলম দিয়ে কালো করে দিয়েছি।

    0101010.png

    20220123_222526.jpg20220123_222950.jpg

    0101010.png

    এরপর নিচের অংশ থেকে ডিজাইন করা শুরু করেছি আমার নিচের অংশটা পুরোপুরি ডিজাইন করা হয়ে গিয়েছে।

    0101010.png

    20220123_223256.jpg20220123_223515.jpg

    0101010.png

    এরপর আমি মাঝের অংশটুকু ডিজাইন করে নিয়েছি।

    0101010.png

    20220123_223627.jpg20220123_223659.jpg

    0101010.png

    এ পর্যায়ে ছোট ছোট দুটো চিকন দাগ রয়েছে সেগুলোকে কলম দিয়ে গাঢ় করে দিয়েছি এবং মাঝখানে ছোট ছোট করে দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি।

    0101010.png

    20220123_224011.jpg20220123_223816.jpg

    0101010.png

    তারপর উপরের অংশটুকু পুরোটা ডিজাইন করে নিয়েছি।

    0101010.png

    20220123_224038.jpg

    0101010.png

    সবশেষে উপরে মুখের কাছে যে ছোট দাগ দেওয়া হয়েছিল সেই দাগ এর মাঝখানে কলম দিয়ে কালো করে দিয়েছি এবং ফুলগুলোকে চারপাশ দিয়ে দাগিয়ে কালো করে দিয়েছি ।ব্যাস আমার কলস আঁকা হয়ে গিয়েছে।

    0101010.png

    আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

    ফটোগ্রাফার@tauhida
    ডিভাইসsamsung galaxy s8plus

    ধন্যবাদ

    @tauhida

    আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

    logo.gif

    @tauhida

    0101010.png

    2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

আপনিতো কলসের অসাধারণ ম্যান্ডেলা করলেন। কলস টাকে দেখতে একেবারে সত্যি কারের কলসের মতো মনে হচ্ছে। আমার কাছে তো কলসের ছোট ছোট ফুল অংকন টা অনেক ভাল লেগেছে। এমনিতে এইগুলা করতে অনেক সময় লেগে যায়। তেমনি আপনার ম্যান্ডেলা তা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ম্যান্ডেলা আর্ট এর ছোট ছোট ডিজাইনগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমিও শুধু দেখে যাচ্ছি নিজের কাছে খুব ভালো লাগে চিন্তা করছি আমারও একটু চর্চা করার দরকার এই অংকন এর বিষয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

হ্যা ভাইয়া চর্চা করা শুরু করে দিন সহজেই পেরে যাবেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর একটি কলসের মান্ডালা চিত্রঅঙ্কন করেছেন। খুবই সুন্দর হয়েছে। আপনার এই চিত্রাংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকদিন আগে এই চিত্রাংকনটি আমিও করেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

অসাধারন একটা ম্যান্ডেলা আর্ট দেখলাম। এমন কলসের মত ছোট ছোট ফুলদানিও বেশ লাগে দেখতে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে দিদি আপনার আর্ট। খুব সময় নিয়ে করেছেন বোঝাই যাচ্ছে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু কলসের মতো ছোট ফুলদানি দেখতে ভালোই লাগে।অনেক ধন্যবাদ আপনাকে।

বাংলা গ্রামের ভাষায় কলসির ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। আপনার আর্টটা সত্যিই নিখুদ হয়েছে। মাঝে বড় যে ফুলটা আর্ট করেছেন সেটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আপু।আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

দিদি খুব সুন্দর হয়েছে কলসের ম্যান্ডেলা আর্টটি। বোঝাই যাচ্ছে অনেক ধৈর্য্য সহকারে অঙ্কনটি করেছেন। পুরো কাজটি অনেক নিখুঁত হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কলসের ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ আপনার আঁকানো কলস এর মধ্যে ম্যান্ডেলাটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর্ট এর মধ্যে যেকোনা ম্যান্ডেলা তৈরি করতে অনেক সময় লাগে। তার জন্য নিজের মনের ভিতর ধের্য থাকতে হয়। ঠিক তেমনি করে আপনি আমাদের সামনে একটি সুন্দর ম্যান্ডেলা উপস্থাপন করেছেন। এত সুন্দর ম্যান্ডেলা আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

অনেক ধের্য ও সময় নিয়েই এঁকেছি।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67947.42
ETH 3264.67
USDT 1.00
SBD 2.66