রঙীন কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি কাগজের তৈরি একটি সুন্দর জিনিস বানানো আপনাদের সাথে শেয়ার করতে। কাগজ দিয়ে আমি প্রতিদিন কিছু না কিছু বানাচ্ছি তার ভেতরে মাঝেমাঝে একেবারে খারাপ হচ্ছে আবার মাঝে মাঝে ভালই হচ্ছে যেগুলো ভালো হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি কাগজ দিয়ে খুব সুন্দর একটি শাপলা ফুল তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব জানিনা আপনাদের কাছে ভালো লাগবে কিনা ।তারপরও আমি করছি আপনারা আমার সাথে থাকবেন।



PhotoEditorPro_1644246961586.jpg

IMG_20220106_113311.png

  • রঙীন কাগজ
  • সাদা কাগজ
  • পেন্সিল
  • স্কেল
  • কাঁচি
  • গ্লু
  • কাঠি

PicsArt_21-12-17_17-47-48-634.png

IMG_20220106_113311.png

কার্যক্রম

IMG_20220106_113311.png

20220203_234741.jpg20220203_234851.jpg
প্রথমে গোল গোল করে কাগজ গুলো কেটে নিয়েছি তারপরও সবুজ কাগজের উপরে গ্লু লাগিয়ে দিয়েছি।
20220203_234944.jpg20220203_235044.jpg
তারপর একটা সাদা গোল কাগজ নিয়ে সবুজ কাগজের উপরে বসিয়ে দিয়েছি তারপর কাগজটা মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে দিয়েছি।
20220203_235204.jpg20220203_235316.jpg
তারপর কাগজটাকে আরো একটা ভাঁজ দিয়ে পেন্সিল দিয়ে পাতার মতো এঁকে নিয়েছি।
20220204_000149.jpg20220204_000240.jpg
এভাবে আমি সবগুলো কাগজ পাতার মত কেটে মাথার কাছ থেকে আরো একটু কেটে দিয়েছি। ছবিতে দেখুন আমার কাগজগুলো খোলার পর ফুলের মত তৈরী হয়ে গিয়েছে।
20220204_000440.jpg20220204_000511.jpg
তারপর একটা ফুল নিয়ে আমি মাঝখান থেকে কেটে একটা পাঁপড়ি কেটে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি।
20220204_000959.jpg20220204_001644.jpg
এভাবে একে একে আমি তিনটি ফুল বানিয়ে নেব প্রথম ফুলটার আমি একটা পাঁপড়ি দ্বিতীয় ফুলের আমি দুইটা পাঁপড়ি এবং তৃতীয় ফুলের আমি তিনটে পাঁপড়ি কেটে ফুলগুলো বানিয়ে নেব। তারপর লম্বা একটি হলুদ কাগজ নিয়েছি।
20220204_001813.jpg20220204_002220.jpg
হলুদ কাগজটি নিয়ে তিনটা ভাঁজ দিয়ে পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে কাঁচি দিয়ে কাগজগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি।
20220204_002228.jpg20220204_002737.jpg
ঝিরিঝিরি করে কাটার পর আমার কাগজটা দেখতে উপরের ছবির মত হয়েছে ।তারপরে এক পাশে একটা কাঠি ঢুকিয়ে তারপর কাগজটার মাঝখানে গ্লু লাগিয়ে কাজটাকে আমি পেঁচিয়ে নিব।
20220204_002911.jpg20220204_003118.jpg
কাগজটা পেঁচিয়ে বড় ফুলটার মাঝখানে ঢুকিয়ে দিয়েছি ।তারপরে গোড়ার দিকে একটু আঠা লাগিয়ে দিয়েছি যাতে ফুলটা খুলে না আসে।
20220204_003157.jpg20220204_003347.jpg
এভাবে একে একে তিনটা ফুলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবং একটা সবুজ কালারের ছোটকাগজ নিয়েছি তারপর কোনাটা কেটে গ্লু লাগিয়ে দিয়েছি।
20220204_003546.jpg20220204_003747.jpg
তারপর ঐ সবুজ কাগজটা হলুদ ফুলটার নিচের দিকে পেঁচিয়ে দিয়েছি আরও একটি সবুজ কালারের এ ফোর সাইজের একটি রঙিন কাগজ নিয়েছি।
20220204_003940.jpg20220204_003952.jpg
কাগজটা মাঝখান থেকে ছোট ছোট করে ভাঁজ দিয়ে নিয়েছি।
20220204_004056.jpg20220204_004219.jpg
তারপর কাগজটা কুচি কুচি করে ভাঁজ করে নিয়েছি মাঝখানে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি।
20220204_004551.jpg20220204_004711.jpg
কাগজের ওপর পাশটা গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি তারপরে দেখুন একটি পাতার মত তৈরি হয়েছে। তারপর আমার বানানো ফুলটা এনে একটা কাঠি দিয়ে পাতার উপর বসিয়ে দিয়েছি।

20220204_004711.jpg

ব্যাস এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের তৈরি সুন্দর একটি শাপলা ফুল।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

আপু আপনার রঙিন কাগজ দিয়ে শাপলা ফুলটি খুবই চমৎকার হয়েছে ।খুব সুন্দর করে আপনি শাপলা ফুলটি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটি শাপলা ফুল ফুটে আছে ।প্রতিটি ধাপ খুবই চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যা দেখে খুব সহজেই আপনার শাপলা ফুল তৈরির প্রণালী বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি শাপলা ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

অসাধারণ তৈরি করেছেন তো। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে শাপলা ফুল দেখে তো মনে হচ্ছে যেন সত্যি কারের পানিতে ভাসছে। শাপলা ফুল তৈরি করার পদ্ধতি অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। যে কেউ চাইলে আপনার থেকে শিখে তৈরি করে নিতে পারবে। আমাদের সাথে এত অসাধারন একটি শাপলা ফুল শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার শাপলা ফুলটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি শাপলা ফুল তৈরি করেছেন আপু। আসলে ফুলটি দেখেই মনটা জুড়িয়ে গেল। দেখে মনে হচ্ছে এটি বাস্তবেই শাপলা ফুল।
আর তাছাড়া আপনি তৈরীর প্রক্রিয়া অনেক সুন্দরভাবে দিয়েছেন । ধন্যবাদ আপনাকে 🙂

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার কমেন্ট পড়ে আমার মনটাও জুড়িয়ে গেল।

 3 years ago 

বাহ আপু অনেক সুন্দর হয়েছে আপনার রঙিন কাগজ ব্যবহার করে শাপলা ফুল তৈরিটি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার উপস্থাপনাও দারুণ হয়েছে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

রঙীন কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি দারুন হয়েছে আপু। দেখতে একদম সত্যিকারের শাপলা ফুলের মতোই হয়েছে। শাপলা ফুল গুলো আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রঙিন কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

সত্যিই দারুণ হয়েছে, খুব সুন্দরভাবে এবং সহজে কাগজ দিয়ে শাপলা ফুল তৈরী করেছেন। ছোট বেলায় স্কুল জীবনে বন্ধুদের নিয়ে শাপলা ফুল তৈরী করতাম। আপনারটা দেখে সেই স্মৃতি মনে পরে গেলো। ধন্যবাদ আপু খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

  • ওয়াও আপনার কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ফুলটির দিকে তাকিয়ে ছিলাম কিছুক্ষণ। যেন মনে হচ্ছে ফুলটির মাঝে আমি হারিয়ে গিয়েছি। খুব চমৎকারভাবে আপনি এটি ফুটিয়ে তুলেছেন। দেখে মনে হচ্ছে সত্যি কারের শাপলা ফুল দেখতে চাই। আপনার কাজের দক্ষতা প্রশংসা করতে হয়।
 3 years ago 

আপনার কমেন্ট দেখে আমিও মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর একটি মন্তব্য করেছেন যে আমার মনটাই ভালো হয়ে গেল।

 3 years ago 

কোন জিনিস তৈরি করলে সমস্ত মেধা দিয়ে এভাবেই তৈরি করা উচিত। আপনার তৈরি কাগজের শাপলা টি সত্যি অসাধারণ হয়েছে। এত সুন্দর হাতের কাজ অনেকদিন দেখিনা। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও! খুবই অসাধারণ একটি শাপলা ফুল রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর ভাবে ফুটে উঠেছে দেখে মনে হচ্ছে সত্যি কারের ফুল পানিতে ভাসছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রঙ্গিন কাগজ দিয়ে তৈরি শাপলা ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট দেখে মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57337.14
ETH 2342.62
USDT 1.00
SBD 2.35