ইলিশ মাছ ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।

আজ আমি আপনাদের সাথে আরো একটি মজার রেসিপি শেয়ার করতে চলে এলাম।আর সেটা হলো ইলিশ মাছ ভুনা। ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নাই বললেই চলে।আমারতো খুবই পছন্দ ইলিশ মাছ। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই মজা লাগে। চলুন তাহলে শুরু করি।

Polish_20210804_190504251.jpg

উপকরণপরিমাণ
ইলিশ মাছ৬পিছ
কাটা পেঁয়াজ১/২কাপ
মরিচ৩পিছ
আদা বাটা১/২চা চামচ
পেঁয়াজ বাটা৪টেবিল চামচ
রসুন বাটা১/২ চা চামচ
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মত
মরিচের গুঁড়া১/২চা চামচ
হলুদের গুঁড়া১/২চা চামচ
ধোনিয়ার গুঁড়া১/২ চা চামচ
জিরার গুঁড়া১/২চা চামচ

Polish_20210804_190630335.jpg

প্রস্তুত প্রণালী:

IMG20210804134704.jpg

প্রথমে আমি আমার পরিমাণমত ইলিশ মাছ নিয়েছি।
IMG20210804134811.jpg
ইলিশ মাছ গুলো ভালোমত ধুয়ে পরিষ্কার করে তাতে হলুদ ও লবণ দিয়ে দিয়েছি।

IMG20210804134957.jpg

হলুদ ও লবণ দিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়েছি।

IMG20210804134725.jpg

চুলায় একটি করাই বসিয়ে তাতে পরিমাণমত তেল দিয়েছি।

IMG20210804135243.jpg

তেল ভালো মতো গরম হয়ে আসলে তাতে মাছগুলো দিয়ে দিয়েছি।

IMG20210804135750.jpg

মাছগুলো এভাবে বাদামি করে ভেজে নিয়েছি।

IMG20210804135842.jpg

মাছগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়েছি।

IMG20210804140027.jpg

তারপর ওই তেলের ভিতরে কাটা পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি।

IMG20210804140227.jpg

মরিচ ও পেঁয়াজ এভাবে বাদামি করে ভেজে নিয়েছি।

IMG20210804140253.jpg

মরিচ ও পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে তার ভিতরে আদা বাটা ,পেঁয়াজ আদা ও রসুন দিয়ে দিয়েছি।

IMG20210804140310.jpg

IMG20210804140357.jpg

বাটা মশলা গুলো ভাল মতো একটু নাড়াচাড়া দিয়ে তাতে হলুদ, লবন, ধনিয়া ও মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি।

IMG20210804140429.jpg

IMG20210804140500.jpg
মশলাটা ভুনা হয়ে গেলে তাতে অল্প একটু পানি দিয়ে দিয়েছি।

IMG20210804140512.jpg

মশলা গুলো ভালোমত ভুনা হয়ে গেলে তার ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। একটা বলক আসলে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি।

IMG20210804140716.jpg

IMG20210804140716.jpg

মাছগুলো দিয়ে আরো কিছ সময় জাল করে নিয়েছি যতক্ষণ না পানিটা শুঁকিয়ে আসে। ব্যাস আমার মাছ ভুনা রান্না হয়ে গেছে।এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি।
IMG20210804151250.jpg
এখানে আমি এটা একটা বাটিতে তুলে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করতে হবে।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc-

@rme

@amarbanglablog

@black

@rex-sumon

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

দারুণ হয়েছে আপু।ইলিশ মাছ আমার খুব প্রিয়।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

ইলিশ মাছ ভেজে রান্না করলে তরকারিটা অনেক সুন্দর হয়, দারুন রান্না হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

দেখেই খেতে ইচ্ছা করছে । সুন্দর হয়েছে ।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59880.83
ETH 2301.55
USDT 1.00
SBD 2.50