গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুল তৈরি,10%shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই আশাকরি নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন। আজ আমি আবার গ্লিটার আর্ট পেপার দিয়ে আমার বানানো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। গ্লিটার আর্ট পেপার তৈরি জিনিস আমি রেগুলারই বানানোর চেষ্টা করি আমার কাছে খুবই ভালো লাগে আর্ট পেপার দিয়ে কিছু বানালে বানানোর পর অন্যরকম একটা সৌন্দর্য মনে হয় মনে হয় না যে বানানো হয়েছে মনে হয় এটি কেনা কোনো জিনিস ।তাই আমি প্রতিনিয়তই সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি আবার গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ডেকোরেশন ফুল তৈরি করেছি আর সাথে সাথে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আমার ফুলটি বানাতে চলে যায়।



Picsart_22-03-22_10-46-52-451.jpg

IMG_20220106_113311.png

গ্লিটার আর্ট পেপার
কাঁচি
স্কেল
পেন্সিল
গ্লু

20220322_111410.png

IMG_20220106_113311.png

20220322_111359.png

IMG_20220106_113311.png

20220318_172817.jpg20220318_172927.jpg

প্রথমেই ২০/১ সেন্টিমিটার ও ৯/১ সেন্টিমিটার সাইজের ছোট ছোট করে গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি ।তারপর বড় আর্ট পেপারের এক পাশে গ্লু লাগিয়ে একটা পাতার মত বানিয়ে নিয়েছি।

20220318_173519.jpg20220318_173525.jpg

একইভাবে ছোট গুলা ও বড় গুলা গ্লু দিয়ে লাগিয়ে পাতার মতো করে বানিয়ে নিয়েছি।

20220318_173800.jpg20220318_174013.jpg

তারপর বড় পাতাগুলো একটার সাথে একটা গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি এবং বড়ো গুলোর মাঝে মাঝে ছোট গুলো গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি।

20220318_175139.jpg20220318_175617.jpg

আরো চিকন চিকন পাঁচটা ও ও দশটা করে গ্লিটার আর্ট পেপার কেটে নিয়ে বড়টা মাঝখানে রেখে দুই পাশের ছোট দুটো লাগিয়ে দিয়েছি।

20220318_175702.jpg20220318_175820.jpg

তারপর একেকটা নিয়ে আগে থেকে বানিয়ে রেখা ওই পাতাগুলোর পিছন সাইডে লাগিয়ে দিয়েছি।

20220318_180412.jpg20220318_180545.jpg
20220318_180742.jpg20220318_180759.jpg

চিকন আর্ট পেপার গুলো গ্লু দিয়ে লাগানোর পরে ফুলটা উল্টে দিয়ে একেকটা পাপড়ির ভিতর দিয়ে টেনে এনে এপাশ-ওপাশ গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি।

20220318_180809.jpg

এভাবেই খুব সহজেই তৈরী হয়ে গিয়েছে আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ডেকোরেশন ফুল। ফুলটা বানানো একটু কঠিন ছিল কিন্তু তারপরও শেষ পর্যন্ত আমি বানিয়ে ফেলতে পেরেছি। দেখুন বানানোর পরে দেখতে কত সুন্দর লাগছে কষ্টের কথা একেবারে ভুলেই গিয়েছি তখন।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপনার গীটার পেপারের তৈরি ফুল গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ফুল তৈরি করেছেন ।খুবই অসাধারণ হয়েছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago (edited)

আপু আপনার গ্লিটার আর্ট পেপার দিয়ে বানানো ডেকোরেশন ফুলটি খুবই চমৎকার হয়েছে। গ্লিটার পেপার দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছেও খুব ভালো লাগে। কারণ বানানোর দেখতে খুব চমৎকার লাগে। আপনার আজকের ডেকোরেশন ফুল বানানো আমার কাছে খুবই জটিল মনে হয়েছে। কিন্তু আপনি খুব নিখুঁতভাবে এটি বানিয়েছেন। যার কারণে দেখতে এত সুন্দর লাগছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুল তৈরি দেখতে খুবই চমৎকার লাগতেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার তৈরি ফুল টি দেখতে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে কালার কম্বিনেশন দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

সত্যি আপু গ্লিটার পেপার দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে আপনার ফুল তৈরি। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনি একটি উপস্থাপনা করেছেন আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গ্লিটার পেপার দিয়ে তৈরি এত সুন্দর একটি ফুল আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে খুব চমৎকার একটি ফুল তৈরি করেছেন। আপনার গ্লিটার পেপার দিয়ে তৈরি ফুলটি দেখে আমার খুব ভালো লাগলো। গ্লিটার পেপার দিয়ে ফুলটি করাতে দারুনভাবে ফুটে উঠেছে। আপনি ফুলটি বানানোর সবগুলো ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফুলটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক চমৎকার একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে দক্ষতার সঙ্গে এটা তৈরি করেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আপু আপনি গ্লিটার আর্ট পেপার দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন। যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।অনেকদিন হলো আমি গ্লিটার আর্ট পেপার কিনেছি কিন্তু আজও কিছু বানানোর সাহস করে উঠতে পারিনি ।আপনাদের টা দেখে দেখে এত ভালো লাগে কি আর বলব ।সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু সাহস করে বানাতে চলে যান দেখবেন হয়ে গেছে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

গ্লিটার পেপার এমনিতেই বেশ চাকচিক্য করে। আর আপনি গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন দেখে অনেক ভালো। এবং ফুলটি তৈরীর প্রক্রিয়া খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 52438.26
ETH 2303.72
USDT 1.00
SBD 2.05