★রং তুলিতে আঁকা আমার আর্ট★
প্রয়োজনীয় উপকরণ
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড
কার্যপ্রণালী
প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি ।
এরপর হলুদ কালারের রং দিয়ে নিচের দিক থেকে রং করা শুরু করেছি ।
তারপর তার উপরে হলুদ ও কমলা কালার মিলিয়ে রং করে দিয়েছি ।
তারপর তার উপরের দিকে লাল ও অরেঞ্জ কালার মিলিয়ে পুরোটা রং করে দিয়েছি ।
উপরের দিকে কিছু কালো রং দিয়ে রং করে দিয়েছি নিচের দিকেরও কিছু অংশ কালো রং দিয়ে রং করে দিয়েছি ।
এরপর উপরের দিকে কালো কালারের রং এর সাথে খয়েরি রং মিলিয়ে আরো কিছু অংশ রং করে দিয়েছি এবং নিচের দিকে সাদা রং দিয়ে একটি সূর্য এঁকে নিয়েছি ।
এরপর সূর্যের নিচ দিয়ে কালো কালারের রং দিয়ে হালকা হালকা করে দাগিয়ে দেখে ঘাস এঁকে নিয়েছি ।
এক সাইডে একটি গাছ আঁকার জন্য ডালপালা এঁকে নিয়েছি ।
এরপর পুরো গাছ ভর্তি কালো রং দিয়ে পাতাগুলো এঁকে নিয়েছি ।
এরপর ম্যাসকিং টেপ খুলে আমি আমার নাম লিখে নিচ্ছি ।
তারপর আঁকাটা সম্পূর্ণ হয়ে গেলে সুন্দরভাবে কয়েকটা ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
ছেলেকে সাথে নিয়ে চমৎকার ভাবে রং তুলিতে আঁকা আর্ট শেয়ার করেছেন। আর্ট করার পরে ভাইয়া আর্ট দেখে আপনার ছেলের আর্ট পছন্দ করেছে যেনে সে ভীষণ খুশি হয়েছে জেনে খুশি হলাম। আপনার আর্ট দেখতে অসাধারন লাগতেছে। কালার অনেক সুন্দর ফুটে উঠেছে। ভালো ছিলো আপু।
ঠিকই বলেছেন ভাইয়া দুজনে মিলে এঁকেছি তারপরও মোটামুটি খারাপ হয়নি । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
গোধূলি বিকেলের অসাধারণ একটি দৃশ্য প্রস্তুত করেছেন আপু জল রং দিয়ে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।
মনে হচ্ছে একটি খোলা প্রান্ত নদীর মাঝে ডুবে যাচ্ছে সূর্যটি।
ধাপ গুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া কালার কম্বিনেশনটা একটু বেশি ভালই লাগছে । আমার কাছেও ভালো লেগেছে ।
আসলে ছোট বাচ্চারা এরকমই হয়। আমার মেয়েও আমি কোন কিছু করার সময় সে নিজে গিয়ে বসে সেটা করার জন্য। যদিও সে অনেক ছোট তাই আমার প্রত্যেকটা রং নিয়ে সে নিয়ে যেতে খেলা করে যার জন্য আমি অংকন করতে পারি না। কিন্তু মাঝে মাঝে তার অনুপস্থিতিতে করার চেষ্টা করি। রং এবং তুলির সাহায্যে অনেক সুন্দর একটা পেইন্টিং করেছেন আপনি। দৃশ্যটার কালার কম্বিনেশন অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, যা দেখে আমি তো মুগ্ধ।
একদম তাই আপু ওর জন্য আঁকা যায় না । আমি বসার আগে ও রেডি হয়ে যায় আঁকার জন্য । তারপরও ওকে নিয়ে আসতে হয় ।
আপু আপনি আজকে আমাদের মাঝে জল রং দিয়ে অসাধারণ একটি দৃশ্য তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি জলরঙের দৃশ্য দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে গাছ তৈরি দৃশ্য দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে । আমার রংতুলি দিয়ে আঁকা ছবিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
আপু তাহলে তো ভালোই হলো মা ছেলে দুজনেই আর্টিষ্ট হয়ে যাবেন। হি হি হি। আপনি তো দেখি মাঝে মাঝে আমাদের সাথে আর্ট পোস্ট শেয়ার করেন। আমার জানামতে আপনার আর্টগুলো কিন্তু বেশ ভালোই হয়। তা যাই হোক আজকের আর্টটিও কিন্তু বেশ সুন্দর ছিলো।
আসলেই একদিন দেখবেন যে আমরা দুজনই আর্টিস্ট হয়ে গিয়েছি । ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।
অবশেষে তাহলে দুজনে মিলে অঙ্কন করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। ছোট বাচ্চারা হয়তোবা এমন তারা এরকম অঙ্কন করা দেখলে পাশে এসে অনেক রকম সমস্যার সৃষ্টি করে কিন্তু আপনার ছেলে আপনার পাশে বসে আমি ফোন করেছে এ ব্যাপারটা জেনে খুবই ভালো লাগবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি বরাবরই তাদের প্রশংসা করা উচিত প্রশংসা করলে তাদের দীর্ঘ মনোবল বৃদ্ধি পাবে। রং তুলিতে আঁকা খুবই চমৎকার একটি অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি দেখে মন্তব্য করার জন্য ।
আপু আপনি রঙের ছোঁয়ায় সূর্য ডোবার দৃশ্যটি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখতে ভীষণ ভালো লাগছে।আপনি আর্টের ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার সাথে ছেলেও আর্ট শিখছে জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার থেকে ওই বেশি ভালো শিখছে । কারণ রং তুলি দিয়ে ও সব সময় আঁকার জন্য অস্থির হয়ে থাকে । আমারতো ইচ্ছা করে না মাঝে মাঝে সময় করে একটু বসি ।
আসলে আপু রং তুলি দিয়ে আর্ট করতে আমার কাছেও বেশ ভালো লাগে । কিন্তু আর আর্টটি করা আমার কাছে বেশ ঝামেলার মনে হয় । যার জন্য আলসেমি করে বসা হয় না । আর আপনার মত আমারও একই অবস্থা আর্ট করতে বসলে মেয়েও আর্ট করবে । তুলে নিয়ে টানাটানি করবে, রং নিয়ে টানাটানি করবে । রাগারাগি লাগবে, ঝামেলার বিষয় । যার কারণে খুব একটা বসাও হয় না । তবে একটা কথা ঠিক যে বাচ্চারা এতে অনুপ্রেরণা পায় এবং এরাও আর্ট শিখতে পারে আমাদের কাছ থেকে । যাই হোক আপনার আজকের সূর্য অস্ত যাবার আর্ট টি সত্যি চমৎকার হয়েছে । আমার কাছে বেশ ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে ।
এখন আর কিছুই করার নাই এই টানাটানি ভিতরে নিজেকে কাজ করতে হয় । কারণ সব সময় সে করতে চায় ।