★রং তুলিতে আঁকা আমার আর্ট★

in আমার বাংলা ব্লগlast year

IMG_20230710_003220.jpg


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে অনেকদিন পরে জল রঙ দিয়ে আর্ট করতে বসেছি । বেশ কিছুদিন ধরে ভাবছি যে জল রং দিয়ে আর্ট গুলো করবো কিন্তু কেন জানি না আলসেমি করে বসতে পারছি না । আর বিশেষ করে বসা হচ্ছে না ছেলেটার জন্য কারণ আমার থেকে ওর আঁকার আগ্রহটা অনেক বেশি । আর ওর রং নিয়ে বসলে আমার আঁকাটা সহজে শেষ হতে চায় না । কারন আমার প্রত্যেকটা রং মিলিয়ে মিলিয়ে তাকে দিতে হবে। আজকে যখন খেলায় ব্যস্ত তখন আমি আর্ট করতে গিয়েছি একটু পরে দেখি সেও এসে হাজির হয়েছে এবং সেও আঁকার জন্য অস্থির হয়ে গেছে । তখন কি আর করার দুজনে মিলে একসাথে আর্ট করতে বসলাম এবং আমারটা শেষ হওয়ার পরে ওর ও নিজেরটা শেষ করে ফেলল । তারপর দুটো নিয়ে ওর বাবাকে বলে কারটা বেশি ভালো হয়েছে । যখন ওরটা ভালো বলেছে তখন সে অনেক খুশি হয়েছে এবং আমার কাছেও জিজ্ঞাসা করেছে মা কোনটা বেশি সুন্দর হয়েছে । আমি বলেছি তোমারটা বেশি সুন্দর । এটাও বুঝে যে তারটা সব সময় সুন্দর বলা হয় । এজন্য আমাকে জিজ্ঞাসা করে আমারটা সবসময় সুন্দর কেন বলো । আমি তখন বললাম তোমারটা বেশি সুন্দর হয়েছে এই কারণেই । যাই হোক ছেলেটা আমার সাথে সাথে নিজেও কিছুটা আঁকা শিখছে এটা আমার কাছে ভালো লাগে । আজ আমি গাছ ও সূর্য ডোবার সুন্দর একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি । আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ।

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

কার্যপ্রণালী

20230710_003133.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি ।

20230710_003121.jpg

এরপর হলুদ কালারের রং দিয়ে নিচের দিক থেকে রং করা শুরু করেছি ।

20230710_003106.jpg

তারপর তার উপরে হলুদ ও কমলা কালার মিলিয়ে রং করে দিয়েছি ।

20230710_003048.jpg

তারপর তার উপরের দিকে লাল ও অরেঞ্জ কালার মিলিয়ে পুরোটা রং করে দিয়েছি ।

20230710_003036.jpg

উপরের দিকে কিছু কালো রং দিয়ে রং করে দিয়েছি নিচের দিকেরও কিছু অংশ কালো রং দিয়ে রং করে দিয়েছি ।

20230710_003020.jpg

এরপর উপরের দিকে কালো কালারের রং এর সাথে খয়েরি রং মিলিয়ে আরো কিছু অংশ রং করে দিয়েছি এবং নিচের দিকে সাদা রং দিয়ে একটি সূর্য এঁকে নিয়েছি ।

20230710_003007.jpg

এরপর সূর্যের নিচ দিয়ে কালো কালারের রং দিয়ে হালকা হালকা করে দাগিয়ে দেখে ঘাস এঁকে নিয়েছি ।

20230710_002952.jpg

এক সাইডে একটি গাছ আঁকার জন্য ডালপালা এঁকে নিয়েছি ।

20230710_002935.jpg

এরপর পুরো গাছ ভর্তি কালো রং দিয়ে পাতাগুলো এঁকে নিয়েছি ।

20230710_002914.jpg

এরপর ম্যাসকিং টেপ খুলে আমি আমার নাম লিখে নিচ্ছি ।

20230710_002858.jpg

তারপর আঁকাটা সম্পূর্ণ হয়ে গেলে সুন্দরভাবে কয়েকটা ছবি তুলে নিয়েছি ।

20230710_002835.jpg

20230710_002814.jpg

20230710_002746.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 last year 

ছেলেকে সাথে নিয়ে চমৎকার ভাবে রং তুলিতে আঁকা আর্ট শেয়ার করেছেন। আর্ট করার পরে ভাইয়া আর্ট দেখে আপনার ছেলের আর্ট পছন্দ করেছে যেনে সে ভীষণ খুশি হয়েছে জেনে খুশি হলাম। আপনার আর্ট দেখতে অসাধারন লাগতেছে। কালার অনেক সুন্দর ফুটে উঠেছে। ভালো ছিলো আপু।

 last year 

ঠিকই বলেছেন ভাইয়া দুজনে মিলে এঁকেছি তারপরও মোটামুটি খারাপ হয়নি । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 last year 

গোধূলি বিকেলের অসাধারণ একটি দৃশ্য প্রস্তুত করেছেন আপু জল রং দিয়ে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।
মনে হচ্ছে একটি খোলা প্রান্ত নদীর মাঝে ডুবে যাচ্ছে সূর্যটি।
ধাপ গুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last year 

ঠিকই বলেছেন ভাইয়া কালার কম্বিনেশনটা একটু বেশি ভালই লাগছে । আমার কাছেও ভালো লেগেছে ।

 last year 

আসলে ছোট বাচ্চারা এরকমই হয়। আমার মেয়েও আমি কোন কিছু করার সময় সে নিজে গিয়ে বসে সেটা করার জন্য। যদিও সে অনেক ছোট তাই আমার প্রত্যেকটা রং নিয়ে সে নিয়ে যেতে খেলা করে যার জন্য আমি অংকন করতে পারি না। কিন্তু মাঝে মাঝে তার অনুপস্থিতিতে করার চেষ্টা করি। রং এবং তুলির সাহায্যে অনেক সুন্দর একটা পেইন্টিং করেছেন আপনি। দৃশ্যটার কালার কম্বিনেশন অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, যা দেখে আমি তো মুগ্ধ।

 last year 

একদম তাই আপু ওর জন্য আঁকা যায় না । আমি বসার আগে ও রেডি হয়ে যায় আঁকার জন্য । তারপরও ওকে নিয়ে আসতে হয় ।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে জল রং দিয়ে অসাধারণ একটি দৃশ্য তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি জলরঙের দৃশ্য দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে গাছ তৈরি দৃশ্য দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে । আমার রংতুলি দিয়ে আঁকা ছবিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 last year 

আপু তাহলে তো ভালোই হলো মা ছেলে দুজনেই আর্টিষ্ট হয়ে যাবেন। হি হি হি। আপনি তো দেখি মাঝে মাঝে আমাদের সাথে আর্ট পোস্ট শেয়ার করেন। আমার জানামতে আপনার আর্টগুলো কিন্তু বেশ ভালোই হয়। তা যাই হোক আজকের আর্টটিও কিন্তু বেশ সুন্দর ছিলো।

 last year 

আসলেই একদিন দেখবেন যে আমরা দুজনই আর্টিস্ট হয়ে গিয়েছি । ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 last year 

অবশেষে তাহলে দুজনে মিলে অঙ্কন করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। ছোট বাচ্চারা হয়তোবা এমন তারা এরকম অঙ্কন করা দেখলে পাশে এসে অনেক রকম সমস্যার সৃষ্টি করে কিন্তু আপনার ছেলে আপনার পাশে বসে আমি ফোন করেছে এ ব্যাপারটা জেনে খুবই ভালো লাগবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি বরাবরই তাদের প্রশংসা করা উচিত প্রশংসা করলে তাদের দীর্ঘ মনোবল বৃদ্ধি পাবে। রং তুলিতে আঁকা খুবই চমৎকার একটি অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি দেখে মন্তব্য করার জন্য ।

 last year 

আপু আপনি রঙের ছোঁয়ায় সূর্য ডোবার দৃশ্যটি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখতে ভীষণ ভালো লাগছে।আপনি আর্টের ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার সাথে ছেলেও আর্ট শিখছে জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার থেকে ওই বেশি ভালো শিখছে । কারণ রং তুলি দিয়ে ও সব সময় আঁকার জন্য অস্থির হয়ে থাকে । আমারতো ইচ্ছা করে না মাঝে মাঝে সময় করে একটু বসি ।

 last year 

আসলে আপু রং তুলি দিয়ে আর্ট করতে আমার কাছেও বেশ ভালো লাগে । কিন্তু আর আর্টটি করা আমার কাছে বেশ ঝামেলার মনে হয় । যার জন্য আলসেমি করে বসা হয় না । আর আপনার মত আমারও একই অবস্থা আর্ট করতে বসলে মেয়েও আর্ট করবে । তুলে নিয়ে টানাটানি করবে, রং নিয়ে টানাটানি করবে । রাগারাগি লাগবে, ঝামেলার বিষয় । যার কারণে খুব একটা বসাও হয় না । তবে একটা কথা ঠিক যে বাচ্চারা এতে অনুপ্রেরণা পায় এবং এরাও আর্ট শিখতে পারে আমাদের কাছ থেকে । যাই হোক আপনার আজকের সূর্য অস্ত যাবার আর্ট টি সত্যি চমৎকার হয়েছে । আমার কাছে বেশ ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে ।

 last year 

এখন আর কিছুই করার নাই এই টানাটানি ভিতরে নিজেকে কাজ করতে হয় । কারণ সব সময় সে করতে চায় ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 87896.22
ETH 3325.50
USDT 1.00
SBD 2.86