এসো নিজে করি কাগজ দিয়ে বাদুড় তৈরি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আজ আমি আপনাদের সাথে কাগজ দিয়ে বাদুড় বানানো শেয়ার করব। কাগজ দিয়ে কিছু কিছু জিনিস আছে বানানো একটু কঠিন কিন্তু তারপরও চেষ্টা করলে হয়েই যায়। আজ আমি অনেক চেষ্টা করে একটু বাদুড় বানিয়ে ফেললাম। ছোটবেলায় অনেক বাদুড় দেখেছি এখন আর তেমন একটা দেখা হয় না । আপনাদের সবার দেখার জন্য আমি আমার বাঁদরটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে বানানো টা শুরু করি।

Polish_20211016_225514430.jpg

প্রয়োজনীয় উপকরণ:

.১টি রঙিন কাগজ
.১কাচি
.১টি স্কেল

প্রস্তুত প্রণালী:



IMG20211016210001.jpg



প্রথমে আমি এ ফোর সাইজের একটি রঙিন কাগজ নিয়ে 21 ইঞ্চি করে কেটে নিয়েছি।

IMG20211016210125.jpg



IMG20211016210158.jpg



IMG20211016210256.jpg



IMG20211016210401.jpg



IMG20211016210446.jpg



ওপরে দেখোনা ছবির মত প্রতিটা ভাঁজ দিয়ে নিয়েছি ।ভাঁজ দেয়ার পর আমার কাগজটার দেখতে এরকম হয়েছে।

IMG20211016210544.jpg



IMG20211016210552.jpg



তারপর কাগজটা মাথার কাছ থেকে এভাবে কোন করে ভাঁজ দিয়ে উল্টো দিয়েছি।

IMG20211016210636.jpg



IMG20211016210720.jpg



উপরে দেখানোর ছবির মত এভাবে ভাঁজে ভাঁজে আমি ভেঙে নিয়েছি।

IMG20211016210820.jpg



IMG20211016210843.jpg



তারপর আবার কোনা করে ভাজ দিয়ে এভাবে ভাঁজটা খুলে দিয়েছি।

IMG20211016210918.jpg



IMG20211016211017.jpg



ওপরে দেখোনা ছবির মত এভাবে ফাঁকা করে প্রতিটা ভাঁজে ভাঁজে ভেঙে নিয়েছি।

IMG20211016211033.jpg



IMG20211016211059.jpg



IMG20211016211123.jpg



উপরের দেখান ছবির মত প্রতিটা ভাঁজ দিয়ে আবার খুলে দিয়েছি।

IMG20211016211333.jpg



IMG20211016211342.jpg



IMG20211016211438.jpg



IMG20211016211444.jpg



IMG20211016211643.jpg



IMG20211016211725.jpg



IMG20211016211857.jpg



উপরের দেখানো প্রতিটা ছবির মত ভাজ দেওয়ার পর আমার কাগজ টা দেখতে এমন হয়েছে।

IMG20211016211934.jpg



IMG20211016212110.jpg



IMG20211016212141.jpg



IMG20211016212146.jpg



উপরে দেখানোর ছবির মত আরো কয়েকটা ভাঁজ দিয়ে আমি আমার কাগজটা এপর্যায়ে নিয়ে এসেছি।

IMG20211016212207.jpg



IMG20211016212246.jpg



IMG20211016212428.jpg



তারপরে আরো কয়েকটা ভাজ দিয়ে আমি আমার বাদুড়ের মাথাটা অর্ধেক তৈরি করে নিয়েছি।

IMG20211016212549.jpg



IMG20211016212605.jpg



IMG20211016213524.jpg



IMG20211016213642.jpg



IMG20211016214645.jpg



IMG20211016214815.jpg



IMG20211016215035.jpg



উপরের দেখানো প্রতিটা ছবির মত ভাঁজ দেওয়ার পর আমার বাদুড়টা দেখতে এমন হয়েছে প্রায় তৈরি হয়ে গেছে।

IMG20211016215040.jpg



IMG20211016215218.jpg



ব্যাস আমার বাদুড় এখন একদম তৈরি।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago (edited)

আপু আপনার বাদুড়টি সুন্দর হয়েছে। এই কাগজের জিনিস বানাতে আমার কাছে খুব কঠিন লাগে। কিন্তু আপনি কাগজ দিয়ে বরাবরই সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। এবং খুব সুন্দর ভাবে ধাপগুলো বুঝিয়ে দেন। একদিন আপনার কাছ থেকে শিখতে হবে।

দারুণ হয়েছে আপু আপনার কাগজ দিয়ে বাদুড় তৈরির অরিগামিটি।ধাপে ধাপে বাদুড়টি তৈরির প্রক্রিয়াটি জাস্ট অসাধারণ ছিল।আমার কাছে এর ডানাজোড়াটি দারুণ লাগছে।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আমার কাছে এর ডানা জোড়া বেশি ভালো লেগেছে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাগজ দিয়ে বাদুড় বানানোটি অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি অনেক ভালো কাগজের ব্যবহার করতে পারেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

রঙিন পেপার দিয়ে বাদুড় তৈরিটা দেখতে সুন্দর লাগছে। সৃজনশীলতাই নতুন রুপের আর্বিভাব ঘটায় তা আপনার পোস্টটির মাধ্যমে ফুটে উঠেছে। আপনি পোস্ট সম্পর্কে সুন্দর ধারণা দিয়েছেন। শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

এত বড় পোস্ট তার মানি কি পরিশ্রম টাই না করেছেন সত্যি । আর সত্যি বলতে আমার বাংলা ব্লগে এসে কাগজ দিয়ে এখন আমিও অনেক কিছু তৈরি করতে শিখে গেছি ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

দারুণ হয়েছে আপনার কাগজ দিয়ে বাদুড় তৈরির।ধাপে ধাপে বাদুড়টি তৈরির প্রক্রিয়াটি সুন্দর করে বর্ণনা করেছেন।
আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাদূরটি অনেক সুন্দর হয়েছে । বিশেষ করে বাদুরের পাখা গুলো আমার খুব পছন্দ, যেন মনে হচ্ছে একদম আসল পাখা। শুভেচ্ছা রইল আপনার জন্য দোয়া করি করি ভবিষ্যতে আরো এগিয়ে যান।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে অনেকটা পরিশ্রম করতে হয়েছে আপু।আপনাকে ধন্যবাদ দিলেও আপনার পাপ্য হবে না। সেই শুরু থেকে শেষ অবদি দারুন ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

বাহ কাগজ দিয়ে অনেক সুন্দর বাদুর তৈরি করেছেন তো। কাগজ দিয়ে যে এতো কিছু তৈরি করা যায় আর এতো সুন্দর ভাবে সেটা আমি জানতামই না, অনেক সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর করে মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

সুন্দর বানিয়েছেন তবে অনেকটা ইউনিক আইডিয়া ছিল । শুভেচছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66670.04
ETH 3497.56
USDT 1.00
SBD 2.71