রিঠা মাছের ডিম ভুনা রেসিপি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।

আজ আমি আপনাদের সাথে খুবই মজার রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর সেটি হলো রিঠা মাছের ডিম ভুনা।এই ডিম ভুনাটা যে কি মজা তা আপনাদের বলে বোঝাতে পারব না। আর রান্নাটাও খুব সহজ কোন ঝামেলা নেই। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

Polish_20210825_174621812.jpg

রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ ও পরিমাণ নিচে দেওয়া হলো:

উপকরণপরিমান
মাছের ডিমপরিমাণমত
কাটা পেঁয়াজ১কাপ
আদা বাটা১/২চা চামচ
রসুন বাটা১/২ চা চামচ
লবনস্বাদ মতো
তেলপরিমাণ মত
কাঁচামরিচ৫টা
জিরার গুঁড়া১/২ চা চামচ
ধোনিয়ার পাতাআন্দাজমত

Polish_20210825_175044953.jpg

প্রস্তুত প্রণালী:

১ম ধাপ

IMG20210824134117.jpg

প্রথমে একটা বাটিতে মাছের ডিমগুলো নিয়ে নিয়েছি। ডিমগুলো ধুয়ে পরিস্কার করে নিয়েছি।

২য় ধাপ

IMG20210824134432.jpg

তারপর ডিমগুলোকে হাত দিয়ে কসলিয়ে ভালোমত গলিয়ে নিয়েছি।এভাবে করে নিলে ডিমগুলো তেলে দিলে দলা পাকিয়ে যায় না।

৩য় ধাপ

IMG20210824134520.jpg

তারপর চুলায় একটা করাই বসিয়ে গরম করে তাতে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি।

৪র্থ ধাপ

IMG20210824134617.jpg

তেল গরম হয়ে আসলে তার ভিতরে কেটে রাখা পেঁয়াজ ও মরিচগুলো দিয়ে দিয়েছি।

৫ম ধাপ

IMG20210824135148.jpg

পেঁয়াজ ও মরিচ এভাবে বাদামী করে ভেজে নিয়েছি।

৬ষ্ঠ ধাপ

IMG20210824135246.jpg

পেঁয়াজ ও মরিচ বাদামি করে ভাজা হয়ে গেলে তাতে আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি।

৭ম ধাপ

IMG20210824135356.jpg

আদা ও রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে তার ভিতরে হলুদ, লবন , ধনিয়া ও মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি।

৮ম ধাপ

IMG20210824135638.jpg

সবকিছু দিয়ে আরো মিনিট খানেক নেড়েচেড়ে ভুনা করে নিয়েছি।

৯ম ধাপ

IMG20210824135700.jpg

ভালোমত ভুনা হয়ে গেলে তার ভিতরে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি।

১০ম ধাপ

IMG20210824135731.jpg

১১তম ধাপ

IMG20210824135738.jpg

মাছের ডিমগুলো দিয়ে ভালোমত নেড়েচেড়ে আরো কিছু সময় ভুনে নিয়েছি।

১২তম ধাপ

IMG20210824135822.jpg

ভুনা হয়ে গেলে উপর দিয়ে তেল উঠে আসলে তার ভিতরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মাছটা ভালোমত রান্না হয়ে যায়।তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

১৩তম ধাপ

IMG20210824135807.jpg

১৪তম ধাপ

IMG20210824140027.jpg

তারপর পানিটা টেনে আসলে আরো একটু নেড়েচেড়ে তার ভিতরে ধনিয়া পাতা ও ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি।

১৫তম ধাপ

IMG20210824140240.jpg

১৬তম ধাপ

IMG20210824140305.jpg

তারপর আরো একটু নেড়েচেড়ে আমি আমার চুলাটা বন্ধ করে দিয়েছি।আমার রান্নাটা এখন হয়ে গেছে।

১৭তম ধাপ

IMG20210824140535.jpg

এখন আমি আমার তরকারিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করতে হবে।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

মাছের ডিমের ভুনা অনেক মজার হয়, আমরা নিয়মিত মাছের ডিমের রেসিপি করি। আমিও একটি শেয়ার করেছিলাম শিং মাছের ডিমের, কিন্তু তার সাথে আলু ছিলো।

 3 years ago 

যেকোনো মাছের ডিম ভাজি খেতে আমার খুব ভালো লাগে।আপনার ডিম ভাজিটি সুন্দর হয়েছে।তবে এই মাছটি কখনো খাওয়া হয় নি আমার।ধন্যবাদ আপু।

 3 years ago 

এই মাছও খেতে অনেক মজা। আপনাকেও ধন্যবাদ আপু।

আপনার রেসিপিগুলো অনেক সুন্দর হয়। আর আজকের মাছের ডিমের রেসিপিটাও অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61265.70
ETH 3429.20
USDT 1.00
SBD 2.50