সাদা কাগজ কেটে একটি নকশা তৈরী
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
কাঁচি
পেন্সিল
কার্যপ্রণালী
প্রথমে এফোর সাইজের একটি সাদা কাগজ নিয়েছি । আজকে কাটার সুবিধার জন্য সাদা কাগজ নিয়েছি তারপরও এই কাগজটা ভাঁজ করার পরে অনেকটাই মোটা হয়ে গিয়েছিল কাটতে অসুবিধাই হয়েছে ।
তারপর কাগজটি কোনা করে একটা ভাঁজ দিয়েছি ।
ভাঁজ দেওয়ার পরে নিচের বাড়তি অংশটুকু কাঁচি দিয়ে কেটে ফেলেছি ।
এরপর কোনা করে আরও একটি ভাঁজ দিয়েছি ।
তারপর এক পাশে কোনা করে আরেকটা ভাঁজ দিয়েছি এবং উলটা করে অন্য সাইডে কোনা করে একই রকম ভাবে ভাঁজ দিয়েছি ।
দুই পাশ ভাঁজ দেওয়ার পরে নিচের দিকে একটু বাড়তি অংশ তৈরি হয়েছে সে বাড়তি অংশটুকু কাঁচি দিয়ে কেটে দিয়েছি ।
এরপর পেন্সিল দিয়ে একটু ডিজাইন এঁকে নিয়েছি । তারপর কাঁচি দিয়ে অনেক সাবধানতার সাথে কেটেছি । কাটতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল কারণ এই কাগজটা আমার মোটাই ছিল ।
তারপর সম্পূর্ণটা কাটা হয়ে গেলে আস্তে আস্তে করে একটা এক একটা পার্ট খুলে নিচ্ছি এবং খোলার পরে দেখুন সুন্দর একটি ডিজাইন তৈরি হচ্ছে । সম্পূর্ণটা খোলার পরে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি হয়ে গিয়েছে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
হ্যাঁ ডাই পোস্ট করতে গেলে একটু বাড়তি সময়ের প্রয়োজন। দিনের বেলায় অনেক ব্যস্ত থাকেন যার কারণে অনেক কষ্টে টাইম বের করতে হয়। যাই হোক কাগজ কেটে অসাধারণ সুন্দর একটি নকশা তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। আপনার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সময় না হলে এগুলো নিয়ে বসাই হয় না আর ঝটপট কোন কিছু কিছু তৈরি করাই করাও যায় না । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
ঠিক বলেছেন আপু, ডাই তৈরি করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। আর ব্যস্ততা থাকলে তো ডাই তৈরি করা সম্ভবই নয়। আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। এই নকশাগুলো তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু সাবধানে কাটিং করতে হয়। নকশা ডিজাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
সময়ের অভাবে আমার তেমন একটা করাও হচ্ছে না ।
বাহ দারুন একটি নকশা প্রস্তুত করেছেন তো পেপার কেটে খুবই ভালো লাগলো এর সৌন্দর্যটা আমার কাছে।
বিশেষ করে মাঝে মাঝে এই জাতীয় নকশা খাটের ফন্ট পাটে খুদাই করতে দেখা যায়।
কাটিং পদ্ধতি এবং ভাজকরা দারুণভাবে শেয়ার করেছেন।
সুন্দর উপস্থাপনা করেছেন প্রত্যেকটা ধাপ শুভেচ্ছা রইল আপনার জন্য।
বিভিন্ন ধরনের নকশা দিয়েই তো খাটের ডিজাইন করা হয় এ ধরনের নকশাগুলোই মনে হয় কাগজ কেটে বানানো হয় ।
আপনার মত আমারও একই অবস্থা আপু। যেহেতু দুই মেয়েকে নিয়ে স্কুলে নেওয়া আসা করতে হয় ভীষণ ব্যস্ততার মধ্যে কাটতেছে সময় গুলো। ইউনিক কিছু তৈরি করতে চাইলে সম্ভব হচ্ছে না। তারপরেও সময় সুযোগ পেলেই চেষ্টা করি কিছু তৈরি করার। আপনি সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা কাটলেন। নকশাটি দেখতে খুবই সুন্দর হয়েছে।
আসলে আপু ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে স্কুলে যেতে হলে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটাতে হয় । আমার তো একটি আপনার তো দুটি নিয়ে দৌড়াতে হয় তাহলে তো আপনি আমার চেয়ে আরো বেশি ব্যস্ত মনে হচ্ছে ।
আপু আপনি বেশ ব্যস্ততম সময় পার করছেন। তার মাঝেও দারুন একটি নকশা তৈরি করে ফেললেন ।নকশাটি দেখতে বেশ ভালো লাগছে। প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।
ব্যস্ততম সময় পার করলেও কাজ তো আর ফেলে রাখা যায় না তারপরও এর ভিতরে সময় করে কাজ করতে হচ্ছে ।
সাদা রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি ফুলের তৈরি করলেন। এরকম নকশা গুলো কেটে তৈরি করতে বেশ অনেকটাই সময় লাগে। বিশেষ করে কাঁচি দিয়ে ধীরে ধীরে কাটতে অনেকটাই সময় লেগে যায়। তাছাড়া আমার কাছেও এই ধরনের রঙিন কাগজের নকশার ফুলগুলো তৈরি করতে বেশ ভালো লাগে। আপনি এত নিখুঁতভাবে নকশা তৈরি করেছেন দেখে একটু অবাক হলাম। তাছাড়া প্রতিটি ধাপে ধাপেও সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন।
কাগজ ভাঁজ করতে করতে এমনটাই মোটা হয়ে যায় তখন কাটতে খুব বেশি কষ্ট হয় এবং ফিনিশিংটাও ভালো আসে না । আর এখন থেকে পাতলা কাগজ দিয়ে বানাতে হবে ভাবছি ।
আপনি তো দেখতেছি ব্যস্ততার মাঝেও খুব সুন্দর করে সাদা কাগজ কেটে নকশা তৈরি করেছেন। কাগজের নকশাগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এই কাগজের নকশাগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। আমি নিজেও মাঝেমধ্যে কাগজের নকশাগুলো তৈরি করে থাকি। খুব সুন্দর করে কাগজ কেটে নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এ ধরনের নকশা গুলো গ্রামের দিকে মানুষজন হয়তোবা ঘরের ভেতরে টাঙিয়ে ডিজাইন করে ভালোই লাগে দেখতে ।
আপু আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। কাগজের নকশা দেখতে যেমন ভালো লাগে তেমনি বানাতেও খুব ভালো লাগে। এই ধরনের নকশা বানানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে আপু এ ধরনের কাজগুলো দেখতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে । আমি মাঝে মাঝে চেষ্টা করি তবে আমারটা মনে হয় তেমন একটা ভালো হয় না তারপরও চেষ্টা করে যাচ্ছি ।
আপনি খুব সুন্দর একটি নকশার পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।নকশা তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ভালো লেগেছে পোস্টটি ।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।