গ্লিটার আর্ট পেপার দিয়ে ক্রিস্টমাস ডেকোরেশন তৈরি,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম আজ আমি আবার গ্লিটার আর্ট পেপার দিয়ে বানানো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ।আজ আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে খুব সুন্দর একটি ক্রিস্টমাস ডেকোরেশন তৈরি করেছি ।এগুলো আমার কাছে খুবই ভালো লাগে কিস্টমাসের সময় ছোট ছোট অনেক জিনিস দিয়ে ডেকোরেশন করে তার ভেতরে এই ফুলটি অন্যতম ।আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমিও বানিয়ে ফেললাম ক্রিসমাস ডেকোরেশন ।গ্লিটার পেপার এমন একটি পেপার এটা দিয়ে যাই তৈরি করা হোক না কেন দেখতে ভালই লাগে তাই আমিও নিয়মিত চেষ্টা করি গ্লিটার পেপার দিয়ে কিছু তৈরি করতে। আশা করছি আমার বানানো ক্রিস্টমাস ডেকোরেশনটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে বানানোতে চলে যাই।



PhotoEditorPro_1645128358713.jpg

images (4).png

প্রয়োজনীয় উপকরণ:

images (4).png

  • গ্লিটার আর্ট পেপার
  • গ্লু গান
  • কাঁচি
  • পুঁতি
  • স্কেল
  • পেন্সিল

images (4).png

20220216_210852.jpg

images (4).png

কার্যক্রম:

images (4).png

20220216_203218.jpg20220216_203531.jpg
প্রথমে আমি ৮/১২ সেন্টিমিটার সাইজের একটি গ্লিটার পেপার নিয়ে মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে পেন্সিল দিয়ে ছোট ছোট করে দাগ দিয়ে দিয়েছি।
20220216_203915.jpg20220216_204033.jpg
তারপর ওই দাগ বরাবর কাঁচি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং দুই পাশ ধরে গ্লু গান দিয়ে একটা একটা করে লাগানো শুরু করেছি।
20220216_204718.jpg20220216_204748.jpg
এভাবে করে আমি গ্লু দিয়ে প্রত্যেকটা লাগিয়ে নিয়েছি এবং হাত দিয়ে একটু বাঁকা করে দিয়েছি।
20220216_204828.jpg20220216_204912.jpg
20220216_204949.jpg20220216_205033.jpg
তারপর আরো একটি ছোট আর্ট পেপার নিয়ে এক সাইডে গ্লু লাগিয়ে মাঝখানে লাগিয়ে দিয়ে অন্য পাশ টেনে এনে গ্লুর সাথে লাগিয়ে দিয়েছি। দেখুন একটা গোল ফুলের মত তৈরি হয়েছে।
20220216_205222.jpg20220216_205324.jpg
তারপর দুইটা ছোট ছোট আর্ট পেপার নিয়ে উপরের ছবির মত একটি রিং তৈরি করে নিয়েছি।
20220216_205450.jpg20220216_205604.jpg
তারপর ওই রিংটা যে এক্সট্রা পেপারটা লাগিয়েছিলাম তার উপর গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি এবং আরও একটি ৬/৬ সেন্টিমিটার সাইজের গ্লিটার আর্ট পেপার নিয়েছি ।
20220216_205834.jpg20220216_205902.jpg
20220216_210003.jpg20220216_210224.jpg
তারপর দুই পাশ থেকে কেটে ভাঁজ দিয়ে দিয়েছি এবং নিচের গুলা কেটে একটু ডিজাইন করে নিয়েছি।
20220216_210450.jpg20220216_210558.jpg
20220216_210632.jpg20220216_210657.jpg
দেখুন প্রতিটা ভাঁজে ভাঁজে ভাঁজ দিয়ে ছোট্ট একটা টাই এর মত তৈরী করে নিয়েছি এবং মাঝখানে একটা পুঁতি বসিয়ে দিয়েছি।

20220216_210802.jpg

এভাবে করেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ক্রিসমাস ডেকোরেশন।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

ক্রিস্টমাস ডেকোরেশন। নামেই প্রথমে আকর্ষণ। তার সাথে গ্লিটার আর্ট পেপার। আরেকটি আকর্ষণ। কেটে কেটে সাজানো, এ যেন মেধার বিকর্ষন। সব মিলে আমাকেও টানে। ভাল ধারনা।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডিজাইন টি আমার কাছে চমৎকার লেগেছে। এই আঠা যুক্ত কাগজ গুলো দিয়ে এত সুন্দর একটি ডেকরেশন তৈরী করেছেন। সত্যি জিনিস টি চোখে পড়ার মতো। তৈরীর কৌশল খুবি সুন্দর ছিল। প্রতিটি ধাপ এর ছবি দেখিয়ে দিয়েছেন কিভাবে তৈরী করলেন এই ক্রিস্টমাস ডেকোরেশন টি। ধন্যবাদ আপু ভাল থাকবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি প্রশংসামূলক মন্তব্য করে আমার সাথে থাকার জন্য।

 2 years ago 

বাহ চমৎকার ভাবে আপু আপনি গ্লিটার আর্ট পেপার দিয়ে ক্রিস্টমাস ডেকোরেশন তৈরি করে ফেলছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা ধাপ গুলো দেখে আমি তৈরি করতে পারবে বলে আমি মনে করি। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

ভাইয়া তাহলে আপনিও পরবর্তীতে একটি বানিয়ে আমাদের সাথে শেয়ার করবেন আশা রাখছি ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু, খুবই চমৎকার একটি গ্লিটার আর্ট পেপার দিয়ে ক্রিসমাস ডেকোরেশন তৈরি করলেন। এটি দেখতে খুবই অসাধারণ সুন্দর। এবং এই ক্রিসমাস তৈরীর প্রত্যেকটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 
ওয়াও অনেক সুন্দর ভাবে আপনি গ্লিটার আর্ট পেপার দিয়ে ক্রিস্টমাস ডেকোরেশন তৈরি করেছেন, দেখতে অনেক সুন্দর লাগতাছে। এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সত্যিই আমার কাছে একান্ত বিষয়টি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য,,
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার ফুলটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

বিশেষ করে সোনালী কালার আর পিংক কালার হওয়ার দৃশ্যটি ফুটেছে ভালো। বিটার আর্ট পেপার গুলোর উজ্জ্বল বা আকর্ষণীয় রঙ হাওয়ায় দেখতে বেশি ভালো লাগে। নতুন কিছু তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিকই বলেছেন আর্ট পেপারের কারনেই জিনিসটা দেখতে এতো ভালো লাগছে আর্ট পেপার নিজেই অনেক সুন্দর তাই এটা দিয়ে যাই তৈরি করি ভালই লাগে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আপনার তৈরি করা গিটার আর্ট পেপার দিয়ে ক্রিস্টমাস ডেকোরেশন টি অনেক সুন্দর লাগতেছে । আগে কখনো এই রকম ডেকোরেশন দেখিনি । আজকেই আপনার কাছ থেকে এই প্রথম দেখলাম এবং সেটা দেখতে অনেক সুন্দর হয়েছে ।
নতুন একটি সৃজনশীলতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আগে কখনো দেখেননি এখন দেখে নিন ভাইয়া আপনিও বানানোর চেষ্টা করেন ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও.. পেপার দিয়ে অনেক সুন্দর একটি গ্লিটার তৈরি করেছেন, সব থেকে কালারটি আমার অনেক ভালো লেগেছে, এবং প্রতিটি ধাপের বর্ণনা নিখুঁত ভাবে দিয়েছেন, সব মিলিয়ে পোস্টি জোস হয়েছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

পেপার দিয়ে গ্লিটার তৈরি করেছি বুঝলাম না আপনার কথা ।আমি তো ক্রিসমাস ডেকোরেশন তৈরি করেছি ভাইয়া তারপর আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপনি সবসময় গ্লিটার পেপার দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের মাঝে উপস্থাপন করেন। আজকে ক্রিসমাস ডেকোরেশন খুবই অসাধারণ হয়েছে। এরকম জিনিস গুলো ক্রিসমাস ছাড়াও এমনিতে ঘরে সাজিয়ে রাখলেও কিন্তু ভীষণ সুন্দর দেখাবে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে এরকম সুন্দর একটি জিনিস শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলেই আপু জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে অনেক ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65811.20
ETH 3178.05
USDT 1.00
SBD 2.54