এসো নিজে করি কাগজ দিয়ে হাতি তৈরি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন ?আশা করি সবাই যার যার জায়গা থেকে ভাল আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি হাতি বানিয়ে দেখাবো। আমি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বানিয়ে থাকি ।আমি একটা জিনিস বানানোর পরে পরীক্ষা করার জন্য আমি আমার সাড়ে তিন বছরের বাচ্চাকে দেখিয়ে জিজ্ঞাসা করি যে বলতো বাবা এটা কি তখন ও যদি বলে সঠিক নামটা তখন আমি বুঝতে পারি যে আমার বানানোটা ঠিক হয়েছে ও দেখার পরে তখন আমি আমার হাসবেন্ডকে দেখায় সে যদি ভোট দেয় তবেই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। আজ আমি কাগজ দিয়ে একটি হাতি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

Polish_20211123_015214945.jpg

প্রয়োজনীয় উপকরণ

রঙিন কাগজ

কাঁচি

কালো পেন্সিল

IMG20211121235805.jpg

প্রস্তুত প্রণালী:

১ম ধাপঃ

IMG20211121231332.jpgIMG20211121231421.jpg

প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে এভাবে কোনা করে একটি ভাঁজ দিয়ে নিয়েছি।

২য় ধাপঃ

IMG20211121231459.jpg

ভাঁজ দেওয়ার পর যে বাড়তি অংশ রয়ে গেছে সেই অংশটা আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি।

৩য় ধাপঃ

IMG20211121231517.jpgIMG20211121231556.jpg

তারপর মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি।

৪র্থ ধাপঃ

IMG20211121231614.jpg

তারপর উপরের ছবির মত করে আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি।

৫ম ধাপঃ

IMG20211121231654.jpgIMG20211121231741.jpg

৬ষ্ঠ ধাপঃ

IMG20211121231916.jpg

৭ম ধাপঃ

IMG20211121231840.jpgIMG20211121232124.jpg

উপরে দেখানো ছবির মত করে প্রতিটা ভাঁজ দেওয়ার পর আমার কাগজটা এই পর্যায়ে এসেছে তারপরে দেখুন ছবির মত করে আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছে।

৮ম ধাপঃ

IMG20211121232209.jpg

দুই সাইডে এভাবে কোনা করে ভাঁজ দিয়ে নিয়েছি।

৯ম ধাপঃ

IMG20211121232524.jpgIMG20211121232632.jpg

তারপর নিচের অংশটাকে একটি ভাঁজ দিয়েছি ভাঁজ দেওয়ার পর কাগজটা খুলে উপরের ছবির মত দেখতে হয়েছে।

১০ম ধাপঃ

IMG20211121232740.jpg

দুই সাইডে একইরকমভাবে ভাঁজ দিয়ে আমি আমার কাগজটাএই পর্যায়ে নিয়ে এসেছি।

১১তম ধাপঃ

IMG20211121233042.jpgIMG20211121233139.jpg

তারপর দুই সাইডের কোনা ধরে এভাবে করে ভাঁজ দিয়ে ভেঙে নেওয়ার পরে কাগজটা দেখতে এমন হয়েছে।

১২তম ধাপঃ

IMG20211121233543.jpg

১৩তম ধাপঃ

IMG20211121233622.jpgIMG20211121233653.jpg

দুই পাশের কোনা অংশগুলোকে এভাবে করে ভাঁজ দিয়ে তারপর মাঝখান থেকে এভাবে ভেঙ্গে নিয়েছি।

১৪তম ধাপঃ

IMG20211121233756.jpg

তারপরে কাগজটাকে উল্টিয়ে নিয়ে ছোট অংশটাকে এভাবে ভাঁজ দিয়ে ভেঙে নিয়েছি।

১৫তম ধাপঃ

IMG20211121233819.jpgIMG20211121233842.jpg

উপরের ছবিতে দেখুন আমি যেভাবে কাগজটা ভাঁজ দিয়ে নিয়েছি ঠিক সেরকম ভাবে এক সাইডের কাগজটা ভাঁজ দিয়ে নিতে হবে।

১৬তম ধাপঃ

IMG20211121233902.jpg

১৭তম ধাপঃ

IMG20211121234016.jpgIMG20211121234337.jpg

১৮তম ধাপঃ

IMG20211121234438.jpg

উপরের ছবির মত করে ভাঁজ দিয়ে আমি আমার হাতির লেজটা বানিয়ে নিয়েছি।

১৯তম ধাপঃ

IMG20211121234459.jpgIMG20211121234613.jpg

তারপর হাতির শুঁড়টা তৈরি করার জন্য আমি উপরের ছবির মত করে কাগজটা এভাবে ভেঙে নিয়েছি।

২০তম ধাপঃ

IMG20211121234708.jpgIMG20211121235110.jpg

দেখুন আমার হাতির শুঁড় বানানো হয়ে গিয়েছে। আমি একটা কালো পেন্সিল দিয়ে হাতির চোখ এঁকে নিয়েছি।

২১তম ধাপঃ

IMG20211121235608.jpg

ব্যাস তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের তৈরি চমৎকার একটি হাতি।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার পোষ্ট কোয়ালিটি দেখে। এত সুন্দর মার্ক ডাউন এর ব্যবহার। আমার প্রথমেই অনেক ভালো লাগলো তারপরে আপনি রঙিন কাগজ দিয়ে হাতি তৈরি করেছেন। আসলে ইউনিক আইডিয়া ছিলো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য শুভ কামনা রইল। অনেক ভালো লাগলো দেখে

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

আপু আপনার হাতিটা খুবই সুন্দর হয়েছে ।আমার কাছে আপনার বাচ্চা হাতি টা বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর করে আপনি হাতি দুটিকে বানিয়েছেন। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন ।যার জন্য আপনার পোস্টটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি হাতি আমাদের সাথে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও!
এটা কি করলেন আপনি আপু? হায় হায় পুরো আস্ত একটা হাতি বানিয়ে ফেলছেন, হা হা হা। আমি তো প্রথমে দেখে পুরাই অবাক হয়ে গেছি, এতোটা সুন্দর করে এভাবে হাতি বানানোর বিষয়টি সত্যি আমার কাছে দারুণ লেগেছে এবং আপনি খুব সুন্দরভাবে পুলো কার্যটি সম্পাদন করেছেন। দারুণ হয়েছে আপু, অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি হাতে তৈরি করেছেন। এমনকি হাতিটি দেখতে খুবই সুন্দর এবং অসাধারণ হয়েছে। আমাদের মাঝে এত সুন্দর একটা উপহার উপস্থাপন করেছেন যা সত্যি অবাক করার মত। আপনার রঙিন কাগজের ভাঁজ গুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন এবং ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছেন। আমাদের এত সুন্দর একটা হাতি উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা হাতি তৈরি করেছেন।আমার কাছে আপনার ডাই তৈরিটি খুবই ভালো লেগেছে।ধাপে ধাপে সুন্দর করে তুলে ধরেছেন।ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি হাতি তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। আমি প্রত্যেকটা ধাপ ভালো করে দেখছিলাম কিন্তু কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে আমি পারব না এটি। তারপরও একদিন চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার কাগজ দিয়ে তৈরি করা হাতিটি অনেক সুন্দর হয়েছে। লাল কালার হাতি দেখে বেশ অবাক লাগছে । আর আপনার পোষ্টের মার্ক ডাউন এর প্রশংসা না করলেই নয়। সব মিলে সুন্দর একটি পোস্ট ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাশাআল্লাহ কি সুন্দর আপনি কাগজ দিয়ে একটি হাতি তৈরি করে ফেললেন সত্যিই খুবই সুন্দর লাগছে আর একদমই বাস্তব মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি শিল্পকর্ম আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার হাতি তৈরি টি অসাধারণ হয়েছে। কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে ও এতটি দক্ষতার সাথে হাতি তৈরি করেছেন দেখে ভালো লাগছে। এবং এর সাথে আপনার উপস্থাপনা ও ছিল বেশ সুন্দর।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কি মিষ্টি কি মিষ্টি 🥰🥰🥰 এত কিউট হাতি আমি আজ অবধি দেখি নি দিদি। কাগজের যে হাতি হয় আজ না দেখলে বিশ্বাস করতাম না সত্যি। আর সব চেয়ে বেশি ভালো লাগলো গোলাপী রঙের হাতি দেখে 👌👌 চমক ছিল এক রকম।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 56776.60
ETH 2424.08
USDT 1.00
SBD 2.37