★একটি মই এর থ্রী ডি আর্ট★
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি থ্রিডি আর্ট । অনেকদিন পরে এই থ্রিডি আর্ট করতে বসেছি , জানিনা আর্টটি কেমন হয়েছে । আগে অনেক বেশি থ্রিডি আর্ট করেছি ইদানিং করাই হচ্ছে না । তাই ভাবলাম যে একটি আর্ট করে ফেলি । কিন্তু করতে বসে যত সহজে এঁকে ফেলতে পেরেছি তবে ছবি তুলতে গিয়ে অনেক বেশি ঝামেলা হয়েছে । কিছুতেই থ্রিডি আর্টটিকে ফুটিয়ে তুলতে পারছিলাম না । আর বারবার বিরক্ত লাগছিল কারণ এই আর্ট গুলো করার থেকে ছবি তোলাটা অনেক বেশি কষ্টকর । ছবিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে না পারলে এটা থ্রিডি আর্ট মনে হয় না । কিন্তু আমি ছবি তোলার সময় থ্রী ডি আর্ট মনে হয়নি পরে যখন ছবিগুলো চেক করছিলাম তখন দেখি ছবিতে থ্রিডি আর্ট ঠিকই বোঝা যাচ্ছে ।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
স্কেল
কালো কলম
টিস্যু
কার্যপ্রণালী
প্রথমে পেন্সিল দিয়ে একটি সাদা কাগজের উপরে চারকোনা একটি ঘর এঁকে নিয়েছি ।
এরপর এক কোনা থেকে নিচের দিকে কোনা করে একটি দাগ দিয়েছি ।
বাম পাশের দিকে লম্বা লম্বা করে কয়েকটা দাগ দিয়েছি ।
তারপর ডান সাইডে বাম সাইডের দাগের সমান করে করে নিচের দিকে কয়েকটা দাগ দিয়ে নিয়েছি । দাগগুলো দুই পাশের দাগের সাথে মিলিয়ে মিলিয়ে দিতে হবে ।
এরপর পেন্সিলের দাগ এর উপরে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি ও এক সাইডে মই আঁকার জন্য লম্বা লম্বা করে দুটো দাগ দিয়ে নিয়েছি ।
এরপর কালো কলম দিয়ে মোটা করে দাগিয়ে মইটা সম্পূর্ণ এঁকে নিয়েছি এবং ভেতরে ছোট ছোট দাগ গুলোও দিয়ে নিয়েছি ।
এরপর ছোট ছোট করে আরো কয়েকটা দাগ দিয়েছি । তারপর মই এর নিচে ছোট্ট করে দুটো দাগ দিয়ে দিয়েছি ।
এরপর দাগ দুটো পেন্সিল দিয়ে দাগিয়ে দিয়েছি এবং বাম পাশের সবগুলো ঘর পেন্সিল দিয়ে হালকা হালকা করে দাগিয়ে নিয়েছি ।
এরপর টিস্যু দিয়ে পেন্সিলের দাগ গুলো মুছে মুছে হালকা করে দিয়েছি এবং লম্বা দাগ গুলো টিস্যু দিয়ে মুছে মুছে মিশিয়ে দিয়েছি । আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে । এখন খুব সুন্দরভাবে ছবি তুলে থ্রী ডি আর্টটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
আপু আপনি কিন্তু একেবারে ঠিক বলেছেন এই ধরনের আর্টগুলো করতে যতটা সময় লাগে তারচেয়ে বেশি সময় লাগে ফটোশুট করতে। কারণ ফটো যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু থ্রিডি লাগেনা ।এটা খুবই ঝামেলার ব্যাপার এজন্যই মনে হয় যেন আমি এখন এই আর্ট গুলো বাদ দিয়ে দিয়েছি। তবে আপনি কিন্তু খুব সুন্দর ভাবে আর্ট করেছেন এবং ফটো তুলেছেন। ধন্যবাদ আপু আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
থ্রী ডি আর্টের ছবি তোলাটাই আসল ঠিকমতো ছবি তুলতে না পারলে থ্রিডি আর্ট করে কোন মজা নেই ।
থ্রী ডি আর্ট গুলো দেখতে সত্যি বেশ সুন্দর লাগে আপু। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁত ভাবে আর্ট করেছেন। থ্রী ডি আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। থ্রী ডি আর্ট করতে ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়ে থাকে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
থ্রি ফি আর্ট করতে যতটা ধৈর্য না লাগে ছবি তুলতে তার থেকে অনেক বেশি ধৈর্য ও সময়ের প্রয়োজন হয় ।
আপনি একদম ঠিকই বলেছেন,এই আর্ট গুলো করার থেকে ছবি তোলাটা অনেক বেশি কষ্টকর। আপনি অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন আপু। প্রথমে তো দেখে মনে করেছিলাম ফটোগ্রাফি। পড়ে ভালো করে দেখলাম আপনি আর্ট করেছেন।
আমার থ্রী ডি আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু ।
বেশ সুন্দর করে এঁকেছেন ত্রিডি আর্টটি।ফটোগ্রাফি বেশ সুন্দর করেছেন। এজন্যই আর্টটি দেখতে বেশি ভালো লাগছে।অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি গুলো অনেক সময় নিয়ে একটু সুন্দরভাবে করার চেষ্টা করেছি কিছুতেই হচ্ছিল না পরে ছবিতে দেখি হয়েছে ।
বেশ সুন্দর একটি থ্রি ডি আর্ট আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। হুম এ কথা সত্য যে আর্ট করা আবার প্রতিটি ধাপের ছবি তোলা কিন্তু বেশ কঠিন। তাও আবার থ্রিডি আর্ট। বেশ সুন্দর করে কিন্তু আপু আপনি প্রতিটি ধাপ তুলে ধরেছেন।
আগে অনেক বেশি থ্রী ডি আর্ট করতাম ইদানিং খুব একটা করা হয় না । অনেকদিন পরে করেছি অনেক ভয়ে ভয়ে তারপরও মোটামুটি ভালই হয়েছে মনে হল ।
আসলে আপু আপনি ঠিকই বলেছেন এই থ্রিডি আর্ট গুলো করা যতটা সহজ ছবিতে ফুটিয়ে তোলা সেটি অনেক বেশি কঠিন । তবুও তো অনেক চেষ্টার পরে আপনি দারুণভাবে আর্ট টি ফুটিয়ে তুলতে পেরেছেন । দেখতে বেশ ভালই লাগছে । ধন্যবাদ আপনাকে।
প্রথমত ভেবেছিলাম হবেই না আর্টটি করার পরে মনটাই খারাপ হয়ে গিয়েছিল । পরে ছবি দেখে ভালো লেগেছে ।