রঙিন কাগজ দিয়ে স্লিপার তৈরি,10%shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1666119582428.jpg

আজ আমি অনেকদিন পরে রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস নিয়ে হাজির হয়ে গিয়েছি। বেশ কিছুদিন হলো রঙিন কাগজের তৈরি জিনিস বানানো হয় না। আলিশামি করেই বানানই হচ্ছিল না তারপরে আবার আমি বেশ কিছুদিন হলো বেড়াতে এসেছি। এখানে এসে আরো বানানো হচ্ছে না। আজ মনে হল যে আজকে রঙিন কাগজের কিছু জিনিস বানাবোই। এদিকে আমি কোন কাগজও আনিনি আমার বোনের অনেকগুলো কাগজ ছিল সেখান থেকে আমরা দুজন মিলে একসাথে বানাতে বসেছি। আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি স্লিপার তৈরি করেছি। এই স্লিপার গুলো সাধারণতো শীতের দিনে ঘরের ভিতরে মোজা দিয়ে পরলে অনেক সুবিধা হয় এবং পরেও অনেক আরাম। আমার কাছে অনেক ভালো লাগে এ ধরনের স্লিপার করতে। সেটি এখন আপনাদের সাথে শেয়ার করছি।

02design-down.png

প্রয়োজনীয় উপকরণ

  • রঙিন কাগজ
    • কাঁচি
  • স্কেল
    • কালো কলম
  • গ্লিটার আর্ট পেপার

02design-down.png

কার্যপ্রণালী

02design-down.png

20221019_005910.jpg20221019_005857.jpg
20221019_005842.jpg20221019_005826.jpg
প্রথমে ১৫ /১৫ সেন্টিমিটার সাইজের একটি রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে মাঝখান থেকে কেটে ফেলেছি।
20221019_005811.jpg20221019_005758.jpg
20221019_005739.jpg20221019_005722.jpg
এরপর এক খন্ড পাশে রেখে দিয়েছি, আর এক খন্ড দিয়ে কাজ শুরু করেছি। প্রথমে একখণ্ড নিয়ে মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর সেই ভাজে আরো একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর উপরে ছবির মত করে প্রত্যেকটা ভাঁজ দিয়ে নিয়েছি।
20221019_005704.jpg20221019_005648.jpg
20221019_005629.jpg20221019_005610.jpg
প্রত্যেকটা ভাঁজ দেওয়ার পরে কাগজের একটা ছোট অংশ তৈরি হয়েছিল। সেই অংশকে আবার ছোট করে আরো একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর মাঝখান থেকে আরো দুটো ভাঁজ দিয়ে উপরের ছবির মত করে আরো একটি ভাঁজ দিয়েছি।
20221019_005549.jpg20221019_005535.jpg
20221019_005518.jpg20221019_005459.jpg
ভাজে ভাঁজে ভাঁজ দেওয়ার পরে দেখতে উপরে ছবির মত হয়েছে। তারপরে চারপাশের যে কোনা তৈরি হয়েছিল সে কোনগুলো ভাঁজ করে ভেঙে দিয়ে গোল করে নিয়েছি। একইভাবে আমি দুইটি বানিয়ে নিয়েছি। তারপর কালো কলম দিয়ে চোখ ও মুখ এঁকে নিয়েছি একটু ডিজাইন করার জন্য।

20221019_005440.jpg

এরপর উপরের চিকন অংশের উপরে গ্লিটার আর্ট পেপার লাগিয়ে দিয়েছি।

20221019_005404.jpg

এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপারের তৈরি সুন্দর একজোড়া স্লিপার। এই ধরনের স্লিপারগুলো শীতের দিনে ঘরের ভিতরে পরতে অনেক আরাম।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজের নানা ধরনের সৃজনশীলতা আপনার পোস্টের মাধ্যমে দেখতে পাই।আজকের পোস্ট টি অসাধারণ ছিল।রঙিন কাগজের তৈরি স্লিপার জোড়া দেখতে খুব সুন্দর লাগছে।অনেক ধন্যবাদ আপু সুন্দর এই ফুল পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আমার রঙিন কাগজের কাজগুলো আপনার কাছে ভালো লাগে জেনে সত্যি অনেক ভালো আপু অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমরা নিজেদের দক্ষতা অনেক সময় অলসতার কারণেই নষ্ট করে ফেলি। আপনি অনেকদিন পর রঙিন কাগজ দিয়ে স্লিপার তৈরি করেছেন বোনের সাথে সম্মিলিতভাবে এই কাজটি করেছেন বলেই এত সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ঠিকই বলেছেন আলসেমি করে অনেক সময় অনেক কিছু বানানো হয় না আবার বসলেই বানানো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণভাবে আপনি আজকে আমাদের মাঝে তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে স্লিপার। আসলে এসব জিনিস তৈরি করতে হলে অনেক দক্ষতা এবং অনেক সময়ের প্রয়োজন হয়। আসলে আমার কাছে মনে হয় আপনাকে একজন দক্ষ কারিগর বলতেই হবে। এত সুন্দর ভাবে আমাদের মাঝে স্লিপার তৈরি করে শেয়ার করার জন্য অনেক আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

কাগজের তৈরি জিনিসগুলো বানাতে আসলেই অনেক সময় প্রয়োজন হয়। সময় নিয়ে তৈরি করলে জিনিসটি ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপনার সৃজনশীলতার প্রসংসা সব সময় করি। অনেক সুন্দর স্লিপার তৈরি করেছেন আপু। আসলেই শীতের সময় স্লিপার দরকার হয়, এমন একটা স্লিপার কিনতে হবে। দেখে মনে হচ্ছে ছোট বাচ্চার সত্যিকারের স্লিপার। আপনার দক্ষতা আবার শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি 🥰

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া শীত চলে এসেছে আমারও নতুন একটি স্লিপার কিনতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার পছন্দ হয়েছে জেনে খুশি হলাম।

 2 years ago 

ওয়াও খুবই অসাধারণ আপনি রঙিন কাগজ দিয়ে স্লিপার তৈরি করেছেন। আপনি খুব অসাধারণ একটি কাজ করি দেখেছেন একদম অসাধারণ। আমি তো দেখে আমার মন চাইতেছে স্লিপার নিয়ে নিতে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার স্লিপারটি আপনার কাছে অসাধারণ আর অসাধারণ মনে হয়েছে জেনে সত্যি খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ দারুণ আপু। শিখেই তো গেছেন তাহলে এখন আসল উপাদান দিয়ে চেষ্টা করে দেখেন আপু। রঙিন কাগজ দিয়ে স্নিপার টা সুন্দর তৈরি করেছেন আপু। দেখে একেবারে আসল মনে হচ্ছে।

 2 years ago 

আসলেই তাই বানাতে হবে মনে হচ্ছে বানিয়ে সবাইকে একটা করে উপহার দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে স্লিপার তৈরি দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। আপনার তৈরি স্লিপার দেখে প্রথমে বুঝতেই পারিনি এগুলো কাগজের তৈরি, আমি তো ভেবেছিলাম বাজার থেকে কিনে নিয়ে আসা স্লিপার। আপু আপনার স্লিপার দেখে সত্যিই অবাক হয়ে গেলাম।আপু আপনার দক্ষ হাতের নিখুঁত কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

কাগজের এমন অনেক জিনিস আছে যেটা দেখে রীতিমত অবাক হওয়া লাগে দেখে বোঝারই উপায় থাকে না যে এটি বানানো না কেনা। আমারও এরকম মাঝে মাঝে অন্যের জিনিস দেখে মনে হয়। আপনার ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো।

 2 years ago 

অসাধারণ হয়েছে আপু আপনার স্লিপার তৈরি। আপু আপনার হাতের কাজের প্রশংসা না করে পারছি না, সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনি ঠিক বলেছেন আপু এই ধরনের স্লিপার গুলো শীতকালে মোজা দিয়ে পড়তে অনেক সুবিধাজনক হয়। সুন্দর স্লিপার তৈরির পদ্ধতি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অন্য স্লিপার মোজা দিয়ে পরা যায় না তবে এই ধরনের স্লিপার গুলো মোজা দিয়ে পরতে কোন অসুবিধা হয় না। অনেক ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলে আপনি একজন দক্ষ কারিগর। দারুন ছিল আপনার স্লিপার তৈরি। যদিও বেড়াতে গিয়েছেন তবুও যে স্বল্প সময় দারুন একটা উপহার দিয়েছেন রঙিন কাগজ দিয়ে স্লিপার তৈরি করেছেন। দেখে খুবই ভালো লেগেছে, এত সুন্দর একটা স্লিপার তৈরি করে উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

কিছু কিছু কাজ আছে যেখানেই যাই না কেন ইচ্ছা করলেই বানানো হয়ে যায়। আর এটা নিজের বাবার বাড়ি দেখে বানাতে পেরেছি। অন্য কোথাও করলে হয়তো বানাতে পারতাম না। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যিই প্রতিনিয়ত আপনি নতুন নতুন পোস্ট প্রস্তুত করে আমাদের মাঝে শেয়ার করে আমাদেরকে চমক লাগিয়ে দিয়েছেন।।

আসলে আমাদের মাঝে এতটুকুনি প্রতিভা আছে কিনা জানিনা তবে অলসতায় ভরপুর।।

আজকের ড্রাই পোস্ট খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।।

 2 years ago 

আমার আজকের করা ডাই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। আমার পোস্টগুলো আপনি কষ্ট করে সব সময় দেখেন এজন্য অনেক খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সব সময় চেষ্টা করি সবার পোস্ট দেখে পড়ে বুঝে সুন্দর মন্তব্য করা এবং সেই পোস্ট থেকে নতুন কোন কিছু নিজের হাতে নেওয়া যাতে করে আমার নিজের পোস্টগুলো ভালোমতো করতে পারি ধন্যবাদ আপু।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65