রঙীন কাগজ দিয়ে হাই হিল তৈরি,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ?আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে হাই হিল নিয়ে হাজির হয়ে গিয়েছি ।রঙিন কাগজ দিয়ে প্রতিদিন আমি সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ।আজ আমি আপনাদের সাথে আমার রঙিন কাগজ দিয়ে বানানো সুন্দর একটি হিল বানিয়ে শেয়ার করছি । আশা করি আপনাদের ভালো লাগবে ।চলুন তাহলে শুরু করি।



Picsart_22-01-28_22-50-33-453.jpg

images (4).png

PicsArt_21-12-17_17-47-48-634.png

images (4).png

  • রঙীন কাগজ
  • গ্লু
  • কাঁচি
  • স্কেল
  • পেন্সিল
  • পাথর

images (4).png

Polish_20220128_225545431.jpg

images (4).png

কার্য প্রনালী:

images (4).png

20220128_193235.jpg20220128_193919.jpg
প্রথমে ১১.৫ × ৩.৫ সেন্টিমিটার সাইজের একটি রঙিন কাগজ নিয়েছি। তারপর কাগজটিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
20220128_194114.jpg20220128_194602.jpg
তারপর পেন্সিলের দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং একইভাবে দুটো বানিয়ে নিয়েছি।
20220128_194804.jpg20220128_200122.jpg
এ পর্যায়ে ১০× ৩ সেন্টিমিটার সাইজের আরো একটি কাগজ নিয়েছি এবং কাগজটিকে মাঝখান থেকে ভাঁজ দিয়ে দিয়েছি।
20220128_200226.jpg20220128_200251.jpg
তারপরে ভাঁজ করে কাগজটিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দাগ বারবার কেটে নিয়েছি।
20220128_200841.jpg20220128_201156.jpg
তারপর কাগজটি মাঝখান থেকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ।আবার ৪×১ সেন্টিমিটার সাইজের আরো একটি কাগজ নিয়েছি।
20220128_201323.jpg20220128_203059.jpg
তারপর ওই ঝিরিঝিরি করা কাগজটিকে ছোট কাগজ দিয়ে মাঝখানে আঠা দিয়ে পেঁচিয়ে দিয়েছি এবং মাঝ বরাবর একটি ছোট্ট পাথর বসিয়ে দিয়েছি।
20220128_203206.jpg20220128_203255.jpg
তারপর পাথর বসানো কাগজটা নিয়ে আগে থেকে বানিয়ে রাখা কাগজের মাথার সাইডে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছে। এখানে আমার হিলের উপরের অংশ রেডি হয়ে গিয়েছে।
20220128_203451.jpg20220128_203719.jpg
প্রথমে যে দুইটা বানিয়ে রেখেছিলাম তার একটা নিয়ে গ্লু দিয়ে হিলের পেছনে লাগিয়ে দিয়েছি।
20220128_203744.jpg20220128_203757.jpg
তারপর দেখুন হিলেন নিচের সাইডটা একটু বাঁকা করে দিয়েছি।
20220128_204026.jpg20220128_204110.jpg
এ পর্যায়ে ৯× ৫ সেন্টিমিটার সাইজের আরো একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি দুই সাইডে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছি।
20220128_204135.jpg20220128_204306.jpg
তারপর দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে দিয়েছি এবং ওপরে ও নিচে একটু রাউন্ড করে কেটে নিয়েছি।
20220128_204412.jpg20220128_204527.jpg
এ পর্যায়ে দুই সাইডে একটু করে ভেজে দিয়ে দিয়েছি এবং ভাঁজ খুলে নিচের দিকে আবার রাউন্ড করে একটু দাগিয়ে নিয়েছি।
20220128_204811.jpg20220128_204836.jpg
তারপরে দাগের সাইডে কাঁচি দিয়ে কেটে দিয়েছি।
20220128_204942.jpg20220128_205040.jpg
এখানে গ্লু লাগিয়ে পেঁচিয়ে দিয়েছি।
20220128_205212.jpg20220128_205548.jpg
এ পর্যায়ে পেঁচানো অংশটা নিয়ে স্যান্ডেলের নিচের দিকে লাগিয়ে হিল তৈরি করে নিয়েছি। আবার ১০×১ সেন্টিমিটার সাইজের আরো একটি কাগজ নিয়েছি
20220128_205813.jpg20220128_205938.jpg
এই কাগজটা মাঝখান থেকে সামান্য একটু কেটে গোল করে নিয়েছি এবং দুইপাশে কোনা করে একটু ভেঙে দিয়েছি এবং দুই কোনায় গ্লু লাগিয়ে হিলের নিচের দিকে লাগিয়ে দিয়েছি।

20220128_210101.jpg

এখানে আরো একটি পাথর নিয়ে বেল্ট এর এক সাইডে লাগিয়ে দিয়েছি ।এভাবেই তৈরি হয়ে গেল আমার কাগজের তৈরি খুব সুন্দর একটি হাই হিল ।আপনাদের কারো পছন্দ হলে একটু পড়ে দেখতে পারেন। কার পায়ে ফিট হয়েছে সেটা আমাকে জানাবেন।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

images (4).png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

জাস্ট অসাধারণ আপু আপনি অনেক চমৎকার ভাবে রঙিন কাগজ ব্যবহার করে হাই হিল তৈরি করেছেন। আপনার এরকম প্রতিভা দেখে সত্যিই আমি মুগ্ধ। কাগজ দিয়ে ও যে এরকম ভাবে হাই হিল তৈরি করা যায় সেটা আমি আপনার এই পোস্ট না দেখলে জানতেই পারতাম না। খুবই সুন্দর ভাবে আপনি হাই হিল তৈরীর প্রক্রিয়া টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু প্রথমে দেখে মনে করেছিলাম এটা সত্যি সত্যি জুতা।এরপর দেখছি না এটা কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। আপু ওয়াও অসাধারণ হয়েছে। খুব নিখুত ভাবে তৈরি করেছেন।
অসংখ্য ধন্যবাদ আপু এতো জুতা তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 2 years ago 

আপু আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি জিনিস তৈরি করেছেন আপু। দেখতে অনেক সুন্দর লাগছে জুতাটি। আমি কখনো হিল জুতা পরি নি। আসলে এইরকম জুতা পরে হাঁটতে পারি না তবে খুব ভালোলাগে হাই হিল জুতা। অসাধারণ ভাবে তৈরি করেছেন কাগজ দিয়ে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন সবগুলো। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এগুলো পরে হাঁটা আসলেই একটু কঠিন। আমিও খুব একটা পরি না ওকেশন ছাড়া।ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা একটা কাগজের স্যান্ডেল। অসাধারণ হয়েছে আপনার এই শিল্পকর্ম। শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে এত সুন্দর করে হাইহিল তৈরি করেছেন দেখে সত্যিই আমি চমকে গেছি।😯 আপনি আসলেই চমৎকার একটি জিনিস তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা রঙ্গিন কাগজের হাইহিলটি একদম নিখুঁত হয়েছে । আপনি অনেক সুন্দর এবং ক্রিয়েটিভ একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন
। এমন পোস্ট গুলো আমি আসলেই অনেক ভালবাসি। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কেন ভাইয়া এত চমকে গেলেন?ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে এত অসাধারণ লাগলো কাগজ দিয়ে ফুল তৈরি বলে বোঝাতে পারবো না। আমার কাছে তো মনে হচ্ছে নিয়ে পড়ে ফেলি। মনে হচ্ছে এই জুতাটি পায়ে দিলে খুবই সুন্দর দেখাবে। কিন্তু আপু একটা জুতা কাগজ দিয়ে পড়া যায় না, মজা করলাম। ডিজাইন টা ও আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি আপনার অনেক বেশি সময় এবং পরিশ্রম লেগেছে এটি তৈরি করতে। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 
  • মেয়েদের এই হিল জিনিসটা আমার খুবই অদ্ভুত লাগে। সামনে টা নিচু পেছনে উচু কীভাবে পড়েন এটা 😳। যাইহোক রঙিন কাগজ দিয়ে যে এতো সুন্দর হিল জুতা তৈরি করা যায় এটা অজানা ছিল। অনেক সুন্দর এবং ইউনিক একটি ডাই প্রজেক্ট ছিল। এবং আপনার পোস্ট টা সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।
 2 years ago 

এই ধরনের হিল পরে আসলে যারা হাঁটতে পারে না তাদের জন্য কষ্টই হয় কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগছে।

 2 years ago 

আপু কাগজের তৈরি এই জুতাটি কিন্তু সত্যি মনে হচ্ছে যে বাস্তবে কিছু। আমি দেখে প্রথমে ভাবলাম হয়তো আপনি অন্য কিছু দিয়ে তৈরি করেছেন। কাগজ দিয়ে কিভাবে এত সুন্দর করে তৈরি করেছেন তা ভাবতেই অবাক লাগে। খুব সুন্দর হয়েছে আপু। অনেক ধন্যবাদ আপনাকে এটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু কাগজ দিয়ে তৈরি করতে একটু সময় লেগেছে আর কি।ধন্যবাদ আপু।

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আমি আপনার কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার একদম মনে হয়নি। এটি কাগজের তৈরি হাই হিল। সত্যি মনে হয়েছে এটি বাজার থেকে কিনে এনে। আপনি ছবি তুলে দিয়েছেন। সত্যিই অসাধারণ ছিলো। আসলে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

যাক আমার বানানো তাহলে সার্থক হয়েছে।সত্যিই ভাইয়া আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না এত সুন্দর একটা কাজ উপহার দিলেন আজ। আর আপনি যদি না বলতেন এটা কাগজের তৈরি, তাহলে বুঝতেই পারতাম না সত্যি। অসাধারণ হয়েছে এক কথায়। খুব খুব পছন্দ হয়েছে দিদি। অনেক অনেক শুভেচ্ছা রইলো এত সুন্দর কাজের জন্য ।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু আমি বানিয়ে যাকেই দেখিয়েছি সবাই অবাক হয়েছে।অনেক সুন্দর মন্তব্য করেছেন খুব ভালো লেগেছে আমার আপু🥰🥰

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42