আসসালামু আলাইকুম আমার প্রিয় কমিউনিটির বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয় অনেক ভাল আছেন আমিও অনেক ভালো আছি। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আরো একটি নতুন ডাই নিয়ে। আজ আমি আপনাদেরকে রঙিন কাগজ দিয়ে একটি কচ্ছপ তৈরি করে দেখাবো। আজ আমি খুব সহজেই কচ্ছপটি বানিয়ে ফেলেছি জানিনা আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে। তাই আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে । আশা করছি আপনাদেরও পছন্দ হবে ।কথা না বাড়িয়ে চলুন বানানোটি শুরু করি।
)
প্রয়োজনীয় উপকরণ:
)
)
প্রস্তুত প্রণালী:
)
প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি তারপর কাঁচি দিয়ে বৃত্তটিকে কেটে নিয়েছি। |
তারপর কাঁচি দিয়ে বৃত্তটির মাঝ বরাবর একটু কেটে দিয়ে গ্লু লাগিয়ে দিয়েছি। |
তারপর গ্লু দিয়ে আবার ঐ কাটা অংশটি লাগিয়ে কচ্ছপের পিঠ বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে সবুজ কালারের আরেকটি কাগজ পাতার মতো করে কেটে নিয়েছি। |
তারপর পাতার নিচ থেকে মাঝ বরাবর একটু কেটে গ্লু লাগিয়ে দিয়েছি। গ্লু লাগিয়ে কাটা অংশ বরাবর লাগিয়ে কচ্ছপের মাথা বানিয়ে নিয়েছে । |
এ পর্যায়ে আরো একটি সবুজ কালারের কাগজ নিয়ে মাঝখান থেকে ৪ টা ভাঁজ দিয়ে নিয়েছি তারপর কাঁচি দিয়ে পায়ের মতো করে কেটে নিয়েছি। |
তারপর এই চারটি পা নিয়ে কচ্ছপের পিঠের পেছনের অংশে লাগিয়ে দিয়েছি এবং কচ্ছপের মাথার অংশটার সাথে গ্লুই লাগিয়ে নিয়েছি। |
কচ্ছপের মাথার অংশটা পিঠের সাথে লাগিয়ে দিয়েছি। |
তারপর কচ্ছপের পিঠের উপর দিয়ে ফোটা ফোটা করে গ্লু লাগিয়ে নিয়েছি এবং সবুজ কালারের কিছু ছোট ছোট টুকরো কাগজ কেটে নিয়ে ওই পিঠের সাথে একটা একটা করে লাগিয়ে দিয়েছি। |
ব্যাস এভাবে করেই তৈরি হয়ে গেল আমার কাগজের তৈরি খুব সুন্দর একটি কচ্ছপ । |
)
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
@tauhida
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।
)
@tauhida
➡️ 🐢 দেখতে তো খুব সুন্দর দেখাচ্ছে। প্রথমে দেখে আমি মনে করেছিলাম এটি সত্তিকারের কচ্ছপ। আপনি খুব কষ্ট করে খুব সুন্দর করে এটি তৈরি করেছেন। এটা দেখতে খুবই চমৎকার লেগেছে আমার কাছে। খুব অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
দেখতে সুন্দর হয়েছে কিন্তু এটি তৈরি করতে আমার তেমন একটা কষ্ট হয়নি কারণ এটি বানানো খুব সোজা তাই বানিয়ে ফেললাম। অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের তৈরি কচ্ছপ দেখতে অসাধারণ লাগছে। আপনি খুব সুন্দর ভাবে এটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন । কচ্ছপের কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে যা সুন্দরভাবে শক্তিকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। শুভকামনা রইল আপনার জন্য।
আমার সাধারন কচ্ছপটি আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে আমার অনেক ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে একটি কচ্ছপ তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার সৃজনশীলতা দেখে খুব ভালো লাগলো। আপনার সৃজনশীল দক্ষতা অনেক ভালো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আপনার সুন্দর একটি মন্তব্যের দেখে আমারও অনেক ভালো লাগলো ধন্যবাদ।
ওয়াও আপু আপনার রঙিন কাগজ দিয়ে অনেক দারুণ ভাবে কচ্ছপ তৈরি করছেন।যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।একদম নতুন একটা ইউনিক আমাদের সাথে শেয়ার করার জন্য,অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকে আমার কচ্ছপটি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগছে।
খুবই চমৎকার হয়েছে আপু আপনার তৈরি রঙিন কাগজের কচ্ছপটি। কচ্ছপ টি দেখতে একদম সত্যি কারের কচ্ছপের মত দেখাচ্ছে। এরকম ইউনিক একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার কচ্ছপটি আপনার ভাল লেগেছে শুনে অনেক খুশি হলাম।
রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ একটি কচ্ছপ তৈরি করেছেন।খুব ভালো লাগলো।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।
অনেক অনেক আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা কচ্ছপ তৈরি করলেন। দেখতে তো একেবারে ছোট্ট কচ্ছপের মতো মনে হচ্ছে। সত্যিই অসাধারণ দেখাচ্ছে আপনার তৈরি এই কচ্ছপ টাকে। একবার আমাদের বাড়ির পুকুরে ছোট একটা কচ্ছপ দেখেছিলাম। তখন আমার খুবই ভাল লেগেছিল সেই ছোট্ট কচ্ছপ টাকে দেখে। আপনার তৈরি এই কচ্ছপ দেখে আজকে এসে ছোট কচ্ছপ এর কথা মনে পড়ে গেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করেছেন।
আরে সত্যি সত্যি কচ্ছপের মতো লাগছে দেখতে, সাবধানে নইলে আবার দৌড় দিতে পারে, হা হা হা।
আসলে বেশ দারুণভাবে পুরো বিষয়টি সম্পন্ন করেছেন এবং সুন্দরভাবে পুরোটা উপস্থাপন করেছেন। আমার কাছে আইডিয়াটি ভালো লেগেছে। ধন্যবাদ
ভাইয়া একবার দোর দিতে চেয়েছিল শক্ত করে আটকে দিয়েছি।
আপনি ভালো বলেছেন তার মানে আমার কচ্ছপটি আসলেই ভালো হয়েছে।অনেক ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ একটা কচ্ছপ তৈরি করেছেন। দেখতে তো একেবারে কচ্ছপের মতো মনে হচ্ছে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। তেমনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা কচ্ছপ তৈরি করে আপনি আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু কচ্ছপইতো বানিয়েছি তাই কচ্ছপের মতো লাগছে।অনেক ধন্যবাদ আপনাকে আপু।