রঙীন কাগজ দিয়ে কাক তৈরি,10%shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আবার রঙিন কাগজ দিয়ে আমার বানানো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। রঙিন কাগজ দিয়ে আজ আমি খুব সুন্দর একটি কাক তৈরি করেছি। কাকটি দেখতে এত সুন্দর হয়েছে বিশেষ করে ঠোঁট দুটি একেবারে মনে হচ্ছে সত্যি কারের কাকের ঠোঁট। আমাদের বারান্দা থেকে প্রতিদিন দেখা যায় বারান্দার সামনে অনেকগুলো এসে বসে সেগুলো প্রতিদিন বসে বসে দেখি ভালোই লাগে। তাই ভাবলাম কাক বানালে কেমন হয় পরে খুঁজে দেখলাম যে ইউটিউবে বানানো আছে সেটা দেখে আমি একটি কাক বানিয়ে ফেললাম আর সাথে সাথে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের নিশ্চয়ই ভালই লাগবে আমার কাকটি। তাহলে চলুন আমি এখন কাক বানাবো আপনারা আমার সাথে থাকবেন।


PhotoEditorPro_1648207219330.jpg

rod-159723_640.png

20220309_201530.jpg

কালো কাগজ
কারেকশন পেন
কালো কলম
কাঁচি

rod-159723_640.png

20220324_175604.jpg
rod-159723_640.png

20220309_201517.jpg

rod-159723_640.png

20220324_174219.jpg20220324_174254.jpg
20220324_174354.jpg20220324_174434.jpg
প্রথমে ১৪/১৪ সেন্টিমিটার সাইজের একটি কালো রঙের কাগজ নিয়েছি। তারপর কাগজটা মাঝখান থেকে কোনা করে একটা ভাঁজ দিয়েছি ।কোনা করে ভাঁজ দিয়ে কোনায় কোনায় মাথার দিকে আরো দুটো ভাঁজ দিয়েছি। তারপর কাগজটা উল্টিয়ে মাঝখান থেকে আরও একটা ভাঁজ দিয়েছি। প্রতিটা ভাঁজ ছবিতে দেখানো হয়েছে।
20220324_174450.jpg20220324_174535.jpg
20220324_174622.jpg20220324_174859.jpg
তারপর কাগজটা উল্টিয়ে দুই কোনা আবার ভাঁজ দিয়েছি। তারপর কাগজটা উল্টিয়ে মাঝখান থেকে আবারও আরেকটা ভাঁজ দিয়েছি। প্রতিটা ভাঁজ দেখুন ছবিতে যেভাবে দেখানো হয়েছে এভাবে করে আমি ভাঁজগুলো দিয়েছি।
20220324_174946.jpg20220324_175003.jpg
20220324_175014.jpg20220324_175129.jpg
তারপর উপরের ছবির মত করে প্রতিটা ভাঁজে ভাঁজে ভাঁজ দেওয়ার পরে দেখুন আমার কাকের ঠোঁট রেডি হয়ে গিয়েছে এবং কাকের পাখনা দুটোও রেডি হয়ে গিয়েছে।

20220325_171921.jpg

এবার আমি কাকের চোখ এঁকে নিয়েছি।

20220325_171818.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার কালো রঙের কাগজ দিয়ে খুবই সুন্দর একটি কাক।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

logo.gif

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপু আপনার কাক দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে।চোখ ও ঠোঁট দেখতে অসাধারন হয়েছে। আপনি কাগজ দিয়ে খুব সুন্দর করে কাক বানিয়েছেন। আপনার কাক দেখতে অনেক কিউট লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আসলেই আপু কাকের ঠোঁট দুটি অনেক সুন্দর লাগছে।
আপনার কাজটি জাস্ট অসাধারণ হয়েছে। বেশ ইউনিক ছিলো এটি। কাকটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে এটি তৈরি করতে অনেক ধৈর্য ও সময় এর প্রয়োজন হয়েছিল।

ধন্যবাদ আপনাকে আপু আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এসব জিনিস বানাতে ভালোই সময় লাগে আপু অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি কাক তৈরি করেছেন আপনি। বিশেষ করে কাবার কাগজ ব্যবহার করায় খুব সুন্দর ফুটে উঠেছে। আর কাকের ঠোঁট আর চোখ গুলো একদম পারফেক্ট হয়েছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি কাক তৈরি করেছেন। আপনার তৈরি কাকটি দেখতে অনেক কিউট লাগছে। কাক তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

অসাধারণ অসাধারণ অসাধারণ, খুবই ভাল লেগেছে আপনার এত সুন্দর দক্ষতা দেখে। সেম বাস্তব কাকের মত লাগছে। অনেক মাথা খাটাতে হয়েছে যা বুঝলাম। তবে যতটাই কষ্ট করেছেন, ততটাই সুন্দর একটি জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করতে পেরেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

প্রতিদিন আপনার বারান্দার সামনে অনেকগুলো কাক এসে বসে থাকে, আর সেই কাক দেখতে দেখতে আপনি রঙিন কাগজের কাকই তৈরি করে ফেললেন আপু। বাস্তবে কাক দেখতে যেরকম হয় আপনার তৈরি রঙিন কাগজের কাকটিও ঠিক তেমনটিই মনে হচ্ছে। আপনার অসাধারণ দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কাকটি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ভালোলাগার কাকটি আপনি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া কষ্ট করে আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে আপু। রঙ্গিন কাগজের তৈরি কাকটা দেখতে সত্যিই অসাধারন হয়েছে। আপনি কাক বানানোর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য মঙ্গল কামনা করি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনার বানানো কাকটির ঠোঁট সত্যিই আসল কাকের মতোই লাগছে। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার তৈরি করা কাকটি। কাক তৈরি করার ধাপগুলো আপনি খুবই গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া কিন্তু একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবিই সুন্দর হয়েছে আপু আপনি বরাবর আমাদের মাঝে নতুন কিছু নিয়ে আসেন । যা দেখতে খুবিই ভালো দেখায়। কাক বানানো পদ্ধতি আজকে আপনার মাধ্যমে শিখে গেলাম। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32