আলুর চপ রেসিপি,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।

আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি খাবাবের রেসিপি শেয়ার করব সেটি হলো আলুর চপ।আলু আমার খুবই পছন্দের একটি খাবার তাই এটি দিয়ে আমি সবসময় চেষ্টা করি কোনো না কোনো কিছু বানিয়ে খেতে। আলুর চপ কম বেশি সবাই বানাতে পারে।তাই আমি আজকে আমারটা নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।আর আমি আমার আজকের এই রেসিপিটি @rme দাদার জন্য তৈরি করলাম।দাদা যেহেতু চটপটি পছন্দ করেন না তাই আমি দাদার জন্য আলুর চপ নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন শুরু করা যাক।

Polish_20210831_173814236.jpg

প্রয়োজনীয় উপকরণ ও পরিমাণ নিচে দেওয়া হলো:

উপকরণপরিমান
আলু৬পিছ
কাটা পেঁয়াজ১কাপ
মরিচ৬পিছ
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মত
ব্রেড ক্রাম্বপরিমাণমত
ধোনিয়ার পাতাপরিমাণ মতো
ডিম১টি

Polish_20210831_174338655.jpg

প্রস্তুত প্রণালী:

১ম ধাপ

IMG20210828123316.jpg

প্রথমে আলুগুলো এভাবে পিছ পিছ করে কেটে নিয়েছি।

২য় ধাপ

IMG20210828123455.jpg

তারপর চুলাই একটি পাতিলে পানি দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি।

৩য় ধাপ

IMG20210828133840.jpg

পানিটা এভাবে আমি একেবারে শুকিয়ে নিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি।

৪র্থ ধাপ

IMG20210828134019.jpg

এখানে আমি সিদ্ধ করে আলুগুলো একটি বাটিতে ঢেলে নিয়েছি।

৫ম ধাপ

IMG20210828134725.jpg

গরম গরম থাকতে আমি আলুগুলো ম্যাস করে নিয়েছি যাতে আলুগুলো গুটি গুটি না থাকে।

৬ষ্ঠ ধাপ

IMG20210828134818.jpg

এখানে চুলায় একটা করাই বসিয়ে তাতে প্রয়োজনমতো তেল দিয়ে দিয়েছি।

৭ম ধাপ

IMG20210828134904.jpg

তেল ভালোমত গরম হয়ে গেলে তার ভিতরে কেটে রাখা পেঁয়াজ ও মরিচগুলো দিয়ে দিয়েছি।

৮ম ধাপ

IMG20210828135411.jpg

পেঁয়াজ ও মরিচ বাদামি করে ভাজা হলে তার ভিতরে আমি কেটে রাখা ধোনিয়ার পাতা দিয়ে দিয়েছি।

৯ম ধাপ

IMG20210828135701.jpg

ধোনিয়ার পাতা দিয়ে আরো একটু নেড়েচেড়ে লবণ দিয়ে দিয়েছি।

১০ম ধাপ

IMG20210828135735.jpg

তারপর আরো একটু নেড়েচেড়ে ম্যাস করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি।

১১তম ধাপ

IMG20210828135846.jpg

আলুগুলো দিয়ে নেড়েচেড়ে আরো কিছু সময় ভেজে নিয়েছি।

১২তম ধাপ

IMG20210828135920.jpg

আলুগুলো ভালোমত ভাজা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিয়েছি।

১৩তম ধাপ

IMG20210828155940.jpg

তারপর সেখান থেকে একটু একটু করে নিয়ে এভাবে চপ আকারে বানিয়ে নিয়েছি। আমি কিছু ডিমের চপও করেছি শুধু ওই আলুর মাঝখানে দিয়ে দিয়েছি।

১৪তম ধাপ

IMG20210828161841.jpg

১৫তম ধাপ

IMG20210828161908.jpg

এখানে একটি ডিম ভেঙে একটু লবণ দিয়ে কাটা চামচ দিয়ে ভেঙে নিয়েছি।

১৬তম ধাপ

IMG20210828162022.jpg

১৭তম ধাপ

IMG20210828162030.jpg

তারপর ওই ডিমের ভিতরে আলুর একটা চপ নিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি।

১৮তম ধাপ

IMG20210828162045.jpg

১৯তম ধাপ

IMG20210828162055.jpg

তারপর একটা একটা করে নিয়ে ব্রেড ক্রাম্ব এর ভিতরে দিয়ে এপাশ ওপাশ করে ভালোমত লাগিয়ে নিয়েছি।

২০তম ধাপ

IMG20210828163208.jpg

এভাবে সবগুলো আলু আমি ব্রেড ক্রাম্ব এর সাথে লাগিয়ে নিয়েছি।আমি এখানে কিছু ৩,৪দিনের জন্য ফ্রোজেন করেছি। পরে শুধু বের করে ভেজে নিলেই হবে।

২১তম ধাপ

IMG20210830185252.jpg

তারপর চুলাই একটি করাই বসিয়ে গরম করে তাতে প্রয়োজন মত তেল দিয়ে দিয়েছি।

২২তম ধাপ

IMG20210830185337.jpg

তেল ভালোমত গরম হয়ে গেলে একটা একটা করে চপ তেলের ভিতরে দিয়ে দিয়েছি।

২৩তম ধাপ

IMG20210830185828.jpg

২৪তম ধাপ

IMG20210830185945.jpg

এভাবে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিয়েছি।আমার চপ এখন খাওয়ার জন্য একদম তৈরি।

২৫তম ধাপ

IMG_20210831_173424.jpg

আমি আমার চপগুলো একটা একটা করে প্লেটে তুলে নিয়েছি।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

আপনার আলুর চপ খুবই স্বাদ হয়েছে মনে হচ্ছে।দেখেই খেতে ইচ্ছে করছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

দারুণ হয়েছে আপু আলুর চপগুলি।দেখেই খেতে ইচ্ছে করছে।ধন্যবাদ আপনাকে, সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

আলুর চপ আমার খুবই পছন্দের। কিন্তু বাড়িতে তৈরি করলে খুব একটা ভালো লাগে না। এজন্য সাধারনত আমার বাইরের দোকান থেকেই আলুর চপ খেয়ে থাকি। আপনার রেসিপি টা সুন্দর হয়েছে। এরপর এই রেসিপি টা চেষ্টা করে দেখতে হবে।।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

আলু আমাদের দেশের একটি সহজলভ্য সবজি তাই এই সহজলভ্য সবজি দিয়ে অত্যন্ত চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন স্নেকস বা নাস্তা হিসেবে অনেকেই খুব পছন্দ করবে। 25 টি ধাপে বিস্তারিতভাবে দেখিয়েছেন যা দেখে যে কেউ খুব সহজে এটি বাসায় তৈরি করতে পারবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63326.84
ETH 2648.69
USDT 1.00
SBD 2.82