এসো নিজে করি কাগজ দিয়ে ডিঙি নৌকা তৈরি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও মোটামুটি ভালো আছি।আজ আমি এসেছি কাগজ দিয়ে কিভাবে ডিঙি নৌকা বানানো যায় তাই আপনাদের সাথে শেয়ার করতে।কাগজ দিয়ে ছোট বেলায় অনেক কিছু বানাতে পারতাম এখন না বানাতে বানাতে সব ভুলে গেছি।আবার নতুন করে সবকিছু বানানোর একটা সুযোগ এসেছে।তাই এবার চেষ্টা করে বানিয়ে ফেললাম একটি ডিঙি নৌকা।আগে কত নৌকা বানিয়ে পানিতে ভাষিয়েছি।সেইসব দিনের কথা মনে পড়লে খুব ভালো লাগে। আমি আজ যে নৌকা বানিয়েছি এই ধরণের নৌকা আগে আমরা মেলা থেকে কিনে এনে পানিতে ভাষাতাম।আমরা সবাই মিলে কত মজা করতাম।আজ আমার বাচ্চাটা এই নৌকাটি পেয়ে খুবই খুশি হয়েছে।ও পানিতে ভাসানোর জন্য বাথরুমে নিয়ে গেছে।তাই ভাবলাম আপনাদের সাথে আমার বানানো নৌকাটি শেয়ার করি আশা করি সবার কাছে ভালো লাগবে।

IMG20210926235131.jpg

প্রয়োজনীয় উপকরণ:

. রঙিন কাগজ
.কাঁচি
.আঠা
.স্কেল
.পেন্সিল

IMG20210927214837.jpg

প্রস্তুত প্রণালী:

১ম ধাপ

IMG20210926230937.jpg

প্রথমে আমি ২১"-২১" সাইজের একটা রঙিন কাগজ নিয়েছি।

২য় ধাপ

IMG20210926231124.jpg

তারপর মাঝ বরাবর একটি ভাঁজ দিয়েছি।

৩য় ধাপ

IMG20210926231213.jpg

৪র্থ ধাপ

IMG20210926231252.jpg

৫ম ধাপ

IMG20210926231345.jpg

৬ষ্ঠ ধাপ

IMG20210926231418.jpg

৭ম ধাপ

IMG20210926231423.jpg

এভাবে পরপর কয়েকটি ভাঁজ দিয়ে এ পর্যায়ে নিয়ে এসেছি।উপরে ভাজগুলো সিরিয়াল মতো দেখানো হয়েছে।

৮ম ধাপ

IMG20210926231609.jpg

তারপর এভাবে একটি ভাঁজ দিয়ে একপাশে এভাবে কোনা করে ভেঙে নিয়েছি।

৯ম ধাপ

IMG20210926231708.jpg

তারপর ওই ভাজের উপরেই কোনা করে আর একটা ভাঁজ দিয়েছি।

১০ম ধাপ

IMG20210926231745.jpg

১১তম ধাপ

IMG20210926231939.jpg

দেখুন এভাবে করে আমি একেকটা ভাঁজ দিয়েছি।

১২তম ধাপ

IMG20210926232014.jpg

তারপর নিচের দিকে আর একটা ভাঁজ দিয়েছি।

১৩তম ধাপ

IMG20210926232116.jpg

১৪তম ধাপ

IMG20210926232209.jpg

১৫তম ধাপ

IMG20210926232223.jpg

তারপর কয়েকটা ভাঁজ দেওয়ার পর জিনিসটা এই পর্যায়ে এসেছে।উপরে পরপর প্রতিটি ভাঁজ দেখানো হয়েছে।

১৬তম ধাপ

IMG20210926232239.jpg

১৭তম ধাপ

IMG20210926232303.jpg

১৮তম ধাপ

IMG20210926232324.jpg

১৯তম ধাপ

IMG20210926232419.jpg

২০তম ধাপ

IMG20210926232527.jpg

তারপর উল্টে নিয়ে আরো কয়েকটি ভাঁজ দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছি।প্রতিটি ভাঁজ উপরে দেখানো হয়েছে।

২১তম ধাপ

IMG20210926232623.jpg

২২তম ধাপ

IMG20210926232654.jpg

প্রতিটি ভাঁজ দেওয়ার পর কাগজটি এমন হয়েছে।

২৩তম ধাপ

IMG20210926232743.jpg

২৪তম ধাপ

IMG20210926232914.jpg

উপরে দেখানো কোনাটা যেই পাশে আছে সেই পাশ আমি এভাবে ভাঁজ দিয়ে ভেঙে নিয়েছি।এপাশ ওপাস করে একটু ভাঁজ দিয়ে নিতে হবে।

২৫তম ধাপ

IMG20210926233357.jpg

২৬তম ধাপ

IMG20210926233435.jpg

তারপর মাঝ খান থেকে খুললে জিনিসটা দেখতে এমন হবে।

২৭তম ধাপ

IMG20210926233656.jpg

এখানে আমি ৯"-৯" সাইজের আরো একটা ছোট কাগজ নিয়েছি।

২৮তম ধাপ

IMG20210926233807.jpg

২৯তম ধাপ

IMG20210926233916.jpg

৩০তম ধাপ

IMG20210926233957.jpg

৩১তম ধাপ

IMG20210926234035.jpg

তারপর উপরে দেখানো ভাজের মতো এভাবে স্টেপ বায় স্টেপ আমি প্রতিটা ভাঁজ দিয়ে নিয়েছি।

৩২তম ধাপ

IMG20210926234242.jpg

ভাঁজ দেওয়ার পর আমার কাগজটা এমন হয়েছে।

৩৩তম ধাপ

IMG20210926234321.jpg

৩৪তম ধাপ

IMG20210926234440.jpg

তারপর ওই কোনা বরাবর এভাবে একটু ভেঙে নিয়েছি।

৩৫তম ধাপ

IMG20210926234620.jpg

ভেঙে নেওয়ার পির কাগজটি এমন হয়েছে দেখতে।

৩৬তম ধাপ

IMG20210926234626.jpg

৩৭তম ধাপ

IMG20210926234739.jpg

৩৮তম ধাপ

IMG20210926235106.jpg

তারপর উল্টে নিয়ে দুই পাশে আঠা লাগিয়ে এভাবে কোনার ভিতরে লাগিয়ে দিয়েছি।

৩৯ তম ধাপ

IMG20210926235102.jpg

ব্যাস আমার নৌকা এখন একদম তৈরি।এখন শুধু পানিতে ভাসানোর পালা।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc
@rme

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে ডিঙ্গি নৌকা অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন তা দেখার মত ছিল অনেক ভালো লাগলো আপনার পরিবেশনটা আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অও, দারুণ বানিয়েছেন আপু কাগজের নৌকাটি।আমার কাছে একদম সত্যিকারের নৌকার মতো লাগছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

দারুণ তো আপু, বেশ সুন্দর হয়েছে।
চিন্তা করতেছি এইডায় চড়ে এই বার বাড়ী যাবো কি বলেন আপনি? হি হি হি

ডিঙ্গি নৌকা আমার কাছে ভালো লাগে, এগুলো দেখলে আলাদা একটা ভাব কাজ করে। খুব সুন্দর করে তৈরী করেছেন আপনি। ধন্যবাদ

 3 years ago 

হ্যা ভাইয়া নৌকাটা ঘাটে বাধা থাকলো আপনি বাড়িতে যাওয়ার সময় নিয়ে যেয়েন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি মন্তব্য করেছেন।

 3 years ago 

ডিঙি নৌকা অনেক সুন্দর হয়েছে। কাগজ দিয়ে যে কোনো জিনিস বানানোই অনেক পরিশ্রম ও সময়ের কাজ। আপনি অনেক ধৈর্য সহকারে কাজ করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43