রঙীন কাগজ দিয়ে মুরগি তৈরি,10%shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআ লাইকুম আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই ভাল আছেন নিশ্চয়ই ।আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।



আজ আমি আবারও রঙিন কাগজ দিয়ে একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই ডাই প্রজেক্টগুলো প্রতিদিন বানিয়ে বানিয়ে আমি একেবারে বাসাটা ভরেই ফেলছি। আর আমার বাচ্চা তো খুশিতে সবসময় লাফালাফি করছে। সব সময় একটা বায়না ধরে মা আমাকে এটা বানিয়ে ওটা বানিয়ে দাও। আজ সে বায়না ধরেছে আমাকে একটা ট্রেন বানিয়ে দাও। আমি তো বলছি আমি ট্রেন বানাতে পারি না কিন্তু আমাকে বলছে বানিয়ে দিতেই হবে আমি বলছি আচ্ছা দিব তখন ও বলে যে এমন একটা ট্রেন বানাবো যে আমি যেন ট্রেনে চড়তে পারি ।তখন আমার বলার কিছুই রইল না। আজ আমি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি মুরগি তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব।



20220416_022414.jpg

images (4).png

20220315_155848.png

রঙীন কাগজ
কালো কলম
গ্লু
কাঁচি

images (4).png

20220315_155727.png

images (4).png

20220410_155713.jpg20220410_155752.jpg
20220410_161156.jpg20220410_161307.jpg

প্রথমে ২০/২০ সেন্টিমিটার সাইজের একটি সাদা কাগজ নিয়েছি। তারপর কাগজটি মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিয়েছি। দুই পাশ থেকে মাঝখান থেকে ভাঁজ দিয়ে তারপরে কোনা করে দুই সাইড দিয়ে নিয়েছি। উপরের ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেরকম ভাবে দিয়েছি।

20220410_162453.jpg20220410_162519.jpg
20220410_162540.jpg20220410_162614.jpg

তারপরে প্রতিটা ভাঁজে ভাঁজে ভাঁজ করে কোনা করে তৈরি করে নিয়েছি ও মাঝখান থেকে দুই পাশ থেকে ভাঁজ করে নিয়েছি ও নিচের দিকে কিছু অংশ ভাঁজ করে ভেঙে দিয়েছি। উপরের ছবিতে প্রত্যেকটা ভাঁজ দেখানো হয়েছে।

20220410_163337.jpg20220410_163557.jpg
20220410_163716.jpg20220410_163836.jpg

একই রকমভাবে কাগজটা ভাজ করে এক সাইডে রেখেছি ।তারপর ৮/১০ সেন্টিমিটার সাইজের আরেকটি হলুদ রঙের কাগজ নিয়ে পেন্সিল দিয়ে এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

20220410_163947.jpg20220410_164132.jpg

একটা পাখনার মতো তৈরি হয়েছে। তারপর পাখনা দুটো আগে থেকে বানিয়ে রাখায় কাগজটার সাথে লাগিয়ে দিয়েছি। তারপর আরেকটি ৩/৫ সেন্টিমিটার সাইজের একটি রঙিন কাগজ নিয়েছি।

20220410_164240.jpg20220410_164413.jpg
20220410_164736.jpg20220410_164855.jpg

তারপর কাগজটা কেটে মুরগির ঝুঁটি বানিয়ে নিয়েছি ও আরও একটি ছোট কাগজ নিয়ে মুরগির ঠোঁট বানিয়ে নিয়েছি তারপরও ঠোঁট ও ঝুঁটি গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি।

20220410_165152.jpg

তারপর কাল কলম দিয়ে মুরগির চোখ বানিয়ে নিয়েছি।

20220416_022414.jpg

এভাবেই খুব সহজেই তৈরী হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি সুন্দর একটি মুরগি।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung galaxy s8plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপু রঙিন কাগজের আপনার তৈরি মুরগি দেখতে অনেক কিউট লাগছে। আমাদের বাসায় মুরগি নেই যদি আপনি আপনার মুরগিটি দিয়ে দিতেন তাহলে অনেক ভালো লাগতো। মজা করলাম, সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রঙিন কাগজের মুরগি তৈরি প্রতিটি ধাপ নিখুঁত ভাবে সম্পন্ন করার জন্য।

 2 years ago 

নিয়ে যান আপু মুরগি আমার কাছে তেমন একটা ভালো লাগে না আপনাকে দিয়ে দিলাম আমারটা।

 2 years ago 

আপনি রঙীন কাগজ দিয়ে মুরগিটি অসাধারণ ভাবে তৈরি করেছেন।দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো।

 2 years ago 

বাহ, দারুন আইডিয়া তো আপু। খুব সুন্দর লাগছে দেখতে। অনেক কিউটও লাগছে মুরগি টি কে। খুব সুন্দর ভাবে বানিয়েছেন আপু। সত্যিই অনেক ইউনিক ছিল এটি। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটি জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজের DIY পোস্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব চমৎকার করে রঙিন কাগজ দিয়ে মুরগি তৈরি করেছেন। রঙ্গিন কাগজের তৈরি মুরগিটি দেখতে অসাধারণ লাগছে। তাছাড়া DIY পোস্টের প্রত্যেকটি ধাপের উপস্থাপনা বেশ ভালো ছিল। রঙ্গিন কাগজের তৈরি মুরগিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজের জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে ।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে মুরগী তৈরি করেছেন আপু, আপনার মুরগী তৈরি আমার খুবই ভালো লেগেছে, অনেক কিউট একটি মুরগী তৈরি করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

মুরগি টা দেখে সত্যিই খুব ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকারভাবে এটি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ভাবে আপনার উপস্থাপন ছিল। এভাবে সামনের দিকে এগিয়ে যান শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি মুরগী তৈরি করেছেন আপু। আসলে মুরগিটি দেখেই মনটা জুড়িয়ে গেল। আর তাছাড়া আপনি তৈরীর প্রক্রিয়া অনেক সুন্দরভাবে দিয়েছেন । ধন্যবাদ আপনাকে 🙂

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার এত ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে।

 2 years ago 

আমরা কার্টুনে যে মুরগি গুলো দেখি ঠিক সে রকমটাই মনে হচ্ছে আমার কাছে 😍। খুবই ভালো লেগেছে আপু আপনার এই মুরগি বানানোর প্রক্রিয়া টি। অনেক কিছু শেখা হল, আর তৈরীর প্রক্রিয়া গুলো খুব সুন্দর সাবলীল ভাবে উপস্থাপন করেছেন আপনি। অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন এটা কার্টুনের মুরগির মতোই ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি মুরগি তৈরি করেছেন। সত্যিই অনেক অসাধারণ হয়েছে আপনার তৈরীকৃত মুরগি। আপনি অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই মুরগি তৈরি করেছেন। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে মুরগি তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মুরগি তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মতামত দিয়ে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে রঙীন কাগজ দিয়ে মুরগি তৈরি করেছেন। ইউনিক আইডিয়া ছিলো দেখে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58720.84
ETH 3088.52
USDT 1.00
SBD 2.41