কাঁচা মরিচের আচার রেসিপি ,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুমআমার প্রিয় কমিউনিটির সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি।আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে কাঁচা মরিচ দিয়ে খুবই মজাদার আচার।এই কাঁচা মরিচের আচার খেতে যে কত মজা তা যে খাবেন সেই বুঝবেন।আমি যেদিন প্রথম দেখি সেইদিন মনে করেছিলাম না জানি খেতে কেমন তারপর খেয়ে দেখি খুবই মজা।একটু ঝাল তবে খেতে খুবই মজা।আচারের মশলাটা খেতে আরো মজা।শীতকালের মরিচ গুলো ঝাল একটু কম থাকে তাই এই মরিচ দিয়ে বানালেই ভালো হয় আর এই সময়ের মরিচগুলো দেখতেও ভালো থাকে যার কারণে আচারগুলো দেখতে অনেক ভালো লাগে।আমার হাসবেন্ড এর খুবই পছন্দের আচার এটি।আমি তার জন্যই এটি বানিয়েছি।আপনারা চাইলে এটি বানিয়ে দেখতে পারেন।তাহলে চলুন আচারটা বানানো শুরু করি।

Polish_20211228_171453899.jpg

প্রয়োজনীয় উপকরণ:

মরিচIMG20211123125919.jpg
মরিচেরগুঁড়াIMG20211123130251.jpg
পাঁচফোড়নIMG20211123131005.jpg
সরিষাবাটাIMG20211123130618.jpg
আদাবাটা,রসুনবাটা,হলুদ,লবনIMG20211123130522.jpg
চিনিIMG20211123131929.jpg
সিরকাIMG20211123130710.jpg
--
তেতুলIMG20211122135748.jpg
রসুনIMG20211123131022.jpg
সরিষারতেলIMG20211123131116.jpg
--

প্রস্তুত প্রণালী:

IMG20211122134820.jpgIMG20211122135144.jpg

প্রথমে মরিচগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি।এখানে মরিচগুলো পুরোপুরি শুকিয়ে নিতে হবে।

IMG20211122135244.jpgIMG20211122135655.jpg

এ পর্যায়ে প্রত্যেকটা মরিচের মাথার কাজ থেকে একটু করে ভেঙে নিয়েছে । প্রত্যেকটা মরিচ মাথার কাছ থেকে ভেঙ্গে নিতে হবে তা না হলে তেলের ভিতরে দিলে মরিচ ফুটে লেগে যেতে পারে।

IMG20211123130723.jpgIMG20211123130741.jpg

তারপর একটা বাটিতে আদাবাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া ,হলুদের গুঁড়া, জিরার গুড়া নিতে হবে তারপর সিরকা দিয়ে মিশিয়ে নিতে হবে।

IMG20211123130817.jpgIMG20211123131156.jpg

এখানে এক পরিমান সিরকা দিয়ে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার চুলায় কড়াই বসিয়ে গরম করে তাতে এক কাপ পরিমান সরিষার তেল দিয়ে দিয়েছি।

IMG20211123131227.jpgIMG20211123131326.jpg

তেল হালকা গরম হলে তার ভিতরেপাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন গুলো দিয়ে নেড়েচেড়ে তার ভিতরে আস্ত রসুন গুলো দিয়ে দিয়েছি।

IMG20211123131426.jpgIMG20211123131520.jpg

রসুনগুলো দিয়ে একটু নেড়েচেড়ে তার ভিতরে গুলিয়ে রাখা মসলাগুলো দিয়ে দিয়েছি তারপরে আরেকটু নেটেচেড়ে তেতুল দিয়ে দিয়েছি।

IMG20211123131712.jpgIMG20211123131741.jpg

তেতুল দিয়ে ভালোমতো নেড়েচেড়ে মিশিয়ে তার ভিতরে প্রথমে অর্ধেক মরিচ এবং পরে পুরো মরিচগুলো দিয়ে দিয়েছি।

IMG20211123131942.jpgIMG20211123132050.jpg

তারপর আরও একটু নেড়েচেড়ে মরিচের কালারটা হালকা একটু পরিবর্তন হলে তার ভেতরে দুই টেবিল-চামচ চিনি দিয়ে দিয়েছি এবং চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে তার ভিতর দুই টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি।

IMG20211123132224.jpgIMG20211123132600.jpg

সরিষা বাটা দিয়ে হালকা হাতে আরো একটু নেড়েচেড়ে দিতে হবে তারপর অল্প কিছুক্ষণ জ্বাল করার পর দেখবেন মরিচের আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে।

IMG20211123132621.jpgIMG20211123133110.jpg

মরিচের রং যখন পুরোপুরি পরিবর্তন হয়ে মরিচগুলো নরম হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার আচারটা হয়ে গিয়েছে। আচারটা একটি বাটিতে তুলে নিয়েছি।

IMG20211123133057.jpg

দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

কাঁচা মরিচের আচার আগে কখনো তৈরি করতে দেখি নি, আমি এই প্রথম জানলাম যে কাঁচা মরিচ দিয়ে আচার তৈরি করা যায়। আপনার পোস্ট দেখে নতুন একটি রেসিপি সম্পর্কে জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপু নতুন রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি আমার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখলেন শুনে ভালো লাগলো। একদিন ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগবে ধন্যবাদ।

 3 years ago 

💐🌷🌹

কাঁচা মরিচের আচার এটার রেসিপি আমি প্রথম দেখলাম। দেখে বোঝা যাচ্ছে অনেক ঝাল হবে।কাঁচা মরিচের আচার মনে হলে ঝাল ঝাল বেপার চলে আসছে। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি যারা ঝাল বেশি খায় তাদের কাছে অনেক মজা লাগবে।আপনার রেসিপি টি ইউনিক একটি রেসিপি আপু।সাথে রেসিপির ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো আপু।শুভ কামনা রইলো ♥️🙏

 3 years ago 

কাঁচা মরিচ ঝাল তো একটু হবেই ।তবে ঝাল হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে খাওয়ার সময় একেবারে মাথাটা ঘেমে যায় কিন্তু তারপরেও খেতে ইচ্ছা করে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাঁচা মরিচ দিয়েও যে আচার করা যায় সেটা আপনার আজকের রেসিপি পোস্টটি না দেখলে জানতামই না।এত ঝাল জিনিস এমনি এমনি কিভাবে খাবেন।রেসিপির প্রস্তুত প্রণালী ও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

যত ঝাল তত মজা ঝাল হলেও এটি খেতে খুবই মজা অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি রেসিপি করেছেন কাঁচামরিচের আচার। আমি অনেক আগে একবার খেয়েছিলাম কাঁচা মরিচের আচার আমার কাছে খুবই ভালো লেগেছে গরম ভাত দিয়ে এটি খেতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

হ্যা আপু এই আচারটি গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আচার দেখলেই সবার প্রথমে জিভে জল চলে আসে।তার মধ্যে আপনি কাঁচা মরিচের আচার বানিয়েছেন, বেশ মজাদার একটি রেসিপি। খেতে যে খুব টেস্টি হয়েছিল তা আপনার পোস্টটি দেখলেই বোঝা যাচ্ছে। আপনি রেসিপিটি প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

হ্যা আপু ঠিকই বলেছেন খেতে খুবই টেস্টি হয়েছিল ।ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

কাঁচা মরিচের আচার রেসিপিটি মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে। এই রেসিপিটি দেখে আমার জিভে জল চলে এসেছে, এমন রেসিপি আমি আগে কখনো খাইনি কিন্তু মনে হচ্ছে এই রেসিপিটি বেশ সুস্বাদু। আপনার কাছ থেকে নতুন একটা রেসিপি শিখে নিলাম সময় পেলে অবশ্যই বাড়িতে ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে এমন ইউনিক একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল আপনি অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন তারপরে বুঝবেন কেমন মজা ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও কাঁচা মরিচের আচার আমার কাছে সত্যিই খুবই ভালো লেগেছে আপু। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছে। এবং খুব সহজেই বোঝা যাচ্ছে আপনি কত সুন্দর ভাবে আচার টি তৈরি করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইহুদীকে কাঁচা শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপুউউ,,কি দেখালেন। এই আচার তো আর না খেয়ে থাকা যাবে না। আমার কাছে আচার খুব ভালো লাগে। আর এই আচার ভাতের সাথে খেতে এক্কেবারে পারফেক্ট। অসাধারণ হয়েছে আপু, খুব সুন্দর রেসিপি। আমি অবশ্যই তৈরি করব এটি৷ অনেক অনেক ধন্যবাদ আপু, আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু এই আচারটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনি বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ধন্যবাদ।

 3 years ago 

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

কাঁচা মরিচের আচার রেসিপি আপনি দারুন ভাবে তৈরি করেছেন আপু। খুবই ভালোলাগলো। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় দিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার টাইটেল এ একটু বানান ভুল আছে। সংশোধন করে নিবেন।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার আচারের রেসিপিটা আপনার কাছে ভাল লেগেছে জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ আপনাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51