প্রেশার কুকারে ভাপা পিঠা তৈরী

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240114_005244460.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আমি আপনাদেরকে প্রেসার কুকারে ভাপা পিঠা তৈরি করে দেখাবো ।ভাপা পিঠা আমার কাছে খুব ভালো লাগে তবে বাইরে ওরা বিক্রি করে সেটা খেতে একটুও ভালো লাগে না । কারণ আমি বেশি করে মিষ্টি দিয়ে ভাপা পিঠা খেতে খুব পছন্দ করি । এই কারণে একটু কষ্ট করে হলেও নিজে বানিয়ে খাওয়ার চেষ্টা করি । তানিয়া ম্যাডাম অনেকগুলো চারের গুড়া দিয়েছে এবং আমার আম্মা বাসা থেকে বেশ খানিকটা নারিকেল কুড়িয়ে পাঠিয়েছে আমার শুধু গুড় কিনে নিয়ে নিলেই হয়ে যায় । আর আমাদের বাসায় নিচে যে দোকানটা রয়েছে সেখান থেকে গুড় কিনে নিয়ে এসেছি । যেই ভাবা সেই কাজ ঝটপট বানিয়ে ফেললাম পিঠাটি । তবে বানানোর সময় একটা ঝামেলায় পড়তে হয়েছিল কারন পিঠা তৈরির জিনিসগুলো আমার কাছে ছিল না । যার কারণে কিসে বানাবো ভাবছিলাম এর ভিতর দেখলাম ছেলে দোকান থেকে একটি বল কিনে নিয়ে এসেছে এবং সেটার ভেতরের জেমস বিক্রি করছে । সেই বলটা মাঝখান থেকে খোলা যায় এবং সেটার ভেতরে আমি পিঠাটি বানিয়ে পেলে খুব সুন্দর পিঠা তৈরি হয়ে গেল ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

চালের গুঁড়া
গুড়
নারিকেল
লবন
পানি

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

Polish_20240114_005328433.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240114_004513.jpg20240114_004459.jpg
20240114_002942.jpg20240114_003011.jpg

প্রথমে লবণ ও পানি দিয়ে চালের গুঁড়া গুলো ভালো করে মাখিয়ে নিয়েছি । তারপর মাখানো হয়ে গেলে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি এরপর নারিকেল রেডি করে নিয়েছি।

20240114_002954.jpg20240114_004447.jpg
20240114_004433.jpg20240114_004418.jpg
20240114_004402.jpg20240114_004349.jpg

এরপর গুরু নারকেল রেডি করে নিয়ে তারপর দেখুন সেই বলের অংশের ভেতরে প্রথমে এক পার্ট চালের গুঁড়ো দিয়ে দিয়েছি । তারপর তার ওপর দিয়ে গুড় ও নারকেল দিয়ে দিয়েছি । আবার কিছু অংশ চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিয়ে আবার গুড় নারকেল দিয়ে দিয়েছি আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিয়ে তারপরে আবার গুড় দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছি ।

20240114_004329.jpg20240114_004317.jpg
20240114_004302.jpg20240114_004242.jpg

এরপর চুলায় একটি প্রেসার কুকার বসিয়েছি এবং প্রেসার কুকারের উপরের সিটিটা খুলে দিয়েছি । তারপর তার উপরে একটি তেল মাপার কাপ বসিয়েছি এবং সেই কাপের উপরে আমি পিঠাটাকে নেট দিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি । তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছু সময়ের জন্য । এরপর ঢাকনা খুলে দেখব পিঠাটা হয়ে গিয়েছে । দেখুন কত সুন্দর পিঠা হয়েছে খেতে অনেক মজা হয়েছিল ।

20240114_002929.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 7 months ago 

দারুন অভিনব উপায়ে আপনি পিঠা রেসিপি শেয়ার করেছেন আপু।ভীষণ ভালো লাগলো প্রসার কুকারে ভাপা পিঠা বানানোর পদ্ধতি দেখে।ধাপে ধাপে পিঠা তৈরি পদ্ধতি গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ নতুন একটি ভাপা পিঠা বানানোর পদ্ধতি দেখানোর জন্য পোষ্টের মাধ্যমে।

 7 months ago 

এরকম করে পিঠা তৈরি করলে খুব সহজে বানিয়ে ফেলা যায় । আগের নিয়মে বানাতে গেলে একটু ঝামেলাই হয়।

 7 months ago 

ভাপা পিঠা আমারও খুবই পছন্দের আপনার পিঠাগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। তবে প্রেসার কুকার এভাবে কখনো তৈরি করা হয়নি। নতুন একটি সিস্টেম আপনার কাছ থেকে শিখা হলো। তৈরি করে ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। পছন্দেরও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 7 months ago 

আপু পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। প্রেসার কুকারে এভাবে তৈরি করলে কিন্তু ঝামেলা কম হয় একবার করে দেখতে পারেন ।

 7 months ago 

ভিন্ন ভাবে ভাপা পিঠা তৈরি করা দেখলাম। তেল মাপার কাপকে ভাপা পিঠা তৈরীর কাজে ব্যবহার করেছেন তবে যাই হোক আমার কিন্তু প্রিয় পিঠা রেসিপি এটা তাই দেখেই খেতে ইচ্ছে করছে যদি অনুমতি দেন তাহলে একটা খেয়ে দেখি হি হি হি।

Posted using SteemPro Mobile

 7 months ago 

খেয়ে দেখতে পারেন কোন সমস্যা নেই বাটি ধরে দেওয়াই আছে। শুধু লোভ লাগিয়েন না ।

 7 months ago 

শীতের সময় গরম গরম ভাপা পিঠা খেতে ভীষণ মজার। আর উপকরনগুলো যদি সব ম্যানেজ হয়ে যায়। তবে তো কথাই নেই।তবে এই পদ্ধতিতে কখনও ভাপা পিঠা করা হয়নি।আপনি খুব সহজে আর খুব চমৎকার ভাবে পিঠাগুলো বানিয়ে ফেললেন।আমার কাছে খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে দারুন মজার পিঠাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আসলে শীতের সময় এই ভাপা পিঠাগুলো খেতে খুব ভালো লাগে আমার কাছে । গরমের থেকে একটু ঠান্ডা ঠান্ডা হলে সেটা খেতে বেশি ভালো লাগে ।

 7 months ago 

ঠিক বলেছেন আপু দোকানের ভাপা পিঠা তেমন একটা মজা হয় না। কারণ গুড় এবং নারকেল খুবই কম দেয়। আর এটা কেমন হলো আপু নিজে নিজে ভাপা পিঠা তৈরি করে খাচ্ছেন আমাকে বলছেন না। আমি গেলেও কিন্তু এভাবে ভাপা পিঠা তৈরি করে খাওয়াতে হবে। দেখেই খেতে ইচ্ছা করছে। আর খুব সুন্দর সাইজও হয়েছে দেখছি।

 7 months ago 

দোকানের পিঠায় ওরা গুড়ো ও নারকেল কোনটাই দিতে চায় না সেসব পিঠা খেতে একটু ভালো লাগে না । এজন্য কষ্ট করে হলেও নিজে বানিয়ে খাই ।

 7 months ago 

সত্যিই আপু আপনার এই আইডিয়ার প্রশংসা না করে থাকতে পারলাম না। এভাবে প্রেসার কুকারে ভাপা পিঠা তৈরি করা যায় জানা ছিল না। আপনার কি শান্তি বোন দিয়েছে চালের গুঁড়া আর মা পাঠিয়েছে নারিকেল কুড়িয়ে শুধু গুড় কিনে খুবই মজাদার পিঠা তৈরি করে নিলেন।আমিও ভাপা পিঠা খেতে খুব পছন্দ করি আর আপনার পিঠা দেখে খুব খেতে ইচ্ছে করছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার পিঠা রেসিপি শেয়ার করার জন্য।

 7 months ago 

সব কিছু রেডি ছিল বিধায় এভাবে ঝটপট প্রেসার কুকারে বানিয়ে ফেললাম আর এটাও আম্মার কাছ থেকে শেখা ।

 7 months ago 

বাহ আপনার পিঠাগুলো দেখে তো ভীষণ ভালো লাগছে। দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। আসলে বাইরের কেনা পিঠাগুলো খেতে অতটা মজা হয় না ।কারণ ওরা গুড় কম দেয় আর নারিকেল তো দেয়ই না ।আপনি দেখছেন আম্মার সিস্টেমে পিঠা বানিয়েছেন। দেখে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আম্মার কাছ থেকে শিখে এসেছি এবং ঝটপট বানিয়ে খেয়ে নিয়েছি পিঠাগুলো ভালই হয়েছিল ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63