রঙীন কাগজ দিয়ে ইউনিকর্ন এর বুকমার্ক তৈরি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে তৈরি করা একটি বুকমার্ক । রঙীন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের বুকমার্ক তৈরি করা যায় । দেখতে যেমন ভালো লাগে আবার এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় । বই পড়ার সময় বইয়ের ভিতরে রেখে দিলে খুব সহজে পৃষ্টা খুঁজে পাওয়া যায় ভাঁজ করতে হয় না । আজকে আমি ইউনিকর্ন এর একটি সুন্দর বুকমার্ক তৈরি করেছি সেটি ধাপে দেবে আপনাদের সাথে শেয়ার করব ।
প্রয়োজনীয় উপকরণ
রঙীন কাগজ
সাদা কাগজ
কালোকলম
কাঁচি
গ্লিটার আর্ট পেপার
কার্যপ্রণালী
প্রথমে ১৫/১৫ সেন্টিমিটার সাইজের একটি সাদা কাগজ নিয়ে মাঝখান থেকে একটি ভাঁজ দিয়েছি । তারপর দুই পাশের কোনটা ভেঙে দিয়েছি । এরপর ভাঙ্গা অংশগুলো আবার খুলে দিয়েছি তারপর উপরের দিক থেকে একটা অংশ নিয়ে ভেঙে দিয়েছি ।
এরপর কোনার অংশগুলো নিয়ে দুইপাশ থেকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি । তারপর একটা গ্লিটার আর্ট পেপারের ছোট্ট একটা অংশ কেটে নিয়েছি । তারপর গোলাপী ও সাদা কালারের ছোট্ট একটি অংশ কেটে নিয়েছি । এরপর বিভিন্ন কালারের ছোট ছোট কয়েকটা কাগজ ঝিরঝিরি করে কেটে নিয়েছি ।
এরপর কালো কলম দিয়ে চোখ নাক এঁকে নিয়েছি । তারপর সাদা কোনা করে কেটে রাখা কাগজের উপরে গোলাপি কালারের কাগজ বসিয়ে দিয়েছি । তারপর নিয়ে প্রথমে আগে থেকে বানিয়ে রাখা কাগজের পিছন দিকে লাগিয়ে দিয়েছি । এবং সাদা কাগজটা নিয়েও গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি ।
এরপর এক সাইডে যে ফাঁকা অংশটা ছিল তার ভিতরে ঝিরিঝিরি করে কেটে রাখা কাগজগুলো একটা একটা করে ঢুকিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার ইউনিকর্নের একটি বুকমার্ক ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
ইউনিকর্ন এর বিভিন্ন জিনিস গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন আপু। বেশ কালারফুল লাগছে এটি দেখতে। তার পাশাপাশি খুব সুন্দর দেখাচ্ছে। তৈরি করার ধাপগুলো চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার ইউনিকর্নের বুকমার্কটি আপনার কাছে অনেক সুন্দর ও কালারফুল লেগেছে যেনে ভালো লাগলো ।
রঙিন কাগজ দিয়ে ইউনিকর্ন এর বকমার্ক তৈরি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিনিয়ত রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন কিছু সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেন আজকেও আপনার কাজের দক্ষতা শেয়ার করে যে শুভকামনা রইল আপু।
প্রতিনিয়ত আমার কাজগুলো আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো ।
আপু আপনি আজকে আমাদের মাঝে রঙীন কাগজ দিয়ে ইউনিকর্ন এর বকমার্ক তৈরি করে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি বেশ দারুন ভাবে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে বকমার্ক তৈরীর সময় শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন এ ধরনের জিনিস তৈরি করতে অনেক সময় লাগে তবে বানানোর পরে কিন্তু ভালোই লাগে দেখতে ।
আসলেই এ ধরনের বুকমার্ক যদি বইয়ের মধ্যে রাইখা দেওয়া যায় তাহলে খুব দ্রুতই পড়া সহজে খুঁজে পাওয়া যায়। রঙিন কাগজ দিয়ে কবি চমৎকারভাবে আপনি আমাদের মাঝে একটি ইউনিকর্ন এর বুকমার্ক তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এ ধরনের বুকমার্ক কমিউনিটিতে অনেক দেখেছি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তো মত ভাবে শেয়ার করার জন্য।
এই বুকমার্ক গুলো অনেক কাজের এইজন্য আমি মাঝে মাঝে বানানোর চেষ্টা করি ভালো লাগে বানাতে ।
ইউনিকর্ন আমি ইংলিশ মুভি গুলোতে দেখি দেখতে ভীষণ ভালো লাগে। আজকে আপনার পোস্ট এর মধ্যে রঙিন কাগজের তৈরি ইউনিকর্ন বুকমার্ক দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের কাজ গুলো তৈরি করতে ভীষণ ভালো লাগে। আপনার পোস্ট এর মাধ্যমে বিভিন্ন ধরণের বুকমার্ক দেখেছি। আজকে নতুন বুকমার্ক দেখে অনেক বেশি ভালো লাগলো। অনেক সুন্দর করে ভাঁজ গুলো দিয়েছেন। এজন্য চমৎকার ফুটে উঠেছে ধন্যবাদ আপনাকে আপু।
আমার ইউনিকর্নের বুকমার্ক দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে অনেক খুশি হলাম ভাইয়া ।
রঙীন কাগজ দিয়ে ইউনিকর্ন এর বকমার্ক তৈরি অনেক সুন্দর হয়েছে। আসলে এই ডাই পোস্টগুলো আমাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে এটি আমরা ব্যবহার করি, যাই হোক আপনার উপস্থাপন এবং ধাপগুলো দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবেন ইনশাআল্লাহ
তা ঠিকই বলেছেন বুকমার্ক গুলো আসলে আমাদের অনেক উপকারে আসে ।
@tauhida আপু আপনার টাইটেল এর মধ্যে ভুল রয়েছে। এখানে বুকমার্ক হবে। ভুলবশত হয়তো বকমার্ক উঠে গিয়েছে। আশা করছি এটা ঠিক করে নিবেন। যাইহোক অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই বুক মার্কেটি। যারা প্রতিনিয়ত বই পড়ে তাদের জন্য এই বুকমার্ক গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ হঠাৎ করে বই পড়া রেখে উঠে গেলে, পরবর্তীতে পিস্টা খুঁজে পাওয়া একটু মুশকিল হয়। আর এই বুকমার্ক গুলো ব্যবহার করলে অনেক ভালো হয়। ইউনিকর্ন টাকে তো দেখতে অনেক বেশি কিউট লাগতেছে। বিভিন্ন কালারের ঝিরি ঝিরি করে কাটা কাগজগুলো দেওয়ার কারণে তো আরো সুন্দর লাগতেছে।
ঠিক করে নিয়েছে আপু অনেক ধন্যবাদ আপনাকে ।
আপু আপনার টাইটেলে কিছু ভুল আছে বুকমার্ক এর জায়গায় হয়তো ভুলবশত বকমার্ক হয়ে গেছে দেখে একটু ঠিক করে নিবেন। তবে আপনার রঙিন কাগজের তৈরি ইউনিকর্ন এর বুকমার্কটি তো বেশ চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করার জন্য । আর ভুলটা সংশোধন করে দিয়েছি ।
ঠিক বলেছেন আপুর রঙিন কাগজের বুকমার্ক গুলো দেখতে যেমন সুন্দর তেমনি এগুলো বইয়ের মাঝে রাখলে বইয়ের সৌন্দর্য বেড়ে যায়। তাছাড়া রঙিন কাগজের যে কত ধরনের বুকমার্ক তৈরি করা যায় তার ঠিক নেই। আপনার আজকের ইউনিকর্ন শেপের বুকমার্কটি খুব সুন্দর হয়েছে। উপরের ডিজাইনটি ভালো লেগেছে আমার কাছে।
তা ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে যে কত ধরনের কিছু বানানো যায় তার মধ্যে বুকমার্ক অন্যতম ভালোই লাগে বানাতে ।