আমার আঁকা আরো একটি নতুন আর্ট

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240506_132356436.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে শেয়ার করব সুন্দর একটি ইল্যুশন আর্ট । এ ধরনের আর্টগুলো করতে কিন্তু ভালই লাগে সময় নিয়ে যদি আপনি করতে পারেন তাহলে খুব সুন্দর একটি আর্ট করতে পারবেন । এ ধরনের আর্টগুলো প্রথমে দেখলে মনে হয় যে করা আসলে অনেক কঠিন তবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে করতে একটা সময় শেষ হয়ে যায় তখন দেখতে নিজের কাছেই ভালো লাগে । আর যেকোনো ধরনের আর্ট করতে এখন আমার ভালো লাগে । আগে যখন পারতাম না তখন আর্ট দেখলে ভয় লাগতো ইদানিং যে কোন ধরনের আর্ট দেখলেই করতে ইচ্ছা করে । মনে হয় পারি আর না পারি ট্রাই তো করতে পারি । এইজন্য প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের আর্ট গুলো করার চেষ্টা করি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

সাদা কাগজ
কম্পাস
পেন্সিল
স্কেল
কালোকলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240506_132253.jpg20240506_132241.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে চারপাশ দিয়ে দাগ দিয়ে নিয়েছি । তারপরে মাঝখানে একটি বৃত্ত এঁকে নিয়েছি ।

20240506_132229.jpg20240506_132216.jpg

এবার বৃত্তের সাইড দিয়ে দাগের সাথে মিলিয়ে দাগ দিতে শুরু করেছি । এভাবে করে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দাগগুলো দিয়ে দিয়েছি ।

20240506_132200.jpg20240506_132148.jpg

তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগাতে শুরু করেছি । কালো কলম দিয়ে সম্পূর্ণ দাগানো হয়ে গেলে এক সাইড থেকে ডিজাইন করতে শুরু করেছি ।

20240506_132134.jpg20240506_132121.jpg

দাগিয়ে দাগিয়ে ডিজাইন করতে করতে চারপাশ ডিজাইন করে নিয়েছি কিছু ফাঁকা রেখে ।

20240506_132107.jpg20240506_132054.jpg

এরপর ফাঁকা গুলো অন্যভাবে দাগিয়ে ভরে দিয়েছি ।

20240506_132041.jpg20240506_132025.jpg

এরপর মাঝের গোল টুকু ডিজাইন করে ভরে দিয়েছি । তারপর সম্পূর্ণ আঁকা হয়ে গেলে কিছু কিছু জায়গায় পেন্সিল দিয়ে দাগ দিয়ে একটু গাঢ় করে দিয়েছি । এরপর ছবি তুলে নিয়েছি ।

20240506_131909.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 months ago 

আপনি ঠিক বলেছেন আপু। আর্টগুলো প্রথমত দেখলে মনে হয় অনেক বেশি কঠিন। কিন্তু যখন করা শুরু করা হয় তখন ঘুরতে ঘুরতে শেষ হয়ে যায়। তার পরেও কিছুটা পরিশ্রম হয় আপু। আমার কাছে এ ধরনের আর্ট গুলো করতে অনেক বেশি ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুবই চমৎকার ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।

 2 months ago 

যেকোনো কাজই প্রথমে কঠিন লাগলেও পরে কিন্তু সহজেই হয়ে যায় শুরুটা করতে হয় ।

 2 months ago 

আপনার নতুন চিত্রাংকনটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।খুবই সুন্দর ভাবে চিত্র অঙ্কন করেছেন। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আমার নতুন চিত্র অংকনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 2 months ago 

আসলেই আর্ট গুলো দেখতে খুবই ইউনিক লাগে। এটা অঅভিজ্ঞতা ছাড়া একদমই জায়না আমার মনে হয়।আপনি খুব চমৎকার করে অংকন টা করেছেন।আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

যেকোনো কিছুরই অভিজ্ঞতা ছাড়া করা যায় না করতে করতেই অভিজ্ঞতাটা তৈরি হয়ে যায় ।

 2 months ago 

খুবই চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপু। এই ধরনের আর্ট দেখতে সত্যি অনেক ভালো লাগে। আপনি খুবই নিখুঁতভাবে আর্ট টি সম্পূর্ণ করেছেন। আপনার করা আর্ট টি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।ধন্যবাদ আপু সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার আর্ট আপনার কাছে খুব চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো আপু।

 2 months ago 

কথায় তো বলে গাইতে গাইতে গায়েন। আপনিও তাই হয়ে গেছেন। আসলে সত্যি বলতে কি জানেন আমি নিজেই কিন্তু আর্ট দেখলে ভয় পাই। মাথা গরম হয়ে যায়। ধন্যবাদ এমন সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। বেশ দারুন ছির আজকের আর্ট।

 2 months ago 

আগে আমারও হতো কিন্তু এখন করতেই ভালো লাগে ভয় লাগে না ।

 2 months ago 

এই ধরনের ইল্যুশন আর্ট শুধু আপনার কাছ থেকেই দেখতে পাই । মাঝে মাঝেই আপনি এই ধরনের চিত্র অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করেন। সিম্পল ভাবে অঙ্কন করার পাশাপাশি এর সৌন্দর্য ফুটিয়ে তোলেন। তখন দেখতে দারুণ লাগে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। যেটা নিজের চিন্তা ভাবনা থেকে করা। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।

 2 months ago 

আর্ট গুলো করতে আমার কাছেও ভালো লাগে এজন্য মাঝে মাঝে এই আর্টগুলো আমি করে আপনাদের সাথে শেয়ার করি।

 2 months ago 

মাঝেমধ্যে মনে করি যে এমন একটি কমিউনিটিতে কাজ করে নিজেকে অনেক লাকি মনে করি। কারণ আপনাদের এত সুন্দর কাজগুলো আমাকে সব সময় মুগ্ধ করে। যদিও এই আর্ট গুলো আমার পক্ষে করা কখনো সম্ভব হবে না আপু। কারণ দেখে মনে হয় যে অনেক কঠিন আর্ট। এত সুন্দর দক্ষতা দিয়ে তৈরি করেন আমাদের সাথে শেয়ার করেন দেখেই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

আপু আর্ট গুলো দেখলে কঠিনই মনে হয় একদিন করে দেখবেন ঠিকই সহজ ভাবে করে ফেলতে পারবেন । আগে আমিও সাহস পেতাম না এখন করতে পারি ।

 2 months ago 

আসলে আপু যে কোন কাজের ক্ষেত্রে যখন দক্ষতা তৈরি হয়ে যায় তখন আর সে কাজটা কঠিন মনে হয় না। দারুন আর্ট করেছেন, ঘুরিয়ে ঘুরিয়ে আর্ট এর সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 months ago 

ঠিক বলেছেন কাজ করতে করতে দক্ষ হয়ে গেলে তখন আর কোন কাজই কঠিন লাগে না । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 months ago 

ইল্যুশন আর্ট গুলো করা সত্যি অনেক বেশি কঠিন। আমরা যারা আর্ট করি তারা কিন্তু এ বিষয়টা বুঝতে পারি। আপনার আজকের আর্টে কিন্তু অনেকগুলো কাজ হয়েছে। বিশেষ করে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে আর্ট করেছেন। এজন্য আর্ট পুরোটা সম্পূর্ণ করার পরে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে।

 2 months ago 

এসব আর্ট আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলো কাজ একসাথে করে ফেললে সুন্দর একটি জিনিস পরিবেশন করা যায় সেটাই আমি চেষ্টা করেছি আপু ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 60995.33
ETH 3364.01
USDT 1.00
SBD 2.52