আজকের দিনের কিছু ভালো লাগার মুহূর্ত, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় কমিউনিটির সবাই কেমন আছেন?আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসি নাই।আজ আমি আমার আজকের দিনের কিছু সুন্দর সময় আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি।


আজ আমি প্রায় দীর্ঘ ৫ মাস পরে বাইরে গিয়েছিলাম কিছু খাওয়ার উদ্দেশ্যে।কোরোনার ভয়ে বাইরে কিছু খাওয়াতো দূরের কথা বাইরে বেরই হয় না।কয়েকদিন আগে আমি স্টিমিট থেকে এই প্রথম কিছু টাকা তুলেছি। আমার এত ভাল লেগেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারব না।তাই ভাবলাম আজ বাইরে থেকে কিছু খেয়ে আসি। যে ভাবা সেই কাজ ।বেশ কিছুদিন ধরে যাওয়া যাওয়া করছি কিন্তু যাওয়ায় হয় না।আজ চলেই গেলাম আমি আর আমার হাসবেন্ড।বাচ্চাটাকে পাশের বাসায় রেখে গিয়েছিলাম। ও ছোট মানুষ তাই ওকে এই ভাইরাস এর মধ্যে নিয়ে যায় নি।


আমরা বাসা থেকে বের হলাম রাত ৯.৩০ মিনিটে।আমরা বাসা থেকে নেমে প্রথমেই চলে গেলাম ফুসকা খেতে। অনেকদিন বাইরে দাঁড়িয়ে ফুসকা খাওয়া হয় না তাই ভাবলাম আজ যায় হোক ফুসকা আমি খাবোই। আমরা যে দোকানটায় ফুসকা খেতে গিয়েছি সে দোকানটার নাম(ভারতের বিখ্যাত গোলগাপ্পা ফুসকা দিয়ে তৈরি খাট্টা মিঠা ফুসকা চটপটি)। খাট্টা মিঠা এক প্লেট ফুসকার দাম ৮০টাকা।খেতে এত মজা যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না।ফুসকার সাথে ওরা মোট ৬ রকমের টক দেয় একেকটা একেক রকমের টেস্ট তাই সবাই এই দোকানের ফুসকা ও চটপটি বেশি খাই।আর দোকানটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন।এই দোকানে সবসময় অনেক ভিড় থাকে। এই দোকানে মোট ৬ জন লোক একসাথে কাজ করে। নীচে দোকানের কিছু ছবি দেওয়া হলো।

IMG20210823215013.jpg

IMG20210823214629.jpg

IMG20210823214622.jpg

IMG20210823214607.jpg

IMG20210823214549.jpg

IMG20210823214545.jpg

IMG20210823214536.jpg

IMG20210823214514.jpg

ঐখান থেকে আমরা আরো সামনে গেলাম সেখানে একজন হকারের কাছ থেকে আরো কিছু শুকনা খাবার ও বাচ্চার জন্য কিছু খাবার নিলাম। আমার বাচ্চা এগুলোই পছন্দ করে

IMG20210823221928.jpg

IMG20210824133134.jpg

IMG20210823220224.jpg

IMG20210824133154.jpg

তারপর আমরা আরো কিছু দূর গিয়ে ঐখান থেকে রাতের খাবার নিলাম। গরুর মাংসের তেহারি। এই দোকানের খাবারটা আমরা মাঝে মাঝেই খাই খুবই মজা লাগে। একেক পেকেট ১২০ টাকা করে আমরা ৩ পেকেট নিয়েছি।

IMG20210823221442.jpg

IMG20210823215750.jpg

তারপর আমরা বাসায় এসে রাতের খাবার খেলাম।

IMG20210823225120.jpg

সবগুলো ছবির w3w লিংক নীচে দেওয়া হলো

https://what3words.com/grin.strutting.comply

আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মত এখানেই শেষ করছি।

সবাই ভালো থাকবেন ও নিরাপদ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

আজকের রাতটা তো ভালোই কাটিয়েছেন আপু।ছবি গুলো দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

আজকের দিনটা আপনার বেশ ভালই কাটছে।ফুসকা আমার প্রিয় খাবার।দিনলিপি নিয়ে ভালো লিখেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার লেখাটা কষ্ট করে পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভালই তো দিনটি কাটিয়েছেন খাট্টা মিঠা ফুসকা চটপটি খেয়ে, কখনো টেস্ট করি নি। রাতের খাবারটি দেখে তো ক্ষুধা লেগে গেল, ধন্যবাদ আপনার এই সুন্দর দিনটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

খাট্টা মিঠা ফুসকা খেতে অনেক মজা। অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্টই কষ্ট করে পড়ার জন্য।

 3 years ago 

বাহ,আপনি বেশ মজা করে কেনাকাটা সময় কাটিয়েছেন এটি পোষ্ট দেখে বোঝা যাচ্ছে।আমার তো খাবারগুলো দেখেই খেতে মন চাইছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলেই আপু অনেক দিন পর বের হয়েছে খুবই মজা হয়েছে এবং খুবই ভালো ভালো সময় কেটেছে।আর খাবার গুলো খুব মজা ছিল। তোমাকেও ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67644.39
ETH 3483.63
USDT 1.00
SBD 2.65