শৈশবের মজার একটি ঘটনা
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আমি আপনাদের সাথে ছোটবেলার একটি ঘটনা শেয়ার করব । ছোট বেলায় আমাদের সাথে নানা রকম ঘটনা ঘটে থাকে যেটা বেশিরভাগ সময়ই আমরা ভুলে যাই । কিন্তু আবার এমন অনেক ঘটনা রয়েছে সেটা মনে পড়লে এখনো হাসি পায় । ছোট বেলার ঘটনা সত্যিই অনেক মধুর ছিল । সে সময়কার সময় গুলো সত্যি অনেক হাসি খুশিতে মজা করে কেটে যেত । সারাটা দিন খেলতে খেলতে কোথা দিয়ে যে সময়টা পার হয়ে যেত সেটা আমরা টেরই পেতাম না । সারাদিন শুধু খেলাধুলা আর টিভি দেখা মাঝে মাঝে বই খাতা নিয়ে বসা । একটা রুটিন ছিল প্রতিদিন সন্ধ্যার সময় একেবারে হাত মুখ ধুয়ে বই খাতা নিয়ে বসে যেতে হবে এবং যতক্ষণ না কারেন্ট যাবে ততক্ষণ টানা পড়তে হয় ।আগেকার দিনে আবার প্রতিদিন সন্ধ্যার পরে কারেন্ট চলে যেতে আর কারেন্ট চলে যাওয়া মানে আনন্দের সময় । তখন যে যার মত বই খাতা গুছিয়ে বাইরে খেলার জন্য চলে যেতাম ।ছোয়া ছুঁয়ি এবং লুকালুকি খেলা হত বেশিরভাগ সময় । কারেন্ট চলে গেলে ।
সেই দিনগুলো সত্যিই অনেক মধুর ছিল ।আগেকার দিনে টিভি দেখাটা যেন একেবারে রুটিন ছিল । টিভিতে বিভিন্ন ধরনের মজার প্রোগ্রাম হত যেটা একেবারে না দেখলেই নয় । আমরা তখন একেবারে ছোট আমি মাত্র তখন হয়তোবা ক্লাস টুতে পড়ি । আমরা কিছুদিন হল গ্রামের বাড়ি ছেড়ে পুরোপুরি শহরে চলে এসেছি । আসার পরপরই আমাদের বাড়িতে এখনো টিভি কেনা হয়নি টিভি কেনার কথা চলছিল । আমরা যে বাসাতে ছিলাম সে বাসায় একটা বিল্ডিং ছিল এবং পাশাপাশি দুই ফ্যামিলি আমরা থাকতাম । পাশের বাসায় টিভি থাকাতে আমরা মাঝে মাঝে সে বাসায় গিয়ে টিভি দেখতাম ।
টিভিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখা একেবারে নেশার মত ছিল না দেখলে যেন ভালই লাগত না । তখন চারিদিকে বন্যা হয়ে একেবারে পানিতে একাকার হয়ে গিয়েছিল । এর ভিতর আমাদের বাসা থেকে ওই বাসায় যেতে হলে বাইরে দিয়ে যেতে হয় । বন্যার পানি হওয়ার কারণে যেতে একটু অসুবিধা হতো । দুই বাসার দরজার মাঝখানে একটা জানালা ছিল সে জানালা দিয়ে বেয়ে বেয়ে পাশের বাসাই যাওয়া যেত । টিভি দেখার জন্য রাতের বেলা আমরা কয়েকজন মিলে সে জানালা দিয়ে পাশের বাসায় যাচ্ছিলাম টিভি দেখতে । আমার সাথে যারা ছিল ওরা খুব সুন্দর ভাবে জানালা দিয়ে পার হয়ে চলে গিয়েছিল ওই বাসার দরজায় ভেতরে । আমি যেতে গিয়ে ঠাস করে হাত ছুটে একেবারে পানির ভিতরে পড়ে গিয়েছিলাম ।পড়ার সাথে ঠাস করে শব্দ হয়েছিল ।
বাসার ভিতর থেকে আব্বু আম্মা বের হয়ে এসেছিল এবং আমাকে পানি থেকে উঠিয়ে ছিল তারপর অনেক বকাবকি করেছিল । তার দু একদিন পরে আমাদের বাসায় টিভি কিনেছিল যাতে আমরা আর অন্যের বাসায় টিভি দেখতে না যায় । আমাদের টিভি কেনার পরে আমরা সবাই মিলে রাত জেগে অনেক মজা করে টিভি দেখতাম । এক একটা নাটকের মাঝখানে যে খবর ও বিজ্ঞাপন হতো সেটা দেখতে দেখতে এমনও অনেক সময় আছে ঘুমিয়ে পড়েছি । আবার অনেক সময় কয়টা বিজ্ঞাপন দিত সেটা গুনতে গুনতে সময়টা পার হয়ে যেত । আমাদের টিভি কেনার পরে আশেপাশে অনেক লোকজন তখন আমাদের বাসায় টিভি দেখতে আসতো । সবাই যখন টিভি দেখতে আসতো তখন একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হতো । সেই সময়টা আসলেই অনেক ভালো ছিল ।
এখন তো আর টিভি দেখাই হয় না টিভি থাকলেও এখন আর আগের দিনের মতো সেরকম টিভি দেখার অতি আকর্ষণ আর নেই । ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে আসলে এখনো অনেক ভালো লাগে । আমাদের এমন অনেক আবদার রয়েছে যেটা আব্বু বলার আগেই পূরণ করত । বাবা মানেই আবদার ।এখন দিনগুলো মনে করলে শুধু কষ্টই বাড়ে । বাবার কাছে আবদারের যেন কোন শেষ নেই বড় কাল পর্যন্ত আবদার যেন চলতেই থাকে । আর যার বাবা চলে গেলে তখন সে বুঝে পৃথিবীটা যেন একেবারে শূন্য হয়ে গিয়েছে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
প্রতিটা মানুষের জীবনে শৈশবের মুহূর্তটা সত্যিই স্মৃতি মাখা। যেটা কখনো ভুলবার নয় হ্যাঁ আপু ছোট্টকালে বিভিন্ন ধরনের খেলাধুলায় মেতে ওঠা যেগুলো এখন আর দেখি না। বিশেষ করে টিভি দেখা যেটা সবার মধ্যে আলাদা অনুভূতি যোগায়। সবাই একসাথে হয়ে যেকোনো প্রোগ্রাম দেখার মুহূর্তটাই অসাধারণ ছিল খুবই মিস করি সেই দিনগুলো। শৈশবের স্মৃতি মাখা কথাগুলি অতীতকে স্মরণ করিয়ে দিল।
একদম ঠিক বলেছেন আগেকার দিনে টিভি দেখার মজাই ছিল আলাদা সবাই মিলে একসাথে টিভি দেখতাম খুব ভালো লাগতো এখন তো আর সেই মজা গুলো পাই না ।
হা হা হা, টিভি দেখতে গিয়ে কি একটা অবস্থা 🤭
আমি সেই ছোট্ট বেলায় ঠাস করে পড়ে গিয়েছিলাম আর সেটা শুনে আপনি এখন হাঁসলেন এটা কিন্তু আপনি ঠিক করলেন না ।
ছেলেবেলার অনুভূতি গুলো এখন মনে হলে অনুভূতিতে নাড়া দেয়।আপনার মতো আমিও বিজ্ঞাপন গুনতাম।আর এতো বিজ্ঞাপন দিতো,মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম।কারন ঘুম চলে আসতো।আপনি টিভি দেখতে যেতে গিয়ে পানিতেই পরে গেলেন,আহারে।যাক তারপর টিভি কেনা হয়েছিল জেনে ভালো লাগলো।সবাই মিলে রাত জেগে টিভি দেখতেন।সত্যি আপু বাবা মানেই সব আবদার।ধন্যবাদ আপনাকে ছেলেবেলার মজার ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন এত পরিমাণে বিজ্ঞাপন দিত আর এত লম্বা খবর পড়ত যে এটা দেখলে সত্যিই ঘুম এসে যেত ।
আপনার ছোটবেলার গল্পটি পড়ে সত্যিই ভীষণ হাসি পেল । যদিও এই ঘটনাটি আমার তখনকার সময় মনে ছিল না। তবে বড় বেলায় গল্পটি শুনেছিলাম যেটি বেশ মজার ছিল। যার কারণে পরবর্তীতে টিভি কেনা হয়েছিল। সত্যি সেই দিনগুলো অনেক মধুময় ছিল ।যা আর শত চেষ্টা করেও ফিরে পাওয়া সম্ভব নয়।
আসলেই ছোটবেলায় এমন ছোটখাটো অনেক ঘটনা আছে যেগুলো মনে পড়লে এখন শুধু হাসিই পায় ।