★একটি অ্যারো চিহ্নের থ্রী ডি আর্ট★

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230124_003042.jpg

আজ আমি আবার আপনাদের সামনে একটি থ্রী ডি আর্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। থ্রী ডি আর্ট গুলো অনেক দিন পর পর করা হচ্ছে ইদানিং কেন জানিনা কোন কিছু করতে ইচ্ছা করে না। তারপরও সময় সুযোগ করে একটা এঁকে ফেললাম ।জানিনা আর্টটি আপনাদের কাছে কেমন লাগবে। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। অন্যান্য থ্রী ফি আর্ট এর তুলনায় আজকের আর্টটি সেরকম ভালো হয়নি। কোন কিছুতে যদি মন না থাকে তাহলে সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না। ইদানিং আমার কোন আর্ট কিংবা কোন কিছুর প্রতি মন নেই জানিনা কি হয়েছে। তারপরও সবকিছুতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি । তারপরে আবার ছেলেটাকে স্কুলে ভর্তি করার কারণে খুব একটা সময় করে উঠতে পারছিনা । এজন্য সবসময় দৌড়ের উপর থাকতে হচ্ছে। এজন্য একটু আলসেমিতেও ধরেছে তারপরও মাঝে মাঝে চেষ্টা করে যাচ্ছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

সাদা কাগজ
পেন্সিল
কালো কলম
স্কেল
টিস্যু

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230124_002229.jpg20230124_002125.jpg
20230124_002059.jpg20230124_002043.jpg

প্রথমে একটি অ্যারো চিহ্ন দিয়ে এঁকে নিয়েছি। তারপর অ্যারো চিহ্নের মাঝে মাঝে কোনা করে তিনটে দাগ দিয়ে নিয়েছি। তারপরে একটি মই এঁকে নিয়েছি।

20230124_002029.jpg20230124_002014.jpg
20230124_001955.jpg20230124_001941.jpg

এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছিল এবং মইটাকে একটু গাঢ় করে দাগিয়ে নিয়েছি। তারপর মই এর নিচ দিয়ে হালকা করে আরো একটি মই এঁকে নিয়েছি। এরপর কোনা করে যে দাগগুলো দিয়েছিলাম সেই দাগের ভিতর কালো পেন্সিল দিয়ে দাগিয়ে নেওয়া শুরু করেছি।

20230124_001923.jpg20230124_001905.jpg
20230124_001847.jpg20230124_001813.jpg

এরপর কালো পেন্সিল দিয়ে প্রথমে হালকা করে পরে ডিপ করে দাগিয়ে নিয়েছি এবং সে কালো দাগের সাইড দিয়ে পেন্সিল দিয়ে দাগিয়ে দেখিয়ে টিস্যু দিয়ে মুছে মুছে হালকা করে দিয়েছি।

20230124_001737.jpg

এবার সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থ্রী ডি আর্টটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং খুব সুন্দর ভাবে দুটি ছবি তুলে নিয়েছি। ব্যাস এভাবেই হয়ে গিয়েছে আমার একটি থ্রী ডি আর্ট।

20230124_002954.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর থ্রিডি চিত্র অঙ্কন করে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন ।আজকে অ্যারো চিহ্নের খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। সত্যি এভাবে অঙ্কন করতে থাকলে আরো দক্ষতা অর্জন করতে পারবেন।

 2 years ago 

আমার থ্রী ডি আর্ট গুলো আপনার কাছে ভালো লাগে যেনে ভালো লাগলো ভাইয়া। সব সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু মাঝে মাঝে আমারও এরকম হয় কোনো কারন ছাড়াই কেনো জানি কিছুই ভালো লাগেনা।কয়েকদিন বিশ্রাম নিলে আবারও ঠিক হয়ে যায়। যেকোনো কিছু আর্ট করতে গভীর মনোযোগ সহকারে করতে হয় তাহলে সেই আর্ট টি সবদিক থেকেই পারফেক্ট হয়।থ্রিডি আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে আপু আপনার থ্রিডি আর্ট টিও দেখতে খুবই সুন্দর হয়েছে।অনেক খারাপ লাগার মধ্যেও এত সুন্দর একটি থ্রিডি আর্ট করে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

এখন বিশ্রাম নিলেও ঠিক হচ্ছেনা মনে হয় শীতের কারণে আলসেমি ধরেছে শীত গেলে যদি ঠিক হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

অ্যারো চিহ্নের থ্রী ডি আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এই ধরনের আর্ট দেখলে আমি যেন মুগ্ধ হয়ে যাই। অনেকবার তৈরি করার চেষ্টা করেছি কিন্তু আজ পর্যন্ত সফল হতে পারেনি।

 2 years ago 

ভাইয়া চেষ্টা করে যান অবশ্যই হবে। আমিও আগে ভালো পারতাম না এখন করতে করতে অনেক শিখেছি । ধন্যবাদ।

 2 years ago 

সত্যিই আপু আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আপনার প্রস্তুত করা থ্রিডি চিত্রগুলো দেখে।। আপনার প্রস্তুত করা আজকের এরো থ্রিডি চিত্রটি অসাধারণ হয়েছে।।
আসলে এত সুন্দর আইডিয়া এবং এত সুন্দর বুদ্ধি নিয়ে আপনি কাজ করেন যতই প্রশংসা করি না কেন আমার কাছে মনে হয়ে যায় যে কম হয়ে যাচ্ছে।।
ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লেগে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আসলে সমস্যা আপনার নয় শীতের মধ্যে সবকিছুতেই আলসেমি ভর করে। আমারও একই অবস্থা কোন কাজ করে শান্তি পাই না। শুধু লেপের মধ্যে বসে থাকতে ইচ্ছা করে। তাছাড়া কোন একটি কাজ যদি মনোযোগ সহকারে করা না যায় সে কাজটির ফিনিশিংও ভালো আসে না। তারপরও আপনার থ্রিডি আর্টটি কিন্তু আমার কাছে বেশ সুন্দর লেগেছে। আপনি বেশ ভালই ফুটিয়ে তুলতে পেরেছেন আর্টটি।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু শীতের জন্যই মনে হয় এমন হচ্ছে আগে কত বানিয়েছে কিন্তু এখন তো বানাতেই মন চায় না। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন।দেখতে একেবারে রিয়েল মনে হচ্ছে।আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

খুব সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন। এরকম থ্রিডি আর্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এটা দেখে মনে হচ্ছে যে কোন এক জায়গার ফটোগ্রাফি করেছেন। এটা দেখতে এক কথায় অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

থ্রী ডি আর্ট গুলো দেখতে আমার কাছেও অনেক ভালো লাগে এজন্য মাঝে মাঝে চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57307.38
ETH 2434.94
USDT 1.00
SBD 2.32